প্রাথমিক সহকারী শিক্ষক ভাইভা অভিজ্ঞতা

তারিখ: ১৪/১০/১৯
জেলা: হবিগঞ্জ উপজেলা: চুনারুঘাট
আমি: স্যার, আমি কি ভিতরে আসতে পারি?
এক্সটার্নাল-১ : জ্বী আসুন। বসুন।
আমি: আদাব/নমস্কার স্যার।
এক্সটার্নাল-১ : হুম, আদাব। আপনি তো মি:.....
আমি : জ্বী, স্যার।
এক্সটার্নাল -২ : আপনার পড়াশোনা কোথায় থেকে আর কি বিষয়?
আমি : উত্তর দিলাম।
এক্সটার্নাল-১: Bank overdraft আসলে কি? এটা ব্যালেন্স শীটের কোন দিক বসে?
আমি:উত্তর দিলাম।
এক্সটার্নাল-১: রেওয়ামিলের ট্রায়াল ব্যালেন্সের উভয় প্বার্শ মিলে যায় কেন?
আমি: সহজ প্রশ্ন কিন্তু আমি কনফিউজড ছিলাম তাই.... বললাম সরি স্যার, আমার স্বরণ হচ্ছে না এই মুহূর্তে....
এক্সটার্নাল-১: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি?
আমি : উত্তর দিয়েছে কিন্তু স্যারের মনের মতো হয়নি পরে উনি অনেক কিছুই ব্যাখ্যা করেছেন আমি শুধু হুম স্যার, জ্বী স্যার এসব বলেছি...
পরের প্রশ্ন: বিজ্ঞান কি?
আমি : সরি স্যার, আমি বিজ্ঞানের ছাত্র না.....
আবার প্রশ্ন: আমি স্যারকে চিনি কি না?
উনি আমার কলেজের প্রিন্সিপাল ছিলেন
আমি: জ্বী স্যার আপনাকে আমি চিনি
এক্সটার্নাল-১: আগে বলেন নাই কেন?
আমি : সরি স্যার
আমি মনে মনে বাঁশ কি কেউ ইচ্ছে করে খেতে চায়
এক্সটার্নাল-১: পরে কলেজের কয়েকজন স্যারের নাম জিজ্ঞেস করলেন স্যার।
আমি : নাম বললাম
পরের প্রশ্ন : মুক্তিযুদ্ধ এর ঘোষণা কারক কে?
আমি :উত্তর দিলাম।
এক্সটার্নাল-১: মুক্তিযুদ্ধ এর সম্পর্কে নিজের অনুভূতি কেমন?
আমি: স্যার মুক্তিযুদ্ধকালীন সময়ে আমার জন্মই হয় নি যতটুকু মুক্তিযুদ্ধ এর ইতিহাস পড়ে জেনেছি বলবো কি...
এক্সটার্নাল-১: ওকে বলতে হবে না।
এক্সটার্নাল-১: আচ্ছা আপনি কি ব্যক্তিগত ভাবে জাতীয়তাবোধ চেতনার কি বিশ্বাস করেন বাঙালী না বাংলাদেশী হিসেবে?
আমি: উত্তর বাঙালী হিসেবে।
জানি না সঠিক উত্তর কি.... কিন্তু বলে দিলাম
এক্সটার্নাল-২: আপনি কি কোন গান, ছড়া,আবৃতি এসব পারেন?
আমি: জ্বী স্যার। গান একটু চেষ্টা করব স্যার।
তারপর গলা ফাটিয়ে শুরু করলাম....
মা গো ভাবনা কেন....
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে.......
এক্সটার্নাল-১: ওকে এইবার আসতে পারেন।
আমি : ধন্যবাদ স্যার। জানিয়ে বিদায় নিলাম।
আদাব বলে বের হলাম....
ভাইভা ভালো হয়নি আর আমার লিখিত পরীক্ষা ও খুব ভালো হয়নি....স্রষ্টার উপর ভরসা রাখছি... ভাগ্য ভালো হলে হবে আর স্রষ্টা যদি রিযিক লিখে রেখে থাকেন।
প্লিজ আমার জন্য সবাই আশীর্বাদ ও দোয়া করবেন।
সকল প্রাইমারির ভাইভা পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা রইলো...

Catagories