পদাশ্রিত নির্দেশক ও অনুসর্গ part 2

 ৩৪৬# পদাশ্রিত নির্দেশক ও অনুসর্গ


George's বাংলা


'সারাটি বিকেল তোমার অপেক্ষায় বসে আছি।' এখানে 'টি' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? রাবি ৫.


(ই২ ইউনিট): ১৭-১৮/


অর্থপূর্ণভাবে


নিরর্থকভাবে


অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ


দ্ব্যর্থহীনভাবে


সমার্থকভাবে


৬.


۹۰


উত্তর: গ



বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বা


বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে। যথা- প্রতি, বিনা/বিনে, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সাথে, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতর, ভেতর ইত্যাদি। এদের মধ্যে দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক, হইতে (হতে), চেয়ে, অপেক্ষা, মধ্যে


প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়। অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা 'কে' এবং 'র' বিভক্তিযুক্ত


শব্দের পরে বসে। যেমন-


বিনা/বিনে


: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে)


সনে


দিয়ে


: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে)


: তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার 'কে' বিভক্তিযুক্ত শব্দের পরে)


হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতে সে।


বই : সত্য বই মিথ্যে বলবো না।


তরে : এ জন্মের তরে বিদায় নিলাম।


১.


MCQ Solution


বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখন স্বাধীন পদরূপে, আবার শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে সেগুলোকে কি বলে? শ্রম মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক: ০৫)


বর্ণ


স্বর


অনুসর্গ


উপসর্গ


উত্তর: গ


২. বাক্যে যে শব্দ পদের পরে বসে বিভক্তির কাজ করে তাকে বলা হয়- ঢাবি (ক ইউনিট): ০৭-০৮/


উপসর্গ


অনুসর্গ


সম্বন্ধপদ


প্রত্যয়


উত্তর: খ


৩. কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১৩]


শব্দ বিভক্তি


অনুসর্গ


উপসর্গ


কোনোটিই নয়


8.


ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে


'অনুসর্গ' সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৭]


উত্তর: খ


⑦ বাক্যের অর্থ সম্পাদনে সাহায্য করে


কখনো কখনো বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়


ঘ) কখনো বাক্যে বিভক্তিরূপে ব্যবহৃত হয়


উত্তর: ক


অনুসর্গ শব্দের কোন খানে বসে? বশেমুরবিপ্রবি (ঘ ইউনিট): ১৬-১৭/তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ০৬]


পূর্বে


পরে


মধ্যে


কোনোটাতেই নয়


উত্তর: গ

Catagories