জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ২০১৯-২০ সেশনে ভর্তির জন্য আবেদনের যোগ্যতাঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে ১লা সেপ্টেম্বর থেকে।
-আবেদন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
-আবেদন ফরম কলেজে জমা দেয়া যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
-ক্লাস শুরু ১লা অক্টোবর থেকে।
২০১৯-২০ সেশনে ভর্তির জন্য আবেদনের যোগ্যতাঃ
এসএসসি পাশের সনঃ ২০১৬ এবং ২০১৭।
এইচএসসি পাসের সনঃ ২০১৮ এবং ২০১৯।
মানবিক শাখার জন্যঃ
এসএসসিঃ ২.৫০
এইচএসসিঃ ২.৫০
সাইন্স এবং কমার্স
এসএসসিঃ ৩.০০
এইচএসসিঃ ২.৫০
বিঃদ্রঃ উল্লেখিত পাসের সন এবং জিপিএ না থাকলে আবেদন করতে পারবে না।
১. কয়টি কলেজে আবেদন করতে পারবে?
উত্তরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোন একটি কলেজে আবেদন করতে পারবেন।
২. পরীক্ষা দিতে হবে কিনা?
উত্তরঃ না, পরীক্ষা দিতে হবে না।
৩. সাইন্স থেকে কমার্স বা কমার্স থেকে সাইন্স বা আর্টস থেকে সাইন্স বা সাইন্স থেকে কমার্স, এক কথায় গ্রুপ পরিবর্তন করে ফরম তুলতে পারব কিনা?
উত্তরঃ না, তবে আবেদনের সময় যতগুলো বিষয় শো করবে তা চয়েজ করতে পারবেন, আর্টসের বা কমার্সের বিষয় শো করলে চয়েজ করতে পারবেন।
৪. অমুক,তমুক কলেজে কত পয়েন্টে চান্স পাব?
উত্তরঃ কেউ জানেনা পাবেন কিনা, প্রতিটি কলেজে আলাদা মেরিট ভিত্তিতে ভর্তি নিবে।

Catagories