ধাতু, প্রকৃতি এবং প্রকারভেদ part 3


৫. 'বাঁশি' শব্দের নাম-প্রকৃতি কোনটি? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ৯৯]

ক) বাঁশ

খ) বাঁশি

গ) বাঁশুর

ঘ) বাঁশরী

উত্তর: ক

৬. ক্রিয়া প্রকৃতির অপর নাম- [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ৯৯]

ক) শব্দ প্রকৃতি

খ) ক্রিয়া বিভক্তি

গ) ধাতুর মূল

ঘ) প্রাতিপদিক

উত্তর: গ

৭. নিচের কোন শব্দটি প্রাতিপদিক? [পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী (পুরুষ/মহিলা) : ৯৯]

ক) শিক্ষক

খ) শিক্ষিকা

গ) শিক্ষাদান

ঘ) শিক্ষিত

উত্তর: ক

৮. 'সাজসজ্জা' কোন শ্রেণির প্রাতিপদিক?

ক) নাম

খ) ক্রিয়া

গ) বিশেষণ

ঘ) অব্যয়

উত্তর: ক

প্রত্যয়

যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়। অর্থাৎ শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়ামূলের পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকে প্রত্যয় বলে। যেমন-

 * √ধাতু + ইয়া = ধরিয়া

 * √পড় + আ = পড়া

 * √শুন্ + অ = শোনা

 * হাত + আ = হাতা

 * নাপিত + ইনি = নাপিতানি (স্ত্রীবাচক তদ্ধিত প্রত্যয়)

 * আসল + তা = আসলতা (ভাববাচক তদ্ধিত প্রত্যয়)

এছাড়াও জনতা, পাগলা, দেঁদো, উড়ন্ত প্রভৃতি শব্দে প্রকৃতি এবং প্রত্যয় চিহ্নিত করা কঠিন। 'ফুলদানি' শব্দের 'দানি' তামিল প্রত্যয় গঠিত শব্দ - শব্দ বা তদ্ধিত প্রত্যয়।

প্রত্যয়ের শ্রেণি বিভাগ: প্রত্যয় প্রধানত দুই প্রকার। যথা- কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়।

                                 প্রত্যয়

                                  |

          --------------------------------------

          |                    |

      কৃৎ প্রত্যয়               তদ্ধিত প্রত্যয়

          |                    |

  ---------------------      -------------------

  |                   |      |                 |

বাংলা                   সংস্কৃত               বাংলা                   সংস্কৃত

          |                                    |

       বিদেশি                                 বিদেশি


MCQ Solution

১. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে- [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ৯৮ / প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক (পঃ) : ১২ / রাবি : ০৯-১০]

ক) কারক

খ) বিভক্তি

গ) উপসর্গ

ঘ) প্রত্যয়

উত্তর: ঘ

২. শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়ামূলের পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকে কি বলে? [জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় : ০৮ / উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড শিক্ষা : ০৪]

ক) প্রত্যয়

খ) প্রকৃতি

গ) অনুসর্গ

ঘ) উপসর্গ

উত্তর: ক

৩. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? [প্রাথঃ-প্রাথমিক সহকারী শিক্ষক (ঢাকা) : ৯৪]

ক) নতুন শব্দ গঠন

খ) বাক্যের অলঙ্করণ

গ) শব্দের মিলন

ঘ) বাক্য সংকোচন

উত্তর: ক

৪. শব্দের কোথায় প্রত্যয় বসে? [নটরডেম কলেজ, ঢাকা : ৯৯]
ক) পূর্বে
খ) মাঝে
গ) পরে
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ
৫. প্রত্যয় কত প্রকার? [বন অধিদপ্তরের বন প্রহরী : ৯৬ / ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪]
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
উত্তর: ক
৬. বাংলা কৃৎ প্রত্যয় কত প্রকার? [পরিঃ (ক্যাশিয়ার) : ৯৮-৯৯]
ক) দুই
খ) তিন
গ) পাঁচ
ঘ) ছয়
উত্তর: ক
৭. 'চলন্ত' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা : ৯৮]
ক) √চল্ + অন্ত
খ) √চল্ + ত
গ) √চালা + অন্ত
ঘ) √চল্ + তি
উত্তর: ক
৮. 'ঝাড়ুদার' শব্দটির সঠিক বিশ্লেষণ হচ্ছে- [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) : ৯৯]
ক) √ঝাড়্ + উয়া
খ) √ঝাড়্ + আর
গ) √ঝাড়্ + উ + আর
ঘ) ঝাড়া + দার
উত্তর: খ
৯. বাংলা ধাতুর পরে কয়টি প্রত্যয় যুক্ত হয়? [প্রাথঃ-প্রাথঃ শিক্ষক (বগুড়া) : ৯৮ / পরিবার পরিকল্পনা পরিদর্শক : ৯৬]
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) একাধিক
উত্তর: ক
১০. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক? [মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে পল্লী সংগঠক : ০৬]
ক) √উৎ + তব্য = কর্তব্য
খ) √উৎ + ইন্ = উক্তি
গ) √উৎ + তি = উত্তি
ঘ) √উৎ + ষ্ণু = উষ্ণ
উত্তর: ক
১১. 'বার্ষিক' শব্দের প্রকৃতি প্রত্যয়? [প্রবাসী কল্যাণ ব্যাংক লিঃ, অফিসার (ক্যাশ) : ১৫ / কৃষি (প্রকৌশল) : ৯০-৯১]
ক) বর্ষা + ইক
খ) বার্ষ + ইক
গ) বর্ষ + ষ্ণিক
ঘ) বর্ষণ + ইক
উত্তর: ক
১২. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত? [শ্রম অধিদপ্তর / প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চতুর্থ পর্যায়) : ০৯]
ক) প্রলয়
খ) অভিরূপ
গ) নিরক্ষর
ঘ) অনুকম্পা
উত্তর: খ
১৩. ষ্ণ-প্রত্যয়ান্ত গঠিত শব্দ কোনটি? [প্রবাসী কল্যাণ ব্যাংক লিঃ, সিনিয়র অফিসার : ১৪]
ক) অহন্তা
খ) বার্ষিক
গ) সরযূতোয়া
ঘ) নান্দনিক
উত্তর: খ
১৪. প্রত্যয়ান্ত শব্দ- [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৪]
ক) পেশা
খ) পাখা
গ) রূপসা
ঘ) প্রত্যাশা
উত্তর: ক
১৫. 'বিনয়ী' শব্দটির ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? [সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি সচিব (বাংলা) : ১০]
ক) প্রত্যয়যোগে
খ) উপসর্গযোগে
গ) সন্ধিযোগে
ঘ) বচনযোগে
উত্তর: ক
১৬. 'কর্তব্য' শব্দটি গঠিত হয়েছে- [সঞ্চয় অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ১৪]
ক) প্রত্যয়যোগে
খ) সমাসযোগে
গ) উপসর্গযোগে
ঘ) সন্ধিযোগে
উত্তর: ক
১৭. প্রত্যয় কত প্রকার ও কি কি? [বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক সিনিয়র অফিসার : ১৪]
ক) দুই প্রকার - কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়
খ) দুই প্রকার - উপসর্গ ও অনুসর্গ
গ) তিন প্রকার - কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় ও বিদেশি প্রত্যয়
ঘ) চার প্রকার - খাঁটি বাংলা, তৎসম, বিদেশি ও মিশ্র প্রত্যয়
উত্তর: ক

১৮. কোনটি কৃৎ প্রত্যয়ান্ত শব্দ? [উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ৯৯]
ক) ভাবুক
খ) নাগরিক
গ) বৈষয়িক
ঘ) দৈনন্দিন
উত্তর: ক
১৯. 'উপনয়ন' ব্যাকরণের কোন প্রকারের শব্দ? [সহকারী জজ (NSI)-এর নিয়ন্ত্রণাধীন : ৯৮]
ক) কৃদন্ত শব্দ
খ) তদ্ধিতান্ত শব্দ
গ) যৌগিক শব্দ
ঘ) মৌলিক শব্দ
উত্তর: ক
২০. কোনটি বাংলা কৃৎ প্রত্যয় নয়? [সিলেট গ্যাস ফিল্ডস লিঃ-এর সহকারী ব্যবস্থাপক : ৯৮]
ক) আই
খ) উনি
গ) অক
ঘ) আনো
উত্তর: ক
২১. 'মাঝিমা' শব্দটি কোন প্রত্যয়ান্ত? [প্রাঃ শিক্ষক (বগুড়া) : ৯৮-৯৯ / বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ) : ১১]
ক) প্রত্যয়ান্ত কারণে
খ) কৃদন্ত কারণে
গ) তদ্ধিতান্ত কারণে
ঘ) উপসর্গজনিত কারণে
উত্তর: ক
২২. কোনটি তদ্ধিতান্ত শব্দ? [১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ / রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ঝালঃ) : ১২]
ক) আলস্য
খ) আগন্তুক
গ) আবাসে
ঘ) অপচয়
উত্তর: ক
২৩. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? [১১তম বিসিএস / উপ-সহকারী প্রকৌশলী : ৯৯ / অগ্রণী ব্যাংক লিঃ সিনিয়র অফিসার : ১০]
ক) √চল্ + অন্ত
খ) √পড় + আ
গ) √সোনা + লি
ঘ) √কাগজ + ইয়া
উত্তর: গ
২৪. কোনটি তদ্ধিত প্রত্যয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চতুর্থ পর্যায়) : ০৯]
ক) √গাই + য়া = গাইয়া
খ) √ঝাড়্ + উনি = ঝাড়ুনি
গ) √খা + উক = খাদক
ঘ) √লাজ + উক = লাজুক
উত্তর: ঘ
২৫. 'ফুলদানি' শব্দের 'দানি' কিসের পরিচায়ক? [সোনালী ব্যাংক লিঃ, অফিসার / অফিসার (ক্যাশ) : ১৪]
ক) উপসর্গ
খ) বিভক্তি
গ) প্রত্যয়
ঘ) ধাতু
উত্তর: গ
২৬. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? [৩৫তম বিসিএস / বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী : ২০]
ক) জলধি
খ) কলম
গ) সওদাগর
ঘ) তেজী
উত্তর: খ
২৭. ব্যাখ্যা: √শুন্ + ইয়া = শুনিয়া; শব্দটি কৃদন্ত সাধিত শব্দ। এটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ।
ক) কৃৎ প্রত্যয়: যে বর্ণ বা বর্ণসমষ্টি ক্রিয়া বা ধাতুর পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কৃৎ প্রত্যয় বলে। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হলে ক্রিয়াবাচক পদ গঠিত হয়। কৃৎ প্রত্যয় যোগে গঠিত সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে।
কোনো কোনো কৃৎ-প্রত্যয় যোগ করলে কৃৎ-প্রকৃতির আদি স্বরের পরিবর্তন হয়। এ পরিবর্তনকে গুণ বা বৃদ্ধি বলে। যেমন-
 * √কৃ + তব্য = কর্তব্য (ঋ স্থলে অর)
 * √খ্যা + ণিচ্ = খ্যাপি (খ্যা স্থলে আপি)


Catagories