জাতীয় সংসদঃ all MCQ important

 

জাতীয় সংসদঃ
-
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের
ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
উঃ ১৯৬২ সালে।
-
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের স্থপতি
কে?
উঃ লুই আই কান।
-
প্রশ্ন: লুই আই কান কোন দেশের
নাগরিক?
উঃ যুক্তরাষ্ট্রের নাগরিক।
-
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের ছাদ ও
দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার
কে?
উঃ হ্যারি পাম ব্লুম।
-
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের নির্মাণ
কাজ শুরু হয় কবে?
উঃ ১৯৬৫ সালে।
-
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের ভূমির
পরিমান কত?
উঃ ২১৫ একর।
-
প্রশ্ন: জাতীয় সংসদ ভবন উদ্বোধন
করা হয়?
উঃ ২৮ জানুয়ারী, ১৯৮২।
-
প্রশ্ন: জাতীয় সংসদ ভবন কত তলা
বিশিষ্ট?
উঃ ৯ তলা।
-
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের উচ্চতা
কত?
উঃ ১৫৫ ফুট।
-
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের
প্রতীক কি?
উঃ শাপলা ফুল।
-
প্রশ্ন: জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন
করেন?
উঃ রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
-
প্রশ্ন: বর্তমান জাতীয় সংসদের প্রথম
অধিবেশন কবে বসে?
উঃ ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
-
প্রশ্ন: বাংলাদেশের সংসদের মোট
আসন সংখ্যা কতটি?
উঃ ৩৫০ টি।
প্রশ্ন: বাংলাদেশের সংসদের সাধারন
নির্বাচিত
আসন সংখ্যা কতটি?
উঃ ৩০০ টি।
-
প্রশ্ন: সংসদে মহিলাদের জন্য
সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
উঃ ৫০ টি।
-
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের
১ নং আসন কোনটি?
উঃ পঞ্চগড়-১।
-
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের
৩০০ নং আসন কোনটি?
উঃ বান্দরবান।
-
প্রশ্ন: জাতীয় সংসদের কাস্টি ভোট
বলা হয়?
উঃ স্পিকারের ভোটকে।
-
প্রশ্ন: সংসদের এক অধিবেশনের
সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম
বৈঠক মধ্যে ব্যবধান কতদিন?
উঃ ৬০ দিন।
-
প্রশ্ন: সাধারন নির্বাচনের কতদিনের
মধ্যে সংসদ অধিবশন আহবান করতে
হবে?
উঃ ৩০ দিন।
-
প্রশ্ন: সংসদ অধিবেশন কে আহবান
করেন?
উঃ রাষ্ট্রপতি।
-
প্রশ্ন: সংসদ অধিবেশনের কোরাম পূর্ন
হয় কত জন সংসদ হলে?
উঃ ৬০ জন।
-
প্রশ্ন: সংবিধান সংশোধনের জন্য কত
সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উঃ দুই-তৃতীয়াংশ।
-
প্রশ্ন: একাধারে কতদিন সংসদে
অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ
বাতিল হয়?
উঃ ৯০ কার্যদিবস।
-
প্রশ্ন: গণ-পরিষদের প্রথম স্পিকার
কে?
উঃ শাহ আব্দুল হামিদ।
-
প্রশ্ন: গণ-পরিষদের প্রথম ডেপুটি
স্পিকার কে?
উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
-
প্রশ্ন: এ দেশের সংসদীয় রাজনীতির
ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উঃ ১৯৩৭ সালে।
-
প্রশ্ন: কোন কোন বিদেশী প্রথম
জাতীয় সংসদে ভাষণ দেন?
উঃ যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট
মার্শাল জোসেফ টিটো-৩১ জানু,
১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট
ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।
-
প্রশ্ন: বাংলাদেশের অষ্টম জাতীয়
সংসদ নিবার্চনে নির্বাচিত একজন
সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ
করিয়েছেন, তিনি কে?
উঃ এডভোকেট আবদুল হামিদ।
-
ভালো লাগলে T লিখে কমেন্ট করুন।

Catagories