১৬ তম শিক্ষক নিবন্ধন স্কুল-২য় পর্যায়ের সাধারণ অংশের সমাধান

১৬ তম শিক্ষক নিবন্ধন স্কুল-২য় পর্যায়ের সাধারণ অংশের সমাধান

২৬) সর্বপ্রথম "বঙ্গ"দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে?
___ঐতরেয় আরণ্যক
___বাংলা পাওয়া যায় আইন-ই আকবরী গ্রন্থে

২৭) চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়____?
___বিজু

২৮) মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
____২ নং সেক্টরে

২৯) জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?
___জাইকা

৩০) বাংলাদেশের পাট গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
___ঢাকায়

৩১) "SPARRSO"কোন মন্ত্রণালয়ের অধীন?
___প্রতিরক্ষা মন্ত্রণালয়

৩২) NATO কোন ধরনের জোট?
___সামরিক

৩৩) ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন?
___ডুরান্ড লাইন

৩৪) "বাংলাদেশ স্কয়ার" কোথায় অবস্থিত?
___লাইবেরিয়া

৩৫) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
___৫ জুন

৩৬) সংবিধানের ১৫ অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
___মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

৩৭) বাংলাদেশের বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়?
___১৯৯৮ সালে

৩৮) বাংলাদেশের জাতীয় স্বাস্থ মালানীতি কবে প্রণীত হয়?
___২০১৩ সালে

৩৯) "Seven Sister" কোন দেশে অবস্থিত?
___ভারতে

৪০) আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কবে?
___২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে

৪১) বাংলাদেশে সরকারি EPZ কতটি?
___৮টি

৪২) মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
___ক্যাপ্টেন এম. মনসুর আলী

৪৩) বাংলাদেশে প্রথম আদমশুমারী হয়?
___১৯৭৪ সালে

৪৪) সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ আছে?
___১৩৭

৪৫) নবায়নযোগ্য শক্তি কোনটি?
___সমুদ্রের ঢেউ

৪৬) ইতিহাসের জনক কে?
___হেরোডোটাস

৪৭) টেকসই উন্নয়ন অভিষ্ট কবে গৃহীত হয়?
___২০১৫ সালের ২৫ সেপ্টেম্বরে

৪৮) ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
___বেলজিয়ামে

৪৯) হাসপাতাল,সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত?
___স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের

৫০) স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য "বীর প্রতীক"উপাধি দেওয়া হয় কত জনকে?
___৪২৬ জনকে

Catagories