গুচ্ছ পদ্ধতিতে মানবিক ও বিভাগ পরিবর্তন এর মোট আসন ৯,৩০৩ টি

 গুচ্ছ পদ্ধতিতে মানবিক ও বিভাগ পরিবর্তন এর মোট আসন ৯,৩০৩ টি

 

গুচ্ছ পদ্ধতিতে মানবিক ও বিভাগ পরিবর্তন এর মোট আসন ৯,৩০৩ টি। 😍
❇অনেকে ভাবছো গুচ্ছতে তো বিভাগ পরিবর্তন এর আলাদা ইউনিট নেই তাও আসন কিভাবে বরাদ্দ? বিভাগ পরিবর্তন ইউনিট থাকুক বা না থাকুক " বিভাগ পরিবর্তন " এর জন্য সিট বরাদ্দ থাকেই। গতবারের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ছিলো এরকম। এই ২ বিশ্ববিদ্যালয়ে ইউনিট ছিলো মূলত ৩ টা ( বিজ্ঞান, মানবিক ও বিভাগ পরিবর্তন) বিভাগ পরিবর্তন এর আলাদা ইউনিট ছিলোনা কিন্তু বিভাগ পরিবর্তন এর সিট নির্দিষ্ট ছিলো। নিজ বিভাগে পরীক্ষা দিয়েই বিভাগ পরিবর্তন এর সাবজেক্ট পাওয়া যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট - ২ ( মানবিক ইউনিট) এ মোট সিট ১২৭০ কিন্তু এটাতে মানবিক এর সিট ৮৫০। বাকি ৪২০ টি আসন বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের স্টুডেন্টদের। তারা নিজেদের ইউনিটে / নিজেদের সাবজেক্টে পরীক্ষা দিয়ে মানবিক এর সাবজেক্ট গুলো পাবে। সব ইউনিটেই সেইম। কিছু সিট থাকে অন্য বিভাগের স্টুডেন্টদের মানে বিভাগ পরিবর্তন এর৷
🌠সকল বিশ্ববিদ্যালয়ের মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট এর প্রশ্ন এক বইয়েই আছে সামিট ভার্সিটি সলুশন বইয়ে। এই বই পড়লে তোমার প্রিপারেশন হবে পূর্নাঙ্গ। বিগত বছরের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পাবা। যেভাবে বিভাগ পরিবর্তন এর জন্য আন্দোলন হচ্ছে মনে হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট আবার বহাল রাখতে পারে৷
🔴 স্টুডেন্টদের কথা চিন্তা করে এটা রাখা উচিত। সিট যেহেতু বরাদ্দ থাকছেই তাহলে আলাদা ইউনিট না থাকলে সমস্যা কি?? যাইহোক মানবিক এর একক সিট ৫০০০ এর মত। আর বিভাগ পরিবর্তন এর সিট ৪০০০ এর মত। তোমরা প্রিপারেশন নিতে থাকো৷ আর যাই করো বিগত বছরের প্রশ্ন অবশ্যই সলভ করবা৷
এর জন্য তোমরা #ইউনিক_ভার্সিটি_সলুশন বইটা ফলো করতে পারো। এক বইয়েই ১৫ টা ভার্সিটির বিগত বছরের প্রশ্ন পেয়ে যাবা।
এই বইটা পুরোটা যে ভালোভাবে শেষ করবে তার ভার্সিটি ভর্তি পরিক্ষার প্রশ্ন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা চলে অাসবে। যার জন্য প্রিপারেশন নিতে সহজ হবে।
🔵অনেকেই দেখি ICT নিয়ে হতাশায় অাছো, ঘাবড়াবানা৷
রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ICT থেকে প্রশ্ন আসে। B UNIT ( BBA, IBA) - ICT - 8 MARKS ( কমার্সের স্টুডেন্টদের জন্য) , ICT - 10 MARKS ( মানবিক ও বিজ্ঞান বিভাগ এর স্টুডেন্টদের জন্য) ।
C UNIT ( SCIENCE) - ICT - 6 MARKS.
✅গুচ্ছতে ICT আছে সেটা তো জানোই।
♠বিজ্ঞান - ICT - 20
♥মানবিক - ICT - 25
♥বাণিজ্য - ICT - 25
✴ICT এর বেস্ট প্রিপারেশন নিতে ফলো করো " #ICT_power " বইটি।
❇আর বিগত বছরের প্রশ্ন অবশ্যই সলভ করবা যদি সত্যিকার অর্থেই চান্স পেতে চাও। সকল বিশ্ববিদ্যালয়ের মানবিক ও বিভাগ পরিবর্তন এর সকল ইউনিটের প্রশ্নোত্তর এক বইয়েই পাবা "ইউনিক ভার্সিটি সলুশন " বইয়ে। এই বইটা যদি পড় তাহলে অনেক প্রশ্ন হুবহু কমন তো পাবাই। তোমার প্রিপারেশন নিতে ও অনেক সুবিধা হবে। কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কোন টাইপের, কোন বিশ্ববিদ্যালয় কোন প্যাটার্ন ফলো করবে সব বুঝতে পারবা৷ সুতরাং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে 😍

Catagories