Chattogram Board Finance And Banking MCQ Answer Solution 2020 | ফিন্যান্স এন্ড ব্যাংকিং এসএসসি পরীক্ষা ২০২০ উত্তরমালা চট্টগ্রাম বোর্ড

Chattogram Board Finance And Marketing MCQ Answer Solution 2020 |  ফিন্যান্স এন্ড ব্যাংকিং এসএসসি পরীক্ষা ২০২০ উত্তরমালা চট্টগ্রাম বোর্ড

চট্টগ্রাম বোর্ড
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
সেট-গ

তারিখ: ১৭/০২/২০২০

উত্তরসমূহ :
১। কোন নীতি অনুসারে ঋণ গ্রহীতার সচ্ছলতা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ?
উত্তর: (ক) নিরাপত্তার নীতি (পৃষ্ঠা নং-৯৩)

২। ব্যাংক তার গ্রাহককে চলতি হিসাব থেকে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দেয় কেন?
উত্তর: (ঘ) অতিরিক্ত অর্থের প্রয়োজন মিটানোর জন্য (পৃষ্ঠা নং-১১১)

৩। কোন ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তিতে আদালতের সম্পৃক্ততা থাকে?
উত্তর: (খ) গ্রাহক দেউলিয়া হলে

৪। মি. রুবেল চেকের মাধ্যমে একটি ল্যাপটপ ক্রয় করলে-
উত্তর: (ঘ) i, ii ও iii

৫। একটি বৃহৎ ব্যাংক অন্য কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে তাকে বলে-
উত্তর: (গ) গ্রুপ ব্যাংক (পৃষ্ঠা নং-৯৫)

৬। দ্রব্য বিনিময় প্রথার সমস্যা হল-
উত্তর: (ঘ) i, ii ও iii

৭। ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে বাণিজ্যিক ব্যাংকের নিকট সবচেয়ে আপন কে?
উত্তর: (গ) কেন্দ্রীয় ব্যাংক

৮। জনাব রাতুল একটি চেক পেলেন যাতে আড়াআড়ি সমান্তরাল রেখা অঙ্কিত ছিল। রাতুলের চেকটি কোন ধরনের?
উত্তর: (গ) দাগকাটা চেক

৯। কোন পদ্ধতিতে ইসলামি ব্যাংকিং এ গ্রাহকের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হয়?
উত্তর: (খ) মুরাবাহা (পৃষ্ঠা নং-১০০)

১০। আন্তর্জাতিক ব্যবসায় ক্ষেত্রে একটি ব্যাংক কীভাবে সহায়তা করে?
উত্তর: (ক) প্রত্যয়নপত্র ইস্যু করে

১১। জনাব সেলিম ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন?
উত্তর: (খ) চলতি হিসাব

১২। জনাব সেলিমের ব্যাংকের উদ্দেশ্য হতে পারে-
উত্তর: (গ) ii ও iii

১৩। খলিল সাহেবের গৃহীত ঋণ কোন ধরনের?
উত্তর: (খ) বন্ধকী ঋণ (পৃষ্ঠা নং-২২)

১৪। এই পরিস্থিতিতে প্রাইম ব্যাংক করতে পারে-
উত্তর: (খ) i ও iii (পৃষ্ঠা নং-২৬)

১৫। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কোনটি?
উত্তর: (ক) সমাজকল্যাণ নিশ্চিত করা (পৃষ্ঠা নং-৪)

১৬। একজন সবজি বিক্রেতা তার দৈনিক উপার্জনের পুরোটাই ব্যাংকে জমা রাখলে কোন নীতির লঙ্ঘন হয়?
উত্তর: (গ) পণ্যের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকিবন্টন

১৭। কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে?
উত্তর: (খ) সরকারি

১৮। কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
উত্তর: (ক) সুদের হার নির্ধারণে (পৃষ্ঠা নং-৩০)

১৯। লাভলি কোম্পানি ১০% সুদে ২,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। কর হার ৪০%। কোম্পানিটির ঋণ মূলধন ব্যয় কত?
উত্তর: (খ) ৬%

২০। কামাল সাহেব তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছেন?
উত্তর: (ঘ) লিজিং (পৃষ্ঠা নং-২৪)

২১। কামাল সাহেব তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন?
উত্তর: (খ) দীর্ঘমেয়াদি সম্পত্তির ব্যবহার

২২। ব্যবসায়ীরা স্বল্পমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করার কারণ-
উত্তর: (গ) i ও ii

২৩। উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তনের ফলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?
উত্তর: (গ) ব্যবসায়িক ঝুঁকি (পৃষ্ঠা নং-৪২)

২৪। কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?
উত্তর: (খ) পরিকল্পনা প্রণয়ন (পৃষ্ঠা নং-৪৩)

২৫। জনাব ঝর্ণা রাজশাহীতে গার্মেন্টস প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মূলধন বাজেটিং এর সাহায্যে তিনি কোন সিদ্ধান্তটি নিবেন?
উত্তর: (ঘ) ভারি যন্ত্রপাতি ক্রয়

২৬। অগ্রাধিকার শেয়ার মালিকের অসুবিধা কোনটি?
উত্তর: (খ) সীমিত আয় (পৃষ্ঠা নং-৭৫)

২৭। কোন শেয়ারের দাবী সকলের উপর মেটানো হয়?
উত্তর: (ঘ) অগ্রাধিকার

২৮। গড় মুনাফার হার পদ্ধতিতে-
উত্তর: (খ) i ও iii (পৃষ্ঠা নং-৫৩, ৫৪)

২৯। প্রথম প্রকল্পটিতে শাহিন সাহেবের বিনিয়োগের ক্ষেত্রে হল-
উত্তর: (খ) ডিবেঞ্চার (পৃষ্ঠা নং-৭৭)

৩০। উদ্দীপকের তথ্য অনুযায়ী-
উত্তর: (গ) ‍দ্বিতীয় প্রকল্পটিতে বিনিয়োগ প্রথমটি হতে অধিক ঝুঁকিপূর্ণ (পৃষ্ঠা নং-৭৩)

Catagories