শক্তি সম্পদ সংক্রান্ত তথ্যাবলী

 

১.ফ্রান্সের লে বক্স নামক গ্রাম থেকে প্রথম অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইড উত্তোলন করা হয় বলে এর নাম হয়েছে
বক্সাইড।
২.১৭৭৪ সালের আসানসোল-রানীগঞ্জ নিকট সীতারামপুরে প্রথম কয়লা উত্তোলন শুরু হয়।
৩.ঝাড়খন্ডের ঝরিয়া ভারতের বৃহত্তম
কয়লা খনি।
৪.ওড়িশার তালচের ওড়িশার বৃহত্তম
কয়লা খনি।
৫.পশ্চিমবঙ্গ এর বৃহত্তম কয়লাখনি রানীগঞ্জ।
৬.ছত্রিশগড় বৃহত্তম কয়লা খনি কোরবা।
৭.তামিলনাড়ু নেভেলি ভারত তথা এশিয়ার বৃহত্তম লিগনাইট কয়লা খনি।
৮.অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম
তৈলকূপ।
৯. ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র মহারাষ্ট্রের বোম্বেহাই।
১০.গুজরাটের জামনগর (১৯৯৯) ভারতের বৃহত্তম এবং কয়ালি দ্বিতীয় বৃহত্তম তৈল শোধনাগার।
১১.অসমের ডিগবয় (১৯০১)ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার, অন্যান্য অসমের তৈল শোধনাগার হল বংগাইগাও(১৯৭৯),নুনমাটি(১৯৬২)
নুমালিগড় (১৯৯৯)।
১২.খনিজ তেল উৎপাদন ও সঞ্চয়ে পৃথিবীতে প্রথম সৌদি আরব।
১৩.ইরানের আবাদান পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগার।
১৪.ঝাড়খন্ডের কোডারমা ভারত তথা পৃথিবীর বৃহত্তম অভ্রখনি।
১৫.অন্ধপ্রদেশের পশ্চিম গোদাবরী অঞ্চলে ভারতের প্রথম অভ্র উত্তোলন হয়।
১৬.পৃথিবীর মোট ৯০% শক্তির চাহিদা মেটায় জীবাশ্ম জ্বালানী।
১৭.জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ থেকে আসে ১০%।
১৮.পৃথিবীর মোট বিদ্যুৎ শক্তির ৪০% খনিজ তেল থেকে,১৯.৬% প্রাকৃতিক গ্যাস থেকে,৩০% কয়লা থেকে,৬.৭% জলবিদ্যুৎ থেকে,৩.৯% পারমানবিক বিদ্যুৎ থেকে আসে।
১৯.পৃথিবীর মোট বিদ্যুৎ ৬৮% তাপবিদ্যুৎ।
২০.মাথাপিছু ও জনপ্রতি বিদ্যুৎ ব্যাবহারে প্রথম পৃথিবী তে আইসল্যান্ড।
২১.ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের ২৩% জল বিদ্যুৎ।
২২.নরওয়ের বিদ্যুৎ শক্তি উৎপাদনের ৯০% জলবিদ্যুৎ।
২৩.পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র চিনের থ্রি গর্জেস ড্যাম।
২৪.পৃথিবীর বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র তাইওয়ানের তাইচুং।
২৯.পৃথিবীর প্রথম পারমানবিক শক্তি কেন্দ্র রাশিয়ার ওবনিক্স (১৯৫৪)।
৩০.পৃথিবীর দ্বিতীয় পারমাণবিক শক্তি কেন্দ্র ব্রিটেনের ক্যালডার হলে(১৯৫৬)।
৩১.ভারতে প্রথম স্থাপিত পারমানবিক শক্তি কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর(১৯৬৯)।
৩২.দেশের মোট বিদ্যুৎ উৎপাদন মধ্যে,
পারমানবিক বিদ্যুৎ উৎপাদন প্রথম ফ্রান্স(৭৮%)
৩৩.কানাডার মোট বিদ্যুৎ শক্তি উৎপাদন
৬০% জলবিদ্যুৎ।
৩৪.ফ্রান্সের ওডেইলো পৃথিবীর বৃহত্তম
সোলার ফারনেস কেন্দ্র।
৩৫.আমেরিকা যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া অঞ্চলের মাজাভে পৃথিবীর বৃহত্তম সৌরতাপ বিদ্যুৎ কেন্দ্র।
৩৬.ভারত সরকারের অচিরাচরিত শক্তি মন্ত্রণালয় এর 'জওহরলাল নেহেরু ন্যাশনাল সোলার মিশন ' প্রকল্পের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হয়।
৩৭.ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন
কেন্দ্র গুজরাটের চারাংগা সোলার পার্ক।
৩৮. পৃথিবীর প্রথম ভূ তাপ শক্তি কেন্দ্র স্থাপিত ১৯১১ সালে ইতালির লারদেরেল্লা অঞ্চলে।
৩৯.পৃথিবীর বৃহত্তম ভূতাপ শক্তি কেন্দ্র মার্কিন যুক্তরাষ্টের ক্যালিফোর্ণিয়ার মায়াকামাস পর্বতের গাইজার অঞ্চলে অবস্থিত।
৪০.পৃথিবীর প্রথম জোয়ার ভাটা কেন্দ্র স্থাপিত হয় ১৯৬৬ সালের ফ্রান্সের লা রাঁশ খাঁড়ি অঞ্চলে।
৪১.পৃথিবীর বৃহত্তম জোয়ার ভাটা বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র দক্ষিন কোরিয়ার
শিওয়া লেক।
৪২.পৃথিবীর প্রথম সমুদ্র তরঙ্গ শক্তি কেন্দ্র স্থাপিত হয় ২০০৮ সালের পোর্তুগালের আগুকৌদরা অঞ্চলে।
৪৩.ভারতের বৃহত্তম ইথানল প্রস্তুত কেন্দ্র
অন্ধপ্রদেশের তালাপুদি মান্দাল।
৪৪.অন্ধ্রপ্রদেশ কাঁকিনাড়া ভারতের বৃহত্তম বায়োডিজেল উৎপাদন কেন্দ্র।
৪৫.তামিলনাড়ু যে পরমানু বিদ্যুৎ প্রকল্প নিয়ে সম্প্রতি পরিবেশ ও জনস্বার্থ সংক্রান্ত বিতর্ক তৈরী হয়েছে তা হল কুড়ানকুলাম।

Catagories