সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২
* বর্তমানে মাথাপিছু GDP
= ২৪৬২ মা.ড.
* বর্তমানে মাথাপিছু আয়
= ২৫৯১ মা.ড.
* চলমান রাশিয়া-ইউক্রেন সংকট শুরু?
= অক্টোবর ২০২১
* বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়?
= জার্মানিতে
* দেশের তৈরি প্রথম রকেট?
= ধূমকেতু
* বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা কতজন?
= ৮ জন
(স্বাধীনতার পর ছিল ৫ জন।১৯৯১ সাল থেকে ৭ জন।
২০০৯ সালে ১১ জন। ৯ জানুয়ারি ২০২২ এ রাষ্ট্রপতি[৯৪(২ )] নতুন ৪ জন বিচারপতি নিয়োগ দেওয়ায় বর্তমানে বিচারপতির সংখ্যা ৮ জন। তবে সম্প্রতি শপথ নেওয়ার আগেই ১ জন মারা গিয়েছে তার স্থলাভিষিক্ত ১জন হবে)
* সম্প্রতি(২০২২) কোন জেলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধ্যান পাওয়া গিয়েছে?
= শরীয়তপুরে(বর্তম ানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ২৮টি)
(সরকারি চাকরির প্রস্তুতি ১লক্ষ+ প্রশ্নোত্তর App) install করুন এখুনি
* দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম?
= সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)
* দেশে আরও নতুন তিনটি সরকারি EPZ কোন জেলায় নির্মাণ করা হবে?
= গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী(বর্তম ানে সরকারি EPZ আছে ৮টি)
* বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
= ৩৯টি
* ১২ জানুয়ারি ২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় কতটি দেশের ভোটাধিকার বাতিল করেছে?
= ১১টি(তবে সম্প্রতি ইরান চাঁদা পরিশোধ করেছে)
* বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম কী?
= RCEP(Regional Comprehensive Economic Partnership )সদস্য ১৫টি
* ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী কোথায় স্থানান্তরিত করা হয়েছে?
= বোর্নিও দ্বীপের কালিমানতানে। নতুন নাম নুসানতারা(১৮ জানুয়ারি ২০২২) নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।
*** আলোচিত ইউক্রেন দেশ....
= পূর্ব ইউরোপের একটি দেশ
= আয়তন ৬,০৩,৭০০ বর্গকি.মি(ইউরোপ ে ২য়)
= রাজধানী ক্রিয়েভ
= সাক্ষরতার হার ১০০%
= জনসংখ্যার বৃদ্ধির হার (-০.৫%)
= সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান(৮৩.৮% )
= মাথাপিছু আয় ১৩,২১৬ মা.ড.
= গড় আয়ু ৭২.১ বছর
= জনসংখ্যা ৪.৩৭ কোটি
= স্বাধীনতা ২৪ আগস্ট ১৯৯১(সোভিয়েত ইউনিয়ন)
= সামরিক শক্তিতে ২২তম
* কম্পিউটারে প্রথম বাংলা লেখার সফটওয়্যার 'শহিদলিপির' জনক কে?
= সাইফুদ্দাহার শহিদ(সাইফ শহিদ)