সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - ১৬

# # আজকের_প্রথম_আলো_থেকে ##
১১ ও ১২ মে, ২০১৯ ( শনি ও রবিবার)
২৮ ও ২৯ বৈশাখ, ১৪২৬
৫ ও ৬ রমজান, ১৪৪০
.........
১) টাঙ্গুয়ার হাওয়ার – সুনামগঞ্জে
২) টাঙ্গুয়ার হাওরের আয়তন – প্রায় ১০০ বর্গ কি.মি
৩) বাইক্কার বিল – মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে
৪) হাকালুকি হাওর অবস্থিত – সিলেট ও মৌলভীবাজার জেলা
৫) বাংলাদেশে জলচর পাখি শুমারি অনুষ্ঠিত হচ্ছে – ২০০০ সাল থেকে
৬) সোনাদিয়া দ্বীপ অবস্থিত – কক্সবাজার জেলায়
৭) বিশ্ব পরিযায়ী পাখি দিবস – ১১ মে
৮) ইসরায়েল ফিলিম্তিনিদের তাদের মাতৃভূমি থেকে বড় ধরনের উচ্ছেদ অভিযান করে – ১৯৪৮ ও ১৯৬৭ সালে
৯) জাতিসংঘের নিবন্ধিত ফিলিস্তিনি শরনার্থীর সংখ্যা – ৫৩ লাখ
১০) জর্ডানে ফিলিস্তিনি শরনার্থী রয়েছে – ২০ লাখ
১১) সিরিয়ায় ফিলিস্তিনি শরনার্থীর সংখ্যা – ৫ লাখ ২৬ হাজার
১২) সাবরা ও শাতিলা হলো – লেবাননে ২ টি ফিলিস্তিনি শরনার্থী শিবিরের নাম
১৩) লেবাননে গৃহযুদ্ধ হয়েছিল – ১৯৮০ সালে
১৪) লেবাননের রাজধানী – বৈরুত
১৫) ২০২৪ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর অভিযা প্রকল্প হাতে নিল – আমাজন, নাম – ব্লু মুন "
১৬) যুক্তরাষ্ট্র চীনের – ২০ হাজার পণ্যের ওপর ২৫% বর্ধিত শুল্ব কার্যকর করল ১০ মে ২০১৯ থেকে
১৭) চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে – ১০ মাস ধরে
১৮) ফেসবুক ভেঙ্গে কোম্পানি করার প্রস্তাব দিয়েছেন ফেসবুকের সাবেক সহপ্রতিষ্ঠাতা – ক্রিস হিউজ
১৯) ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে কিনে নেয় – ২০১২ ও ২০১৪ সালে
২০) ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ৩ ছাত্র – জাকারবার্গ ও ডাস্টিন মস্কোভিজ, ক্রিস হিউজ
২১) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনে স্বাক্ষর করেছেন দেশটির – ১ কোটি লোক
২২) বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা – ৪৯ টি, চালু ৪৫ টি
২৩) দেশে বর্তমানে ইন্টারনেট সেবাগ্রহীতার সংখ্যা – ৯ কোটির বেশি ( বিটিআরসি)
২৪) বাংলাদেশে ১৫ থেকে ৬৫ বছর বয়সী মাত্র – ১৩% মানুষ ইন্টারনেট ব্যবহার করে ( ডিআইআরএসআই সমীক্ষা)
২৫) ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে – ভারত, পাকিস্তান, নেপাল ও মিয়ানমার
২৬) মুঠোফোন আছে দেশের মাত্র -৭৪% মানুষের ও নেট ব্যবহারের উপযোগী স্মার্ট ফোন – ১/৪% ( ঐ)
২৭) ব্রডব্যান্ড ইন্টানেটের দামে বিশ্বের ২৩০ টি দেশের মধ্যে বাংলাদেশ – ৫১ তম
২৮) দেশে মুঠোফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা – সাড়ে ৮ কোটির বেশি ( বিটিআরসি)
২৯) ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরর সংখ্যা – ১ কোটির কম বা ৫৮ লাখের মতো
৩০) ২০১৮ সালে প্রাকৃতিক দুর্যোগের কারনে বাংলাদেশে বাস্তুচ্যুত হয়েছে – ৭৮ হাজার ৩০০ মানুষ ( বৈশ্বিক প্রতিবেদন)
৩১) এবার ভারতে রাজ্য প্রতিষ্ঠার দাবি করেছে – আইএস
৩২) ইরান ও যুক্তরাষ্ট্র – যুদ্ধের মুখোমুখি অবস্থানে
৩৩) ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কাতার বিমান ঘাঁটিতে – বি ৫২ বোমারু বিমান ও উপসাগরে যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন পাঠিয়েছে
৩৪) দেশের বর্তমান মাথাপিছু আয় – ১৯০৯ মা. ডলার
৩৫) দেশের বর্তমানে মাথাপিছু জিডিপি – ১৮২৭ মা. ডলার

Catagories