পদাশ্রিত নির্দেশক এবং অনুসর্গ
Article & Suffix
পদাশ্রিত নির্দেশক
কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়। যেমন-
একবচনে: টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন- টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।
বহুবচনে: গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন- মানুষগুলি, লোকগুলো, পটলগুলিন ইত্যাদি।
পদাশ্রিত নির্দেশকের ব্যবহার
(ক) 'এক' শব্দের সঙ্গে টা, টি, টু যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন- একটি দেশ, সে যেমনই হোক দেখতে। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত নির্দিষ্টতা বোঝায়। যেমন-তিনটি বছর, দশটি বছর, একটু খাবার দাও ইত্যাদি।
(খ) নিরর্থকভাবেও নির্দেশক টা, টি-র ব্যবহার লক্ষণীয়। যেমন- সারাটি সকাল তোমার আশায় বসে আছি। ন্যাকামিটা এখন রাখ।
(গ) নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন- ওটি যেন কার তৈরি? এটা নয় ওটা আন।
(ঘ) 'গোটা' বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা, খানি পরে বসে। যেমন- গোটা দেশটাই গোল্লায় গেছে।
MCQ Solution
১. টা, টি, খানা, খানি ইত্যাদি- (২৬তম বিসিএস/পিএসসি'র সহকারী পরিচালক: ১৬)
অব্যয়
নির্দেশক সর্বনাম
পদাশ্রিত নির্দেশক
সংখ্যাবাচক বিশেষণ
উত্তর: গ
২. 'একটু' শব্দের 'টু' কী? রাবি (জে ইউনিট): ১৭-১৮/পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসটেন্ট ম্যানেজার: ১৪]
প্রত্যয়
অনুসর্গ
পদাশ্রিত নির্দেশক
অব্যয়
উত্তর: গ
৩. কোন পদাশ্রিত নির্দেশক শব্দের আগে বসে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর: ২১]
টি
টুকু
গোটা
তা
উত্তর: গ
8. 'ন্যাকামিটা এখন রাখ' বাক্যে 'ন্যাকামি' শব্দের সাথে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে? [সমাজসেবা অধিদপ্তরের ইনস্ট্রাইন: ০৫)
নিরর্থকতা
সার্থকতা
দ্ব্যর্থকতা
ভিন্নার্থকতা
উত্তর: ক