ধাতু, প্রকৃতি এবং প্রকারভেদ part 4


কৃৎ প্রত্যয়ের প্রকারভেদ : বাংলা ভাষায় দুই ধরনের কৃৎ প্রত্যয়ের ব্যবহার আছে। যথা- ১) বাংলা কৃৎ প্রত্যয় ও ২) সংস্কৃত কৃৎ প্রত্যয়।

| শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | শব্দ | প্রকৃতি ও প্রত্যয় |

|---|---|---|---|---|---|

| √কর্ + অ | কর | √কৃষ্ + অ | কৃষ্ণ | √কৃ + তি | कृति |

| √গম্ + অন | গমন | √খা + ওয়া | খাওয়া | √গম্ + তি | গতি |

| √চল্ + অক | চালক | √জি + অন | জীবন | √স্থা + তি | স্থিতি |

| √কৃ + তব্য | কর্তব্য | √জন্ + আ | জনা | √পঠ্ + অক | পাঠক |

| √কৃ + ইষ্ণু | করিষ্ণু | √জান্ + আ | জানা | √লিখ্ + অক | লেখক |

| √কৃ + আল | করাল | √দা + না | দেনা | √শ্রু + তি | শ্রুতি |

| √চিঁর্ + ইয়া | চিরিয়া | √ধাতু + আ | ধাতা | √হস্ + তি | হাসি |

| √ছিদ্ + ইল | ছিদিল | √ধম্ + অক | ধমক | √জী + অন | জীবন |

| √খা + উয়া | খাওয়া | √গম্ + আ | গমা | √জী + ষ্ণু | জিষ্ণু |

| √জ্ঞা + তব্য | জ্ঞাতব্য | √জাগ্ + রূক্ | জাগরূক | √নী + অন | নয়ন |

| √দাঁ + তা | দাঁতা | √জীব্ + ইত | জীবিত | √নী + অক | নায়ক |

| √দৃশ্ + অন | দর্শন | √দণ্ + অক | দণ্ডক | √নম্ + ত্র | নম্র |

| √দীপ্ + অন | দীপন | √ধৃ + আল | ধারাল | √নশ্ + ইষ্ণু | নশিষ্ণু |

| √চল্ + আনা/না | চলনা/না | √ধারি + অ | ধারো | √মুদ্ + ঘ | মুগ্ধ |

| √পচ্ + অক | পচক | √বচ্ + উয়া | বকুয়া | √মন্ + ত্র | মন্ত্র |

| √পঠ্ + ইত | পঠিত | √বস্ + মান | বর্তমান | √মৃ + ত | মৃত |

| √প্রী + অ | প্রিয় | √বুধ্ + অন | বোধন | √যা + তা | যাতা |

| √পাক্ + উয়া | পাকুয়া | √বুধ্ + ত | বুদ্ধ | √যু + তি | যুতি |

| √বচ্ + তি | বচতি | √বাঁধ + অন | বাঁধন | √মুষ্ + তি | মুষ্টি |

| √সম্ + অন | সমন | √বাঁচ্ + অক | বাঁচক | √মিশ্ + উক | মিশুক |

| √পচ্ + অক | পচক | √ভজ্ + তি | ভক্তি | √সৃজ্ + অন | সর্জন |

| √পচ্ + উয়া | পচুয়া | √ভী + উক | ভিড়ুক | √সহ্ + ইষ্ণু | সহিষ্ণু |

| √প্র + √চি + ইত | প্রচিত | √জিত্ + অ | জিত | √সৃজ্ + তি | সৃষ্টি |

| √প্র + √দি + ইৎ | প্রদিৎ | √জী + অ | জয় | √সং + √জ্ঞা + অন | সংজ্ঞান |

| √বিদ্ + অন্ | বিদ্বান | √জ্ঞা + তা | জ্ঞাতা | √স্থ + √কৃ + তি | স্তুতিক |

| √ভূ + ত | ভূত | √গম্ + য | গম্য | √হৃ + ষ্ণু | হ্রস্ব |

| √বুধ্ + তব্য/তা | বক্তব্য/ক্তা | √গ্রহ্ + ণ | গ্রহণ | √হন + ত | হত |

| √যুজ্ + এ | যুজে | √শ্রু + ত | শ্রুত | √হৃ + য | হর্য |

| √রুদ্ + অ | রোদন | √গম্ + অন | গমন | √হন + অন | হনন |

| √লিখ্ + অক | লেখক | √কৃ + ত | কৃত | √হৃ + ইন্ | হরিণ |

| √লজ্ + আ | লজা | √কৃ + তি | कृति | √হৃ + ষ্ণ | হৃষ্ণ |

| √শু + ইষ্ণু | শুষ্ণু | √খা + ইষ্ণু | খাইষ্ণু | √হৃ + য় | হৃদয় |

| √শক্ + তি | শক্তি | √দা + তৃ | দাতা | √হন + তা | হন্তা |

| √শিষ্ + য | শিষ্য | √পা + ত | পাত |  |  |

| √সহ্ + ইষ্ণু | সহিষ্ণু | √যা + ক | যাক |  |  |


| শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | শব্দ | প্রকৃতি ও প্রত্যয় |

|---|---|---|---|---|---|

| করণীয় | √কৃ + অনীয় | দ্রষ্টব্য | √দৃশ্ + তব্য | পাতলা | √পাত + লা |

| ভাবুক | √ভাব্ + উক | √ধাত + অক | ধাতক | √বাঁধা + অন | বাঁধন |

| গ্রহণীয় | √গ্রহ্ + অনীয় | পাঠ্য | √পঠ্ + য | √পাস + ওয়া | পাওয়া |

| নায়িকা | √নী + অক + ইকা | বক্তব্য | √বচ্ + তব্য | √পুষ্ + কর | পুষ্কর |

| ধার্মিক | √ধৃ + ম + ইক | √বাঁধ + উনি | বাঁধুনি | √প্র + √স্থা + √পক | স্থাপক |

| √নাচ্ + য়া | নাচিয়া | √রাঁধ + উনি | রাঁধুনি | √চল্ + অক | চালক |

| চলন্ত | √চল্ + অন্ত | √বহ্ + তা | বহতা | √কৃ + তব্য | কর্তব্য |

| √জান + তা | জানতা | √বহ্ + ত্র | বহিত্র | √কৃ + ত্ব | কর্তৃত্ব |

| জাগ্ৰত | √জাগৃ + অৎ | √√বহ্ + ষ্ণু | বক্ষ্য | √কৃ + অন | করণ |

MCQ Solution

১. কৃৎ প্রত্যয় কাকে বলে? [বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা : ০৯]

ক) শব্দের অন্তে যুক্ত প্রত্যয়কে

খ) ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে

গ) অর্থের সঙ্গে যুক্ত প্রত্যয়কে

ঘ) উপসর্গের সঙ্গে যুক্ত প্রত্যয়কে

উত্তর: খ

২. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে- [ফৌজদারী কার্যবিধির উচ্চমান সহকারী শিক্ষক (পুরুষ/মহিলা) : ৯৮]

ক) শব্দ প্রত্যয়

খ) ধাতব প্রত্যয়

গ) তদ্ধিত প্রত্যয়

ঘ) কৃৎ প্রত্যয়

উত্তর: ঘ

৩. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে- [পল্লী নার্সিং ইনস্টিটিউটের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা : ৯৯]

ক) তদ্ধিতান্ত শব্দ

খ) তদ্ধিত প্রত্যয়

গ) কৃদন্ত শব্দ

ঘ) প্রাতিপদিক শব্দ

উত্তর: গ

৪. কৃৎপ্রত্যয়ের সাহায্যে সাধিত পদটির নাম কি? [সহকারী বন সংরক্ষক : ০২]

ক) কৃদন্ত পদ

খ) কৃৎপ্রকৃতি

গ) ক্রিয়াজাত

ঘ) প্রকৃতি

উত্তর: ক

৫. কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে- [বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন লিঃ (প্রশিক্ষার্থী) : ৯৮]

ক) গুণ-বৃদ্ধির অপিনিহিতি বলে

খ) গুণ-বৃদ্ধির অভিশ্রুতি বলে

গ) নাম-প্রকৃতির পরিবর্তন বলে

ঘ) প্রাতিপদিকের পরিবর্তন বলে

উত্তর: ক

৬. 'পাঠক' শব্দটি গঠিত হয়েছে- [পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) : ১০]

ক) প্রত্যয় দ্বারা

খ) উপসর্গ দ্বারা

গ) সন্ধি দ্বারা

ঘ) বিভক্তি দ্বারা

উত্তর: ক

৭. সন্ধি-জাত সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? [১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (২য়) : ১৪]

ক) √সৃজ্ + তি

খ) √স্থা + তি

গ) √দৃশ্ + তি

ঘ) √গম্ + তি

উত্তর: ক

৮. √গম্ ধাতুর সঠিক কৃদন্ত প্রত্যয় হবে- [প্রাঃ (ইঃ) শিক্ষক : ৯৯-০০]

ক) √গম্ + তব্য

খ) √গম্ + উক

গ) √গম্ + তি

ঘ) √গম্ + ষ্ণু

উত্তর: গ


৯. 'কর্তব্য' শব্দের প্রকৃতি প্রত্যয়- [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ০৪]
ক) √কৃ + ত্ব
খ) √কৃ + অনীয়
গ) √কৃ + তব্য
ঘ) √কর্ + তব্য
উত্তর: গ
১০. কোনটি সঠিক কৃদন্ত প্রত্যয়? [প্রাঃ (সঃ) শিক্ষক : ৯৯]
ক) √কর্ + তব্য
খ) √গম্ + তব্য
গ) √স্থা + তব্য
ঘ) √শ্রু + তব্য
উত্তর: গ
১১. '√চল্ + অন' - কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? [১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৫]
ক) ণিচ প্রত্যয়
খ) ষ্ণ প্রত্যয়
গ) বাংলা কৃৎ প্রত্যয়
ঘ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
উত্তর: গ
১২. '√কৃষ্ + তি' - প্রকৃতি প্রত্যয় কোনটি? [১১তম বিসিএস (প্রিলি:) : ১০]
ক) কৃতি
খ) कृति
গ) কৃত্য
ঘ) কার্তি
উত্তর: খ
১৩. 'কর্তৃবাচ্য' শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? [কৃষি ব্যাংক (সহঃ কৃষি প্রকৌশলী) : ১০]
ক) √কৃ + ত্ব
খ) √কৃ + তৃচ্
গ) √কৃ + তা
ঘ) √কৃ + তব্য
উত্তর: খ
১৪. 'বার্ষিক' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [প্রাঃ (সঃ) শিক্ষক : ৯৬ / কৃষি (সঃ প্রকৌশলী) : ১০-১১]
ক) √বর্ষ + ইক
খ) √বার্ষ + ইক
গ) বর্ষ + ষ্ণিক
ঘ) বার্ষিক
উত্তর: ক
১৫. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি? [১১তম বিসিএস / মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৯৫]
ক) কারিকা
খ) লেখক
গ) বেদন
ঘ) লুণ্ঠিত
উত্তর: খ
১৬. 'চৌরাস্তা' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক (সহকারী শিক্ষক) : ৯৯]
ক) চৌ + রাস্তা
খ) চৌ + রাস্ + তা
গ) চার + রাস্তা
ঘ) চৌরা + স্তা
উত্তর: গ
১৭. 'গমন' শব্দের মূল ধাতু কোনটি? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী : ১০]
ক) √গম্
খ) √গমন
গ) √গম + অন্
ঘ) √গমা
উত্তর: ক
১৮. 'পঙ্কজ' -এর প্রকৃতি ও প্রত্যয়- [কৃষি (প্রকৌশল) : ১০-১১]
ক) পঙ্ক + জ
খ) পঙ্ক + √জন্ + অ
গ) পম্ + কজ
ঘ) পঙ্ক + √দা
উত্তর: খ
১৯. 'অন্বেষণ' শব্দের প্রকৃতি প্রত্যয় হল- [পরিঃ (ইন্স:) : ১০-১১ / প্রাঃ (ইন্স:) : ০৭-০৮]
ক) অনু + √ইষ্ + অন
খ) অন্বেষ + অণ
গ) অন্বেষ + √ণ
ঘ) অন্ + √ইষ্ + অন
উত্তর: ক
২০. নিচের কোনটি কৃদন্ত শব্দ? [পরিঃ (ইন্স:) : ১১-১২]
ক) চলনা
খ) পাগলামি
গ) চন্দন
ঘ) মার্জনা
উত্তর: ক
২১. 'চালক' শব্দের প্রত্যয়- বিভাজন কী? [প্রাঃ-প্রাথঃ : ০৮-০৯]
ক) চাল + অক
খ) √চল্ + অক
গ) চালি + অক
ঘ) √চালা + অক
উত্তর: খ

Catagories