Achilles Heel - Idiom টির উৎপত্তির কাহিনী

Achilles Heel:
একটি Idiom যার অর্থ Weak Point -কারো চরিত্রের ক্ষুদ্র কিন্তু দুর্বল অংশ । এটার অর্থ হয়তো আমরা অনেকেই জানি কিন্তু আজকে আমরা জানবো Achilles Heel - Idiom টির উৎপত্তির কাহিনী।
গ্রিক পৌরাণিক কাহিনীতে একজন দেবতার নাম ছিল Achilles । এই দেবতা যখন বালক ছিল তখন তার মা ষ্টিক্স নামের এক নদীতে ডুবিয়ে তাকে ধৌত করেছিল যাতে বালকটি অমরত্ব লাভ করে । মজার কাহিনী হলো , ছেলেটির মা তাকে ধৌত করার সময় বালকটির এক পা ধরে রেখেছিলেন। ফলে এ পা শুকনো থেকে গিয়েছিল। পরবর্তীতে ট্রয়যুদ্ধে Achilles এ পায়েই তীরবিদ্ধ হয়ে মারা যায়। এ জন্য কারো কোন দুর্বল অংশকে বলা হয় Achilles Heel ।
যদি টাইপিং মিস্টেক হয়, ক্ষমা প্রার্থী)

Catagories