উচ্চ মাধ্যমিক ভূগোল জীববৈচিত্র্য অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি আলোচনা করা হল। উচ্চ মাধ্যমিক ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।।
১. আলফা বৈচিত্র্যের দ্বারা কি জানা যায়?
উত্তর - একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। আলফা বৈচিত্র্যের মাধ্যমে কোনো অঞ্চলে প্রজাতির প্রাচুর্য (Species
richness) সম্পর্কে জানা যায়।
২. বিটা বৈচিত্র্য কী ?
উত্তর - পাশাপাশি অবস্থিত দুটি অঞ্চলের মধ্যে যে প্রজাতিগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় তার মাত্রাকে নির্দেশ করে ।
৩. গামা বৈচিত্র্য কাকে বলে?
উত্তর - একটি বৃহদায়তন ভৌগোলিক অঞ্চলের মধ্যে থাকা বিভিন্ন বাসস্থানের প্রজাতির প্রাচুর্যকে গামা বৈচিত্র্য বলে।
৪. প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বোঝ ?
উত্তর - একটি নির্দিষ্ট অঞ্চল বা বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্ন প্রকার জীবের সমাবেশ দেখা যায়, তাকেই প্রজাতি গত বৈচিত্র্য বলে।পৃথিবীর প্রাকৃতিক অঞ্চল গুলির মধ্যে নিরক্ষীয় অঞ্চলেই সবচেয়ে বেশি সমৃদ্ধশালী প্রজাতিগত বৈচিত্র্য পরিলক্ষিত হয় ।
৫. জীববৈচিত্র্য শব্দটি কে কত
সালে ব্যবহার
করেন ?
উত্তর - ‘Biodiversity’ শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জি. রোসেন ১৯৮৫
সালে।
৬. ভারতে
কত সালে
জীববৈচিত্র্য আইন
প্রণীত হয়
?
উত্তর - ২০০২ সালে
৭. সাইলেন্ট ভ্যালি
কোথায় অবস্থিত ?
উত্তর – কেরালায়
৮. কত সালে
MAB কর্মসূচি গ্রহন করা হয় ?
উত্তর – ১৯৭১ সালে
৯. পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর – কেরালায়
১০. বায়োস্ফিয়ার রিজার্ভ কী?
উত্তর – বিশাল অঞ্চলের জীব বৈচিত্র্য সংরক্ষণের
উদ্দেশ্যে MAB পরিকল্পনার অঙ্গ হিসাবে
UNESCO ১৯৭১ সালে প্রথম
বায়োস্ফিয়ার রিজার্ভ (Biosphere Reserve) ধারনার সৃষ্টি
করে।
১১. ভারতের প্রথম ও নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর - ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হল নীলগিরি
(১৯৮৬) এবং ভারতের নবীন জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হল কাঞ্চনজঙ্ঘা
(২০১৮)।
১২. ভারতের জীববৈচিত্র্যের উষ্ম অঞ্চলের উদাহরণ দাও?
উত্তর - পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল ও পূর্ব হিমালয় পার্বত্য
অঞ্চল
১৩. IUCN এর প্রতীকে কোন প্রানীর ছবি রয়েছে ?
উত্তর - জায়েন্ট পাণ্ডা
১৪. IPCC এর পুরো নাম কি?
উত্তর – ইন্টার গভার্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেন্ট
চেঞ্জ।
১৫. ইনসিটু সংরক্ষণ কাকে বলে?
উত্তর - জীব প্রজাতিকে যখন তার নিজ প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, তখন তাকে ইন-সিটু সংরক্ষণ বলে। যেমন – সুন্দরবনের বাঘ ও সুন্দরী গাছকে সুন্দরবনের প্রাকৃতিক বাস্তুতন্ত্রে সংরক্ষণ করাকে ইন-সিটু সংরক্ষণ বলা হয়। স্বস্থানে সংরক্ষণের উদ্দেশ্যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য , জীবমন্ডল সংরক্ষণ অঞ্চল গড়ে তোলা হয়েছে।
১৬. ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝ?
উত্তর - উদ্ভিদের পরাগ, বীজ, কোশ ও প্রানীর জিন কে খুব শীতল তাপমাত্রায় (-১৯০ ডিগ্রি সেলসিয়াস) সংরক্ষণ করাকে ক্রায়ো সংরক্ষণ বলে।
১৭. ইকোটোন কী ?
উত্তর – ইকোটোন হল দুটি বাস্তুতন্ত্রের সীমানার মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চল, যেখানে দুটি বাস্তুতন্ত্রের জীব প্রজাতির সমাবেশ দেখা যায়।
১৮. জীববৈচিত্র্যের হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর – নরম্যান মায়ার্স
১৯. পৃথিবীর ফুসফুস কাকে বলে ?
উত্তর – আমাজনের চিরসবুজ অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে।
২০. বিশ্বের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর – আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন ন্যাশনাল
পার্ক
২১. ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তর – জিম করবেট ন্যাশনাল পার্ক
২২. রেড ডেটা বুক কাকে বলে?
উত্তর - যে বই এ পৃথিবীর বিপদ গ্রস্থ প্রজাতি গুলিকে অন্ত:ভুক্ত করা হয়, তাকে রেড ডেটা বুক বলে।
২৩. লুপ্ত প্রজাতি কাদের বলা হয়?
উত্তর – যে সব উদ্ভিদ ও প্রানী প্রজাতি পৃথিবী থেকে
হারিয়ে গেছে, যাদের বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তাদের লুপ্ত প্রজাতি বলা হয় ।
২৪. আঞ্চলিক সীমাবদ্ধতা বা এনডেমিক প্রজাতি কী?
উত্তর
– যে সব জীব প্রজাতি কেবল একটি অঞ্চলেই পাওয়া যায়, অন্য কোথাও তাদের অস্তিত্ব নেই,
তাকেই আঞ্চলিক সীমাবদ্ধতা বলে। এই আঞ্চলিক সীমাবদ্ধতার থেকে জীববৈচিত্র্যের হটস্পট ধারনার উৎপত্তি হয়।
২৫. অন্ধকার বৈচিত্র্য কাকে বলে?
উত্তর
- কোন একটি অঞ্চলে জীববৈচিত্র্য সম্পর্কে অধ্যায়নের সময় কোন একটি প্রাণী
প্রজাতি সেখানে অধ্যায়ন চলাকালিন সময়ে উপস্থিত না থাকলেও অন্য সময় সেখানে
উপস্থিত থাকে। অর্থাৎ জীববৈচিত্র্য পরিমাপের সময় তা গননার মধ্যে আসে না
বলে, উক্ত প্রজাতিকে অন্ধকার বৈচিত্র্য বলা হয়। গভীর সমুদ্রে এই ধরণের জীব
বৈচিত্র্য দেখা যায়।