১৬তম নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায় ২ এর বাংলা ও সাধারণ জ্ঞান অংশের সমাধান

১৬তম নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায় ২ এর  বাংলা ও সাধারণ জ্ঞান অংশের সমাধান

০১) বাংলা সাধু ভাষার জনক কে?
___(ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)

০২) কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
___(সাধু ভাষা)

০৩) "মেঘ"শব্দের সমার্থক শব্দ কোনটি?
___অমুদ

০৪) বিরাম চিহ্নের প্রবর্তক কে?
___ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

০৫) সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
___হাইফেন

০৬) খয়ের খাঁ' বাগধারাটির অর্থ কী?
___চাটুকার

০৭) "গঙ্গা"শব্দের সমার্থক শব্দ কোনটি?
___সবগুলো
(গোমতি,কৃষ্ণবেণী,কাবেরী)

০৮) "চন্দ্র"শব্দের সমার্থক শব্দ কোনটি?
___সোম

০৯) "নৈসর্গিক" শব্দের বিপরীত শব্দ কোনটি?
___কৃত্রিম

১০) নিচের কোন বানানটি সঠিক?
___পিপীলিকা

১১) কোন বানানটি শব্দ?
___সমীচীন

১২) কোন বাক্যটি শুদ্ধ?
___দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

১৩) "তপোবন"কোন সমাস?
___চতুর্থ তৎপুরুষ সমাস

১৪) সন্ধির প্রধান কাজ কী?
___ধ্বনি পরিবর্তন

১৫) সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
___সমস্যমান পদ
___Solved by….Ramjan

১৬) "তিলে তৈল হয়" "তিলে"কোন কারক?
___অপাদান কারক

১৭) "সিংহাসন" কোন সমাস?
___মধ্যপদলোপী কর্মধারয়

১৮) "রেল গাড়িটি স্টেশন ছেড়েছে" বাক্যে "স্টেশন" কোন কারকে কোন বিভক্তি?
___অপাদানে শূন্য

১৯) "মেঘের ধ্বনি" এর বাক্য সংকোচন কোনটি?
___জীমূতেন্দ্র

২০) সপ্তকাণ্ড রামায়ন" বাগধারাটির অর্থ কী?
___বৃহৎ বিষয়

২১) "সিঁদুরে মেঘ" বিগধারাটির অর্থ কী?
___বিপদের আশঙ্কা

২২) লবণ" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
___লো+অন

২৩) নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
___কুলটা

২৪) "কালসাপ"কোন সমাস?
___নিত্য সমাস(কাল তুল্য সাপ)

২৫) "Watery grave"এর অর্থ কী?
___সলিল সমাধি

Catagories