সাত কলেজ এর বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরা হলো - A to Z

 সাত কলেজের ভর্তি পরীক্ষার্থীদের প্রশ্ন।


⛔প্রশ্নঃ সাত কলেজে খরচ কেমন?


উত্তর-সাত কলেজ সম্পুর্ণ সরকারি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত। একাডেমিক কার্যক্রম পরিচালনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে।


🚩এখানে খরচ বলতে নতুন ভর্তির সময় ৭-৮০০০ টাকার মত লাগবে।আর প্রতি ইয়ারে ভর্তি+সেশন ফি ৪-৫৫০০ টাকার মধ্যে এবং প্রতি ইয়ার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ এর জন্য ৩০০০-৪০০০ টাকা এর মত লাগবে।


চার_বছরে ৪০-৫০ হাজার এর মত লাগতে পারে।(কলেজ ও ডিপার্টমেন্ট ভেদে কমবেশি হতে পারে)


কলেজের আবাসিক হল গুলোতে থাকা বাবদ বাৎসরিক ৫০০০ টাকা ফি নেয়া হয়। খাওয়ার ব্যাবস্থা নিজেদের অথবা ক্যান্টিনে টাকা দিয়ে খেতে হবে।সেক্ষেত্রে ২৫০০-৩০০০ টাকা খরচ লাগবে প্রতি মাসে।


🚩বি দ্রঃ কলেজ ভেদে খরচের হিসাব কমবেশি হতে পারে। এটা আনুমানিকভাবে একটি হিসাব।


⛔প্রশ্নঃ সাত কলেজে কোন কলেজে কতটি হল?


উত্তর-★ঢাকা কলেজ এ বর্তমানে রয়েছে ৮টি ছাত্রাবাস। ছাত্রাবাস গুলো হলঃ


১. উত্তর ছাত্রাবাস

২. দক্ষিণ ছাত্রাবাস

৩. পশ্চিম ছাত্রাবাস

৪. আন্তর্জাতিক ছাত্রাবাস

৫. আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাস

৬. শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাস

৭. দক্ষিণায়ন ছাত্রাবাস

৮. শেখ কামাল ছাত্রাবাস।


★সরকারি তিতুমীর কলেজটির ছাত্র-ছাত্রীর জন্য তিনটি আবাসিক হল রয়েছে; এগুলো হলোঃ


১.আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাস।

২.সুফিয়া কামাল ছাত্রী নিবাস।

৩.সিরাজ ছাত্রী নিবাস।


**নির্মাণাধীন রয়েছে ছেলেদের ১ টি, ও মেয়েদের ১ টি হল।


★ইডেন মহিলা কলেজে মোট ছাত্রীনিবাস ৬ টি।


১.খোদেজা খাতুন

২.জেবুন্নেসা হোস্টেল

৩.রাজিয়া বেগম ছাত্রী নিবাস

৪.হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) ছাত্রী নিবাস

৫.হাসনা বেগম ছাত্রী নিবাস

৬.বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল


★বেগম বদরুন্নেসা সরকারি কলেজে হল আছে ১ টি।

১.নতুন ও পুরাতন হোস্টেল নামে পরিচিত।


★সরকারি বাঙালা কলেজে হল আছে ১ টি ছাত্রদের জন্য।

১."প্রিন্সিপাল আবুল কাশেম হল"


***আরেকটি হল তৈরির কাজ চলমান রয়েছে।


★কবি নজরুল সরকারি কলেজ মোট ছাত্রাবাস ১ টি

১.শহীদ শামসুল আলম হল


★সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ হল নাই।


ঢাকা কলেজে ও ইডেন কলেজে ও কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তাসহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। ক্যান্টিনে বসে খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে।


কলেজের আবাসিক হল গুলোতে থাকা বাবদ বাৎসরিক ৫০০০ টাকা ফি নেয়া হয়। খাওয়ার ব্যাবস্থা নিজেদের অথবা ক্যান্টিনে টাকা দিয়ে নিজের পছন্দ মত খেতে হবে।


বি দ্রঃ কলেজ ভেদে খরচের হিসাব কমবেশি হতে

পারে।


⛔প্রশ্নঃ সাত কলেজে কোন কলেজে কতটি বাস আছে ?


উত্তর-★ঢাকা কলেজ এ বর্তমানে রয়েছে ৮ টি বাস।

১.পদ্মনীল

২.শঙ্খনীল

৩.পুষ্পক

৪.শঙ্খনীল


**উপহার হিসেবে পেয়েছে আরো ৪ টি বাস। মোট-৮ টি বাস।


★সরকারি তিতুমীর কলেজটির ছাত্র-ছাত্রী ও শিক্ষক দের জন্য ৫ টি বাস।


১.কলেজ বাস

২.সম্পর্ক

৩.সোনার তরী

৪.অগ্নিবীণা

৫.বিআরটিসি বাস


(উপহার হিসেবে আরো ৪ টি বাস আসার কথা রয়েছে)


★ইডেন মহিলা কলেজে মোট বাস আছে ৪ টি।


১.দ্বিতল বিআরটিসির বাস

২.রক্ত কবরী

৩.চন্দ্র মল্লিকা

৪.বিআরটিসি বাস


★বেগম বদরুন্নেসা সরকারি কলেজে বাস আছে ২টি।

১.মাধবীলতা

২.কনকচাঁপা


★সরকারি বাঙলা কলেজে বাস আছে ১ টি

১.বিজয়।


★কবি নজরুল সরকারি কলেজ বিআরটিসির দ্বিদল বাস আছে ২ টি।

১.অগ্নিবীণা

২.বিদ্রোহী


★সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাস নাই।


শিক্ষকদের স্থায়ী কোন ঠিকানা নাই, যারা ঢাকা কলেজে পড়ান, তারা আবার বদলির কারনে ইডেন, তিতুমীরেও পড়ান বা অন্য কলেজে। আবার তারা মাঝে মাঝে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও চলে যান। তবে সিস্টেমের কারনে ৭ কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজ থেকে ভাল।সাত কলেজ এর প্রত্যেকটি কলেজের রয়েছে ঐতিহ্য ও ইতিহাস, এবং সব কয়টি ভালো মানের কলেজ।


⛔ সুবিধা সমূহঃ

১.জাতীয় বিশ্ববিদ্যালয় সমগ্র দেশ এর কলেজ নিয়ে তাই শিক্ষার্থী সংখ্যা বেশি,চাপ বেশি,সাত কলেজে সেই তুলনায় শিক্ষার্থী সংখ্যা কম,ঢাবির অধিভুক্ত হাওয়ায় পড়াশোনা ও সার্টিফিকেট এর মান বেশি। সমসাময়িক সময় কিছু সমস্যা রয়েছে কিন্তু সেগুলো সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।


২.ঢাকার ৭ টি এতিহ্যেবাহী কলেজ তাই দেশ জুড়ে এর জনপ্রিয়তা রয়েছে।

৩.ক্যাম্পাসের সৌন্দর্য,প্রতিটি ক্যাম্পাস আকর্ষনীয় মনোরম পরিবেশে রয়েছে।

৪. যাতায়াত সুবিধা সর্বোত্তম,কলেজগুলোতে নিজস্ব বাস আছে।

৫. থাকা খাওয়াসহ অনেক ভাল ব্যবস্থা আছে। থাকার জন্য ছাত্রাবাস /ছাত্রীবাস আছে।

৬. রাজনৈতিক ভাবে শক্ত অবস্থান আছে । রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থান বিধায় বাংলাদেশের রাজনীতিতে এর রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা।

৭. ভালো টিউশনি পাওয়া যায়, গার্ডিয়ানরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর থেকে সাত কলেজ এর স্টুডেন্টদের প্রাধান্য দেয়,তাই সাত কলেজের স্টুডেন্টরা টিউশনি পেয়ে থাকে।

৮. রাজনৈতিক ভাবে শক্ত অবস্থান হলেও বড় ভাই বা বোনরা খুবই বন্ধুত্বপূর্ণ আচরনেই থাকে, রাজনীতি না করলেও তেমন কোন ঝামেলায় পরতে হবে না। রাজনৈতিক বড় ভাইদের সহযোগিতা পাবে।

৯.মানবিক দিক বিকাশে সর্বোচ্চ সুবিধা, মানুষ চিনতে পারা যায় আর কি।বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন এর সাথে কাজ করতে পারবে।

১০. ঘুরা ঘুরির জন্যে মানসম্মত জায়গা কলেজগুলোর ক্যাম্পাসের পাশেই আছে।

১১. হৈচৈ কম। সয়ংসম্পুর্ণ।স্যারেরাও স্টুডেন্টদের ব্যাপারে বেশি সচেতন।পরিবেশ সুন্দর।

১২. ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়,সেটিতে অংশগ্রহণ ও ঢাবির সার্টিফিকেট পাবেন।

১৩.প্রায় কলেজে লাইব্রেরি আছে যেখানে বসে বই পড়ার ব্যাবস্থা আছে, এবং বাসায় নিয়েও পড়তে পারবে।

১৪.ঢাকা বিশ্ববিদ্যালয় এর মত সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ।


🚩পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মজা পাওয়া যায়,৩ টি কলেজ ছাড়া,শুধু ছেলে বা শুধু মেয়ে টাইপ রেস্ট্রিকশন নাই বিধায় বন্ধুমহলে বৈচিত্র্য পাওয়া যায়।


বিদ্রঃ সমসাময়িক কালে কিছু সমস্যা রয়েছে সাত কলেজে, সেশনজট সহ পরীক্ষা ও রেজাল্ট বিলম্ব যা করোনা পরিস্থিতি দীর্ঘায়িত করেছে। সাত কলেজের প্রশাসন ও ঢাবি এসব সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে। তাই সাত কলেজ হতে পারে তোমাদের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।


তবে নতুনদের এই সমস্যায় পরার সম্বভাবনা নেই যা নতুনদের পড়াশুনায় আগ্রহ বাড়িয়ে দিবে।


আমার সকল পোস্ট তোমাদের টাইমলাইনে পেতে রিকোয়েস্ট দিয়ে ফলো করো যাতে আমি পোস্ট করার সাথে সাথে তোমরা দেখতে পারো।

Catagories