ভর্তি পরিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত important MCQ

 

"তথ্যে তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়"প্রতি বছর ঢাবি ভর্তি পরিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ১টি বা ২টি প্রশ্ন অবশ্যই আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হল
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম মুসলিম ছাত্রী- ফজিলাতুন্নেসা জোহা
# ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম পি.এইচ.ডি লাভ করেন - জি.সি.আই(১৯২২)
# ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম নারী পি.এইচ.ডি লাভ করেন- ড.নীলিমা ইব্রাহিম
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম ভাইস চ্যান্সেলর - পি.জে(ফিলিপ যোসেফ) হার্টজ
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর কালো দিবস - ২৩ আগস্ট
# ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস - ১৫ অক্টোবর
# ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস- ১ জুলাই
# ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র অনাবাসিক হল-কার্জন হল
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর যে হলের পূর্বনাম একসময় চামেলি হাউস ছিল- রোকেয়া হল
# মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ছিলেন - বিচারপতি আবু সাঈদ চৌধুরী
# ডাকসু প্রতিষ্ঠা হয়-১৯২৪ সালে
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম মুসলিম প্রোভিসি- স্যার এ.এফ.রহমান(৩য়)
# গ্রিক মনুমেন্ট অবস্থিত-TSC তে।
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম নারী প্রোভিসি - জিন্নাতুন নেসা তাহমিনা বেগম
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম নারী ডিন - বেগম আজিজুন্নেসা
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর যাত্রা শুরু হয়- ১ জুলাই,১৯২১ সালে
# ঢাকা বিশ্ববিদ্যালয় শ্লোগান- শিক্ষাই আলো
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম ছাত্রী- লীলা নাগ(ইংরেজি বিভাগ)
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম শিক্ষিকা-করুনা কুনা গুপ্তা
# ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে ছাত্রছাত্রী ছিল-৮৭৭ জন
# ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে বিভাগ ছিল- ১২টি
# ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে অনুষদ ছিল - ৩টি
# ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে হল ছিল- ৩ টি। ঢাকা হল(শহিদুল্লাহ হল),সলিমুল্লাহ হল ও জগন্নাথ হল
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর বর্তমান হল- ১৯টি
# ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম চ্যান্সেলর - লর্ড ডানডাস
#ঢাবির নতুন স্থাপত্য ও ভাস্কর্য
১।স্মৃতি চিরন্তন: ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের শহীদ হওয়া ১৫২ জন ছাত্র,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের স্মরণে রচিত।এটি ভিসি চত্বরে স্থাপিত হয় ১৯৯৫ সালে ও সংস্কার করা হয় ২০১৫ সালে।এর ইংরেজি নাম- Memory Eternal।
স্থপতি:আব্দুল মোহাইমেন ও মশিউদ্দিন শাকের
টেরাকোটায়: আবু সাঈদ তালুকদার ও শিল্পী রফিকুন নবী
২।বিদ্যানহর: ব্যবসায় অনুষদের সামনে পানির ফোয়ারা
৩। ৭ মার্চ ভবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মাণাধীন ছাত্রী ভবন
৪। সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনা: প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মনির স্মরণে ঢাবিতে তৈরি হয়েছে।
৫। বঙ্গবন্ধু টাওয়ার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্মিত বাসভবন
৬।মুক্তি ও গণতন্ত্র তোরণ: ১৯৭১ থেকে ১৯৯০ পর্যন্ত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি বহন করে।
স্থপতি: রবিউল হুসাইন
৭।মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য জয়বাংলা: জিয়া হলের সামনে।
শিল্পী : অধ্যাপক হামিদুজ্জামান খান ও আইভি
জামান
জয়বাংলা স্লোগাটি প্রথম দেয়: ১৯৬৯ সালের ১৭ সেপ্টেম্বর ঢাবি ছাত্র আফতাবউদ্দিন আহমেদ
৮। বিজয় একাত্তর হল: ঢাবির ১৯তম আবাসিক হল।সম্প্রতি নৌকা আকৃতির এ হলটি অসাম্প্রদায়িক হিসেবে স্বীকৃতি পায়।

Catagories