যারা পরিবার পরিকল্পনা নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।
#পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষা পদ্ধতি ও প্রশিক্ষণ সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা
পরীক্ষার ধরন: MCQ (70 marks)
পরীক্ষা স্থান : নিজ বিভাগীয় শহরে
ভাইভাঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কাওরানবাজার, ঢাকা।
.
[ ভাইভা রেজাল্টের পর ১৮মাস ব্যাপি ট্রেনিং হবে। তারপর বাছাইকরে চূড়ান্ত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। ]
বেতন গ্রেডঃ ১৪
--------- ----------- --------- --------- ---------
এক নজরে প্রশিক্ষণের বিষয়বস্তু দেখে নেয়া যাক:
পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ১৮ (আঠার) মাস ব্যাপী ১৮টি মডিউলের উপর মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ মডিউলগুলি হলঃ
(১) এনাটমি ও ফিজিওলজী
(২) ফার্মাকোলজী (৩) যোগাযোগ
(৪) ডায়রিয়া
(৫) ই পি আই
(৬) এ আর আই
(৭) শিশুর ক্রমবৃদ্ধি- পর্যবেক্ষণ ও পরামর্শ দান
(৮) পুষ্টির অভাব জনিত রোগ
(৯) গর্ভবতীর যত্ন
(১০) প্রসবকালীন যত্ন
(১১) প্রসবোত্তর যত্ন
(১২)পরিবার পরিকল্পনা
(১৩) সাধারণ স্ত্রী রোগ
(১৪) প্রাথমিক চিকিৎসা
(১৫) ধাত্রী প্রশিক্ষণ
(১৬) ব্যবস্থাপনা
(১৭) স্যাটেলাইট ক্লিনিক
(১৮) দ্বিতীয় ও তৃতীয় পর্যায় মাঠ প্রশিক্ষণ ।
তাছাড়া রয়েছে একটি কোর্স-পরিচিতি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য একটি চেকলিস্ট বই।
১৮ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের কাজ হলো –
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত পরিবার পরিকল্পনা ক্লিনিক , ইউনিয়ন পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে , জেলা পর্যায়ে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, গ্রাম পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিকে ও অন্যান্য সরকারী ও বেসরকারী ক্লিনিকে অবস্থান করে জাতীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পর্কিত সকল প্রকার সেবা প্রদান করা ।
১৮ মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণ ছাড়াও ৬ মাস ব্যাপী মিডওয়াইফারী প্রশিক্ষণ সহ প্রয়োজন ভিত্তিক অন্যান্য সতেজীকরণ প্রশিক্ষণ, এফ.ডব্লিউ.ভি.টি.আই থেকে প্রদান করা হয় । এছাড়াও মাঠ পর্যায়ে কর্মরত প্যারামেডিক্স ও বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের কর্মসূচী ভিত্তিক প্রকার মৌলিক ও সতেজীকরণ প্রশিক্ষণ প্রদান করা হয়।
১৮ মাসের মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপন এবং বাংলাদেশে নার্সিং কাউন্সিল হতে সনদ প্রপ্তি সপেক্ষে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন।