সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - ১৩

১।"বাংলাদেশ দিবস" কোথায় পালিত হয় ?
-নেদারল্যান্ড
২।বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল
উদ্ভাবক কে ?
= ড.জামালউদ্দিন (বাংলাদেশ)
৩। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
=১২ নটিক্যাল মাইল।
৪।মেগাসিটির দিক থেকে ঢাকার অবস্থান কততম ?
= ১৯তম। মোট ২৭ টি রয়েছে
৫।দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড
মিউজিয়াম) কোথায় অবস্থিত?
=সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। (নোট:মাটির নিচে প্রায়
২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১
জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।)
৬।জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার কত ?
=০.০১ শতাংশ।
৭।ওরে নীল দরিয়া.....
সালাম সালাম হাজার সালাম.....
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়....গানগু
লো শিল্পী
কে ?
= আব্দুল জব্বার
৮।কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম
স্বাক্ষর করে
= বাংলাদেশ
৯।কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ?
= সুন্দরবনে
১০।২৯ - ৩০ জুলাই ২০১৭ 'পানি সম্মেলন' অনুষ্ঠিত হয়?
-- ঢাকা , বাংলাদেশ ।
১১। পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী কোনটি ?
= মুরং বা ম্রো
১২।খাসিয়ার গ্রামগুলো কী নামে পরিচিত ?
=পুঞ্জি
১৩।চাকমাদের গ্রামগুলো কী নামে পরিচিত ?
= আদাম
১৪।সাঁওতালদের গ্রাম প্রধানদের কী বলে ?
= মাজি
১৫।" লাওরা" রা কোন ধর্মের অনুসারী ?
= ইসলাম
১৬।"দামতুয়া জলপ্রপাত " কোথায় অবস্থিত ?
=আলীকদম, বান্দরবান।
১৭) জলাবন কোথায় অবস্থিত?
- রাতারগুল, সিলেট
১৮) ওয়াইফাই নগরী কোথায়?
- সিলেট
১৯)উদ্ভিদ হাসপাতাল কোথায়?
- মধুপুর
২০) ভাসমান হাসপাতালের নাম কি?
- জীবনতরী
২১)স্বর্নদ্বীপের অপর নাম কি?
- জাইহাজ্জার চর
২২)বাংলাদেশের বানিজ্যক রাজধানী কোথায়?
- চট্রগ্রাম
২৩)কৃষি বিজ্ঞান এর জনক কে?
- জোন্সেটাল
২৪)এক্স-রশ্মি আবিষ্কার করেন
-রন্টজেন
২৫)লেবানেনের রাজধানী
-বৈরুত
২৬)জাতিসংঘের বর্তমান মহাসচিব
-অন্টোনি গুতেরেস
২৭)অতিবেগুনী রশ্মির উৎস
-সূর্য
২৮)গজল ডোবা বাঁধ
-তিস্তা নদীর উজানে অবস্থিত!
২৯.এশিয়ার বৃহত্তম মরুভূমি
-গোবি মরুভূমি(মঙ্গোলিয়া)
৩০.আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ
-মালদ্বীপ
৩১.এশিয়ার বৃহত্তম অরণ‍্য
-তৈগা
৩২.এশিয়ার সর্বপশ্চিমের বিন্দুর নাম
-বেবা অন্তরীপ
৩৩.ভূমধ‍্যসাগরের পূর্ব উপকূলকে বলা হয়
-এশিয়া মাইনর
৩৪.মধ‍্য আমেরিকা থেকে মধ‍্য মিসিসিপ অববাহিকার প্রেইরি অঞ্চলকে বলা হয়
-পৃথিবীর রুটির ঝুড়ি
৩৫.অস্টেলিয়া অবস্হিত
-দক্ষিণ গোলার্ধে
৩৬.বিখ‍্যাত হাইড পার্ক অবস্হিত
-লন্ডনে
৩৭.শিল্প লিওনার্দো দ‍্য ভিঞ্চি ছিলেন
-ইতালির নাগরিক
৩৮.বিশ্ব এইডস দিবস
-১ডিসেম্বর
৩৯.সার্কভুক্ত দেশগুলোর মধ‍্যে সেনাবাহিনী নেই
-মালদ্বীপে
৪০. ৮ম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তে চ্যাম্পিয়ন
কোন দেশ?
উঃ পাকিস্তান

Catagories