৪৩তম বিসিএস প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য

 ১। রাত্রির শেষভাগ এক কথায় —
- পররাত্র
২। সমাসের রীতি ও নিয়ম এসেছে কোন ভাষা থেকে?
- সংস্কৃত
৩। জগতে কীর্তিমান হও সাধনায় — বাক্যে 'সাধনায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- করণে ৭মী
৪। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
- ১০টি
৫। "ক" বর্গের ধ্বনিসমুহের উচ্চারণ স্থান
- জিহ্বামুল
৬। আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি?
- আওভান
৭। কোন বর্গীয় বর্গের সঙ্গে যুক্ত “ন কখনও “ণ” হয়না
- চ-বর্গ
৮। খাটি বাংলা উপসর্গ কয়টি?
- ২১টি
৯। হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? বাক্যে ব্যবহৃত “হের” কোন ধাতু
- অজ্ঞাতমূল
১০। কবি কবি ভাব ,কিন্তু ছন্দের অভাব- -এ বাক্যে “কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে
- উপহাস অর্থে
১১। সূর্য উঠলে আঁধার দূরীভূত হয় “উঠলে” কোন ক্রিয়াপদ
- অসমাপিকা
১২। সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে কার লেখা
- জীবনানন্দ দাশের
১৩। হস্তি শব্দটির পর কোন বহুবচন বোধক শোব্দটি বসে
- যূথ
১৪। “রোহিণী” চরিত্রটি কোন উপন্যাসের?
- কৃষ্ণকান্তের উইল
১৫। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
- ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ
১৬। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
- পাল
১৭। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
- ১৮০০ সাল
১৮৷ কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
- যাযাবর
১৯। “পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা?
- সৈয়দ মুজতবা আলী
২০। “অন্যপুষ্ট” কোন পাখিকে বলা হয়?
- কোকিল
২১৷ বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি?
- ২০
২২। সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ — বাক্যটির বর্ণনাকারী?
- অপু
২৩। যতীন্দ্রমোহন বাগচী রচিত বিখ্যাত কবিতা—
- কাজলাদিদি
২৪। নয়নচারা গল্পটি কার লিখা?
- সৈয়দ ওয়ালী উল্লাহ
২৫। "শান্তির পরশ লাগি নত হয় মন
পরিপূর্ণ শুচিতায় আকাশ ভুবন'
— লাইন দুটি কোন কবিতার অংশ?
- সন্ধ্যা
২৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বিশেষণে অধিক পরিচিত—
- অপরাজেয় কথাশিল্পী
২৭। একসূত্রে গল্পটির লেখক কে?
- শওকত ওসমান
২৮। চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
- মনসামঙ্গল
২৯। আমরা সবাই রাজা — এ পঙক্তিটির রচিয়তা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩০। জন্মেছি এই দেশে — কবিতাটিতে প্রকাশ পেয়েছে?
- দেশের মাটির প্রতি সুগভীর মমত্ব
৩১। জৈনক বঙ্গ মহিলা কার ছদ্মনাম?
- কামিনী রায়
৩২। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সার্থক গদ্যশিল্পী —
- মীর মশাররফ হোসেন
৩৩। জীবন বিনিময় করিতার বিষয় কি?
- পিতৃস্নেহের জয়
৩৪। ভালো করে পড়লে সফল হবে— এখানে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে?
- সাপেক্ষ
৩৫। আপন ভালো পাগলেও বুঝে। এখানে " ভাল" কোন পদ?
- বিশেষ্য
৩৬। সন্দেশ শব্দটির প্রকৃত ও প্রত্যয়জাত অর্থ কি?
- সংবাদ
৩৭। দাখিলা শব্দের অর্থ কি?
- খাজনা আদায়ের রশিদ
৩৮। এই বিষয়ে আপনি মাথা ঘামাবেন না। এখানে মথা শব্দের অর্থ কি?
- ভাবনা করা
৭৩৯। উচ্চারণের দিক থেকে 'ল' হচ্ছে—
- দন্তবর্ণ
৪০। থেকে থেকে শিশুটি কাঁদছে। বাক্যে থেকে থেকে কি অর্থ প্রকাশ করেছে?
- কালের বিস্তার
৪১। কোথায় যাওয়া হচ্ছে?—এটা কোন বাচ্যের উদাহরণ?
- ভাববাচ্য
৪২। আবু ইসহাক বাংলা একাডেমি পুরস্কার কবে লাভ করেন?
- ১৯৬০ সালে
৪৩। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য্য ও আভিজাত্য প্রকাশ পায়?
- সাধু ভাষায়
৪৪। রবীন্দ্রনাথের কাব্যে গতিতত্ত্বের প্রকাশ পেয়েছে ?
- 'বলাকা
৪৫। চর্যাপদে কয়জন মহিলা কবি রয়েছে.?
- ১জন ।
৪৬। "স্বাধীনতা আমার স্বাধীনতা"গল্পের লেখক কে?
- মমতাজউদদীন আহমদ
৪৭। রাইচরণ রবীন্দ্রনাথের কোনগল্পের চরিত্র ?
- খোকাবাবুর প্রত্যাবর্তন
৪৮। পতঙ্গ পিঞ্জর' গ্রন্থটির রচিতা কে?
- শওকত ওসমান
৪৯। চর্যাপদ কোন সময়ে রচিত হয় ?
- সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।
৫০। কৃত্রিম ভাষা ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/ শ্রেষ্ঠ কবি নাম কী?
- বিদ্যাপতি (জয়দেব ও ব্রজবুলি ভাষার বিখ্যাত কবি)
৫১। আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত কিসের মাধ্যমে?
- টপ্পাগান।
৫২। ‘গাজিকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?
- পুঁথি সাহিত্য।
৫৩। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে?
- মুনি ব্রহ্মবান্ধব উপাধ্যায়
৫৪। অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি?
- √আ

সংগৃহীত:-

Catagories