NSI Watcher Constable এর লিখিত পরীক্ষার প্রশ্ন।
সাধারণ জ্ঞান ঃ১০
১. মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি। ৩ টি সেক্টর কমান্ডারের নাম? ২+৩=৫
২.বাংলাপিডিয়া কার উদ্যোগে গঠিত হয়েছে?
৩. ধানসিঁড়ি কোন জেলায়?
৪. স্থানীয় সরকার সর্বনিম্ন স্তর কোনটি?
৫. ৮.৩০ মিনিটে ঘন্টার কাটা ও মিনিটের কাটার পার্থক্য কত ডিগ্রী?
৬.NSI এর পূর্ণরূপ?
বাংলাঃ ২০
১. সাধু ও চলিত ভাষায় ৫ টি পার্থক্য লিখুন? ৫
২. ভাব-সম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটেনা.৫
৩. মশার উপদ্রব নিধনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে একটি পত্র লিখুন-১০
ইংরেজি -২০
Transformation of sentence -10
Paragraph : winter morning -10
গণিত-২০
১. একটি স্কুলে ড্রিল করার সময় ৮,১০ বা ১২ টি লাইন করা যায়। ঔ স্কুলে অন্তত পক্ষে কত জন ছাত্রছাত্রী ছিল?
২. একটি বাঁশের ২/৫ লাল, ১/৪ কালো, এবং ১/৩ সবুজ। রং করা ছাড়া বাকী অংশের দৈর্ঘ্য ৬ মিটার হলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত?
৩. ১০০০ টাকা ক এবং খ ১ঃ৪ এ ভাগ করে নেয়। খ এর অংশ হতে, খ, তার মা এবং মেয়ে ২ঃ১ঃ১ এ ভাগ করে নেয়। মেয়ে কত টাকা পাবে?
৪. x+1/x=√3 হলে x^3+1/x^3 = কত?