সাধারণ জ্ঞানে দুর্দান্ত প্রস্তুতি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক স্টুডেন্টসদের জন্য:
সাধারণ জ্ঞানে দুর্দান্ত প্রস্তুতি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক স্টুডেন্টসদের জন্য:
সাধারণ জ্ঞান টিপস
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ ও বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাদের জন্য ভর্তি পরীক্ষার একটা বড় অংশ থাকে সাধারণ জ্ঞান। মানবিক বিভাগ ও বিভাগ পরিবর্তনের ইউনিটে সাধারন জ্ঞান থেকে প্রশ্ন থাকবেই। তাই এ ব্যাপারে একটু বিশেষ গুরুত্ব দিতে হবে।
কি পড়তে হবে?
সাধারণ জ্ঞান পড়ার সময় ৪ টি অংশে প্রস্তুতি নিতে হয়-
সাম্প্রতিক তথ্য
বাংলাদেশ বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলি
মৌলিক বিষয়াবলি
সাধারণ জ্ঞানের সিলেবাস মূলত অনেক বড়। আবার সব বিশ্ববিদ্যালয়ের জন্য সব টপিকস গুরুত্বপূর্ণ না। তাই সাধারণ জ্ঞানে সর্বোচ্চ কমন পেতে কৌশলী হওয়ার কোনো বিকল্প নেই।
এক্ষেত্রে প্রথমেই ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৫০/৬০টি Topic Select করে নিতে হবে।
৫০/৬০ টি টপিকস পড়তে হবে।
অপ্রাসঙ্গিক তথ্য বাদ দিতে হবে। যেমন: কিছু সাধারণ জ্ঞান আছে যেগুলো মূলত চাকরির জন্য Important কিন্তু ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। সেগুলো বাদ দিতে হবে। এক্ষেত্রে Expert বা অভিজ্ঞদের পরামর্শ নেওয়া যেতে পারে।
সাধারণ জ্ঞানে একবার দুর্দান্ত প্রস্তুতি নিলে যেকোন বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ কমন পাওয়া যাবে। এক্ষেত্রে নিচের Topic গুলো Important:
বাংলাদেশ বিষয়াবলি
এই অংশের গুরুত্বপূর্ণ Topic গুলো হচ্ছে-
ভৌগোলিক অবস্থান/সীমানা
পাহাড়-পর্বত/নদ-নদী
ব্রিটিশ শাসন
পাকিস্তানি আমল: ১৯৪৭-১৯৭১
মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বীকৃতি
সংবিধান ও আইন
সরকার ব্যবস্থা ও রাজনীতি
অর্থনীতি ও বাণিজ্য
অর্থ ও ব্যাংক ব্যবস্থা
পরিবহন, যোগাযোগ ও বন্দর
শিল্প ও সংস্কৃতি
পুরাকীর্তি, প্রত্ন তত্ত্ব ও ভাস্কর্য
শিক্ষাব্যবস্থা
সংস্থা, প্রতিষ্ঠান ও কমিশন
জাতীয় দিবস
আন্তর্জাতিক বিষয়াবলি
এই অংশের গুরুত্বপূর্ণ Topic গুলো হচ্ছে-
মহাদেশ পরিচিতি
গুরুত্বপূর্ণ দেশ পরিচিতি- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জাপান, ইতালি, ভারত, পাকিস্তান, ইসরাইল, প্যালেস্টাইন, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া
ভৌগোলিক উপনাম
প্রণালী ও সীমারেখা
বিখ্যাত স্থান ও বিরোধপূর্ণ দ্বীপ/অঞ্চল
যুদ্ধ-বিগ্রহ
বিখ্যাত চুক্তিসমূহ
জাতিসংঘ
আন্তর্জাতিক সংস্থাসমূহ
বিপ্লব ও গেরিলা সংগঠন
দিবস
পুরস্কার ও সম্মাননা
বিখ্যাত ব্যক্তিত্ব
এখন কথা হচ্ছে এগুলো টপিক্স কোথায় পাব বা কোন বই থেকে পড়ব ? তাদের উদ্দেশ্য অলরেডি জেনে গেছো #GK_power নামের একটা বই বাজারে আছে।সেখানে এই গুরুত্বপূর্ণ টপিক্স গুলো টেকনিক, ছবি এবং মানচিত্রসহ দেওয়া আছে যা তোমাকে মনে রাখতে অনেকাংশে সাহায্য করবে।বইটি সংগ্রহ করে উপরোক্ত টপিক্স গুলো পড়ে ফেলো।
মৌলিক বিষয়
এই অংশের গুরুত্বপূর্ণ Topic গুলো হচ্ছে-
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
অর্থনীতি
ভূগোল
ধর্মীয় বিষয়
বিগত ১০ বছরের প্রশ্নব্যাংক একবার দেখে নেওয়া ভালো। এখান থেকে কমন পাওয়া যায়। GK power বইতে প্রতি টপিক্সের শেষে সেই টপিক্সের বিগত বছরের বিসিএস,পিএসসিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন গুলো দেওয়া আছে।
পরীক্ষার ৫ মাস আগে থেকেই সাম্প্রতিক তথ্য প্রবাহ সম্পর্কে ধারণা রাখতে হবে।
মনে রাখার উপায়:
সাধরণ জ্ঞান পড়ার সবচেয়ে বড় সমস্যা হলো পড়ার কিছু সময় পরেই ভুলে যাবেন। এ সমস্যা দুর করতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন যদিও বারবার পড়ার কোনো বিকল্প নেই।
গুরুত্বপূর্ণ সাল/তারিখ ছাড়া অপ্রাসঙ্গিক সাল/তারিখ না পড়ার চেষ্টা করবেন। যেমন: পলশী যুদ্ধের সাল গুরুত্বপূর্ণ কিন্তু নবাব সিরাজউদ্দৌলার জন্মসাল গুরুত্বপূর্ণ নয়।
সংস্থা/সংগঠনের প্রতিষ্ঠা, সদর দপ্তর, সদস্য এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এ তথ্যগুলো পড়লেই চলবে।
যা পড়বেন তা অন্যের সাথে share করবেন বা নিজে নিজেই বলার চেষ্টা করবেন।
প্রতিদিন যেকটা Topic পড়বেন পরের দিন তা সম্পর্কে না দেখে লেখার অভ্যাস করুন।
ব্যক্তি সম্পর্কে পড়ার সময় তার জন্ম-মৃত্যু সালের দিকে গুরুত্ব না দিয়ে তার কর্ম সম্পর্কে তথ্য পড়ুন।
সাম্প্রতিক তথ্য
ভর্তি পরীক্ষার ২/৩ মাস আগ থেকেই সমসাময়িক ঘটনা সম্পর্কে ধারণা রাখতে হবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত সমালোচিত ঘটনাসমূহ থেকেই মূলত সাম্প্রতিক তথ্যমূলক প্রশ্ন আসে।