HSC 2021/2020 ফিন্যান্স ১ম পত্র suggesstion

ফিন্যান্স ১ম পত্র
৩য় অধ্যায়: (২ টা থাকার সম্ভাবনা বেশি)
*বিনিয়োগের সিদ্ধান্ত থাকলে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে,
* সৃজনশীলে যেটা থাকবে সেটার উল্টাটা বের করতে হবে অর্থাৎ বর্তমান মূল্যের টাকা / কিস্তি দেয়া থাকলে ভবিষ্যতের টা ,
* বছর উল্লেখ থাকলে থাকলে কখনো m হবে না (যদিও চক্রবৃদ্ধি বলা কিন্তু বছর দেয়া তখন, অন্যান্য ক্ষেত্রে বলে দিবে মাসিক সাপ্তাহিক ইত্যাদি। মানে চক্রবৃদ্ধি থাকলেই m হবে এমনটি না ) ,
* ২০১৭ সালের সবগুলো প্র্যাকটিস করলে যথেষ্ট
*ঋণসূচি দেখে গেলে ভালো।
৪র্থ অধ্যায়: বেশি এসেছে ১৭-১৮ আর টেস্ট পেপারের যেগুলো👉* অনুদান প্রান্ত
* সমচ্ছেদ বিন্দু
* টার্গেট বিক্রয়/ প্রয়োজনীয় বিক্রয়
* নিরাপত্তা প্রান্ত
*নগদ প্রবাহ
* গ্রাফ এইবছর আসার সম্ভাবনা আছে।
৫ম অধ্যায়:* KTC - ব্যবসায় ঋণের ব্যয় ,
* মোট মজুদ ব্যয় - TC,
* EOQ
* পুনঃ ফরমায়েশ স্তর ।
৬ষ্ঠ অধ্যায়: * VB (কূপণবন্ড , শূন্যবন্ড )
* মেয়াদ পূর্তিতে আয়ের হার(YTM)
৭ম অধ্যায় : (২ টা আসতে পারে) * সাধারন শেয়ারের ব্যয়,
* Kd
* WACC .
৮ম অধ্যায়: * NPV
* PBP
* IRR
৯ম অধ্যায়: (২ টা আসতে পারে) * সম্ভাবনা সহ , ছাড়া উভয়ই (প্রত্যাশিত মুনাফা, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক )
এই সুত্রগুলোই যথেষ্ট , এই সুত্রগুলো পড়লেই হবে আর মন্তব্য লিখা + প্রশ্ন কিভাবে আসতে পারে সেটার জন্য ১৭ বোর্ডের সবগুলো প্র্যাকটিস করলেই যথেষ্ট ইনশাআল্লাহ) 😊
ক খ শুধুমাত্র ১৭-১৮ বোর্ড পড়লেই হবে , এমসিকিউ এর জন্য ১৭-১৮ থিউরিক্যাল গুলো মুখস্থ করলে কমন পড়বে ম্যাথ গুলো কমন পড়বে না তবে সৃজনশীল এর জন্য প্রস্তুতি নিতে নিতে হয়ে যাবে 😊। ১৭ সালের সৃজনশীল প্র্যাকটিস করলে পরীক্ষায় সৃজনশীল ধরতে পারা অনেকাংশে সহজ হবে , অল্প সময় আছে এর মধ্যে উপরে দেয়া সুত্র গুলো পড়লে আর ১৭ সাল থেকে প্র্যাকটিস করলে ৭০ এ ৭০ পাওয়া আহামরি কিছু না
বিস্তারিত লিখতে পারলাম না সময় সংক্ষেপ 😓
সবার পরীক্ষা ভালো হোক ধন্যবাদ😊

Catagories