Chattogram Board Physics MCQ Answer Solution 2020 | পদার্থ বিজ্ঞান এসএসসি পরীক্ষা ২০২০ উত্তরমালা চট্টগ্রাম বোর্ড

Chattogram Board Physics MCQ Answer Solution 2020 | পদার্থ বিজ্ঞান এসএসসি পরীক্ষা ২০২০ উত্তরমালা চট্টগ্রাম বোর্ড

চট্টগ্রাম বোর্ড পদার্থবিজ্ঞান সেট-ক
উত্তরসমূহ :

১। কে দেখিয়েছিলেন, বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে?
উত্তর: (খ) হাবল (পৃষ্ঠা নং-১০)
২। দোলনায় দুলতে থাকা শিশুর গতি হলো-
উত্তর: (ঘ) সরল স্পন্দন গতি (পৃষ্ঠা নং-৩৬)
৩। নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস?
উত্তর: (ক) নিউক্লিয়ার শক্তি (পৃষ্ঠা নং-১০৯)
৪। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো-
উত্তর: (গ) 36.89 degree C
৫। বাতাসের প্রবাহ দিযে তৈরি বাদ্যযন্ত্র কোনটি?
উত্তর: (ঘ) হারমোনিয়াম (পৃষ্ঠা নং-২০৬)
৬। পানিতে আলোর বেগ হলো-
উত্তর: (গ) 2.26 x 10^8m/s (পৃষ্ঠা নং-২৪৪)
৭। বলের মাত্রা হচ্ছে-
উত্তর: (ক) MLT^-2
৮। নিচের কোন যন্ত্রে এক্স-রে ব্যবহার করা হয়?
উত্তর: (খ) সিটি স্ক্যান (পৃষ্ঠা নং-৩৯৭)
৯। নিচের কোনটি অপরিবাহী পদার্থ?
উত্তর: (গ) রাবার
১০। একটি ইলেকট্রনের চার্জ কত?
উত্তর: (ক) -1.6 x 10^-19C (পৃষ্ঠা নং-২৯০)
১১। ভর একই হলে নিচের কোন পদার্থটির আয়তন বেশি হবে?
উত্তর: (ক) কাঠ (পৃষ্ঠা নং-১৩১)
১২। কোনটি সবচেয়ে ছোট একক?
উত্তর: (ঘ) ফেমটোমিটার (পৃষ্ঠা নং-১৭)
AB লক্ষ্যবস্তুটি প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের ঠিক মাঝখানে রাখা আছে।
১৩। দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠন হবে?
উত্তর: (গ) 30 cm
১৪। AB কে দর্পণের দিকে 10 cm সরালে-
উত্তর: (গ) i ও ii
১৫। নিচের (s) - সময় (t) লেখচিত্রের কোনটি সুষম ত্বরণে চলমান বস্তুর লেখচিত্র নির্দেশ করে?
উত্তর: (খ)
১৬। একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা, গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা অপেক্ষা বেশি হলে-
উত্তর: (ঘ) i, ii ও iii
১৭। একটি বালক 50 N বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে একটি 2 x 10^4g ভরের বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত হবে?
উত্তর: (খ) 2.5 ms^-2
১৮। 400 বছর পর-
উত্তর: (ক) A মৌল 6.25% ও B মৌল 25% অবশিষ্ট থাকবে
১৯। A হতে B তে রুপান্তরের ক্ষেত্রে নির্গত কণা-
উত্তর: (ঘ) i, ii ও iii
২০। 500 kg ভরের একটি বস্তু 20 ms^-1 বেগে চলছে। বস্তুটিতে 0.5 ms^-2 মন্দন সৃষ্টি করলে 10s পরে এর গতিশক্তি হবে-
উত্তর: (ক) 5.625 x 10^4J
২১। একটি শব্দ তরঙ্গের বিস্তার কতগুণ বাড়ালে এর শক্তি ৯ গুণ বৃদ্ধি পাবে-
উত্তর: (খ) 3 গুণ (পৃষ্ঠা নং-১৯৩)
২২। সর্বদা অবাস্তব বিম্ব গঠন হয়-
উত্তর: (গ) উত্তল দর্পণ ও অবতল লেন্সে
২৩। চাপ অপরিবর্তিত রেখে একই তাপমাত্রার পার্থক্যের জন্য নিচের কোন পদার্থটির প্রসারণ সবচেয়ে বেশি হবে?
উত্তর: (ঘ) অক্সিজেন
২৪। উপরের বর্তনীতে কত তড়িৎ প্রবাহিত হবে?
উত্তর: (গ) 3A
২৫। একটি 40 microF ক্যাপাসিটরে 3.2 x 10^-4C চার্জ দেওয়া হলে-
উত্তর: (ক) i ও ii

Catagories