✬✪✬প্রশ্নঃ
উত্তরঃ
♦♦ ♦ যুক্তফ্রন্ট ১৯৫৪ – ঐতিহাসিক নির্বাচন
যুক্তফ্রন্ট ৪ঠা ডিসেম্বর, ১৯৫৩ সালে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম-এ-ইসলাম ও বামপন্থী গণতন্ত্রী দল নিয়ে গঠিত হয়। যুক্তফ্রন্ট পূর্ব বাংলার গণমানুষের আশা-আকাঙ্গা প্রতিফলিত করার জন্য ২১দফা ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ২১দফার প্রথম ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা মর্যাদার দাবি।
✬✪✬প্রশ্নঃ যুক্তফ্রন্ট তাদের কতটি দফা কর্মসূচি নিয়ে নির্বাচনী প্রচারণা চালায়।
উত্তরঃ ২১ দফা কর্মসূচি
✬✪✬প্রশ্নঃ যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রধান দাবি ছিল কি কি?
উত্তরঃ দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা, বাঙালা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া, ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা, ভাষা শহীদদের স্মৃতিরক্ষার্থে শহীদ মিনার নির্মাণ করা ইত্যাদি।
✬✪✬প্রশ্নঃ ২১ বছর বয়স্ক সকল নারী / পুরুষ এই নির্বাচনে ভোটাধিকার পায়।
✬✪✬প্রশ্নঃ ৫৪-এর নির্বাচন কবে কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৪ সালের ৮ থেকে ১২ মার্চ
১৯৫৪ সালের মার্চ মাসের ৮ থেকে ১২ তারিখে প্রদেশব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
মুল প্রতিদ্বন্দ্বিতা মুসলিম লীগ এবং যুক্তফ্রন্টের মধ্যে।
✬✪✬প্রশ্নঃ ৫৪-এর নির্বাচনের যুক্তফ্রন্ট কি?
উত্তরঃ মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য দল মিলে গঠিত রাজনৈতিক জোট।
✬✪✬প্রশ্নঃ যুক্তফ্রন্ট এর প্রধান নেতা করা?
উত্তরঃ মওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
✬✪✬প্রশ্নঃ কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
উত্তরঃ কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল, পাকিস্তান খেলাফত পার্টি, নেজামে ইসলাম পার্টি।
৫৪ সালের আইন পরিষদ নির্বাচনে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
আওয়ামী মুসলিম লীগ (মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি),
কৃষক -শ্রমিক পার্টি (এ কে ফজলুল হক),
নিজামি ইসলাম (মাওলানা আতাহার আলী),
গণতন্ত্রী দল(মাওলানা দানেশ)।
এই দল গুলো মিলে যুক্তফ্রন্ট গঠন করে।
পরবর্তীতে অনেক ছোট দল এদের সাথে একত্বা প্রকাশ করে।
যুক্তফ্রন্ট এর নির্বাচনি প্রতিক ছিল নৌকা, যা পরবর্তীতে আওয়ামীলীগ এর প্রতিক হিসেবে ব্যাবহার করা হয়।
✬✪✬প্রশ্নঃ ৫৪-এর নির্বাচনের ফলাফল কি ছিল?
উত্তরঃ ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। মুসলিম লীগ সম্পূর্ণরূপে পরাভূত হয় (৯টি আসন লাভ করে)।
✬✪✬প্রশ্নঃ যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীসভা গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৫৪ সালের ৩ এপ্রিল চার সদস্য বিশিষ্ট এবং ১৫ মে পূর্ণাঙ্গ।
✬✪✬প্রশ্নঃ যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীসভার প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক।
✬✪✬প্রশ্নঃ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল হয় কিভাবে?
উত্তরঃ ১৯৫৪ সালের ৩১ মে গভর্ণর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করে শাসনতন্ত্রের ৯২ (ক) ধারা জারীর মাধ্যমে প্রদেশে গভর্ণরের শাসন প্রবর্তন করেন।
১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি লাভ করে। শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠন করে। ৩ এপ্রিল, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে।
পূর্ব বাংলার আইন সভার মোট আসন ছিল ৩০৯ টি যার মধ্যে ২৩৭ টি আসনই পায় যুক্তফ্রন্ট। এই নির্বাচনের আসন গুলো বিভিন্ন ধর্মের ভিত্তিক বিন্যাস করা হয়েছিল। সকল দিক থেকেই যুক্তফ্রন্ট, মুসলিম লীগকে এই নির্বাচনে পরাজিত করে।
৩ এপ্রিল যুক্তফ্রন্ট তাদের মন্ত্রীসভা গঠন করে। প্রাথমিক ভাবে এর সদস্য ১০ থাকলেও পরবর্তীতে বাড়িয়ে ১৪ জন করা হয়। সোহরাওয়ার্দী এই সময়ে কেন্দ্রিয় রাজনীতিতে ব্যাস্ত থাকায় ফজলুল হক মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। শেখ মুজিব ছিলেন এই মন্ত্রী সভার কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী।
পূর্ব বঙ্গের মানুষ কে মুক্তির স্বপ্ন দেখানো এই নির্বাচন এবং এর মন্ত্রীসভা দুইই মানুষ কে হতাশ করেছে। কারন এই মন্ত্রীসভার স্থায়িত্ব ছিল মাত্র ৫৬ দিন। মন্ত্রীত্ব নিয়ে শরিকদের মধ্যে বিরোধ ছিল এই জোট এর সব থেকে বড় দুর্বলতা। এছাড়া আদমজী মিলে হিন্দু মুসলিম দাঙ্গা, ফজলুল হকের কলকাতার ভাষণ, কেন্দ্রের অসহযোগিতা ইত্যাদি এই সরকার কে ব্যাপক পরিক্ষার মধ্যে ফেলে যা ঠিক মত নিয়ন্ত্রণ করা যায়নি। ফলে কেন্দ্র এই সরকার কে অযোগ্য ঘোষণা করে মন্ত্রীসভা ভেংগে দেয়, ফজলুল হককে দেশদ্রোহী আখ্যায়িত করে গ্রেফতার করা হয় এবং যুক্তফ্রন্ট ভেংগে দেয়া হয়। পরবর্তীতে ইস্কান্দর মির্জাকে গভর্নর করে পাঠানো হয়।
যুক্তফ্রন্ট এর এই ব্যর্থতা হতাশার হলেও, এই নির্বাচনে তাদের বিজয় মানুষ কে নতুন করে ভাবতে শিখিয়েছিল। মুসলিম লীগকে সবাই অপ্রতিদ্বন্দ্বী ভাবতো। কিন্তু যুক্তফ্রন্ট দেখিয়ে দেয় মুসলিম লীগ অপরাজেয় নয়,বরং এক হলে মুসলিম লীগকেও হারানো সম্ভব। আর যুক্তফ্রন্ট এর সব থেকে বড় সাফল্য, তারা একটি শক্তিশালী বিরোধী দক হিসেবে ভূমিকা রাখতে পেরেছিল।