ঢাবি ২০২১ ক ইউনিট ভর্তি পরীক্ষার জীব বিজ্ঞান প্রশ্নের সমাধানঃ

 ঢাবি ভর্তি পরীক্ষার জীব বিজ্ঞান প্রশ্নের সমাধানঃ✔️


১/ নিচের কোনটিতে কোরালয়েড মূল পাওয়া যায়- সাইকাস


২/ দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর অনুপাত হলো- ৯ঃ৭


৩/ জলাভূমির উদ্ভিদ কোনটি- Barringtonia acutangula


৪/ নিচের কোন এন্টিবডি বুকের দুধের মাধ্যমে প্রবাহিত হয়- IgA


৫/পতঙ্গের সম্পূর্ণ রূপান্তরের ধাপ হলো- ডিম-লার্ভা-পিউপা-পূর্ণাঙ্গ পতঙ্গ


৬/মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়- অস্থিমজ্জায়


৭/মানবদেহে কটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা- ৫টি


৮/চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম- Faciola hepatica


৯/ম্যান্টল কোন পর্বের বৈশিষ্ট- Mollusca


১০/কোন ব্যাক্টেরিয়ায় একটি মাত্র ফ্লাজেলা থাকে- Vibrio cholerae


১১/উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম কোনটির অংশ- ত্বক


১২/কোনটিতে একটিনি এবং হেটোরেসিস্ট পাওয়া যায়- Nostoc


১৩/কোন কোডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না- UGA


১৪/প্রোফেজ-১ এর কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়- প্যাকাইটিন


১৫/মানবদেহে রক্তের প্লাজমার স্বাভাবিক pH কত- 7.4

Catagories