১৯৭০ এর নির্বাচন | গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী job bcs admission mcq

 দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান গণঅভ্যূত্থানের চাপের মুখে ক্ষমতা সেনাবাহিনীর প্রধান আগা মুহাম্মদ ইযাহিয়া খানের কাছে অর্পণ করে ।


পাকিস্তান সরকার ১৯৭০ সালের শুরু থেকে রাজনৈতিক কর্মকান্ডের উপর থেকে সর্বপ্রকার বাধা-নিষেধ তুলে নিয়ে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ষোঘণা করেন । ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের এবং ১৭ই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় ।

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ জাতীয় পরিষদের ১৬২ টি আসনের মধ্যে ১৬০ টি আসন পায় । সংরক্ষিত ৭ টি আসনসহ আওয়ামীলীগ মোট ১৬৯ টি আসনেনর মধ্যে ১৬৭ টি আসন লাভ করে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্টতা লাভ করে । পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের ৩০০ টি আসনের মধ্যে আওয়ামীলীগ পায় ২৮৮ টি আসন ।

১৯৭০ সালের নির্বাচনের মধ্যদিয়ে বাঙ্গালি জাতীয়তাবদী চিন্তাচেতনার বিকাশ ঘটে । এই বিজয়ে বাঙ্গালি জাতীয়তাবোধে উদ্বদ্ধ জনগণ উল্লাসিত হয় এবং আত্যপ্রত্যয়ে বলীয়ান হয়ে উঠে । নির্বাচনে জয়ী হওয়ার ফলে স্বাধীনতাকামী বাঙ্গালি জনগণের জাতীয়তাবদী চিন্তা চেতনা আরো বলিষ্ট ও শাণিত হয়ে উঠে ।

Catagories