ধাতু, প্রকৃতি এবং প্রকারভেদ part 5

 

২২. 'করণীয়' শব্দে কোন প্রত্যয় যোগ হয়েছে? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সঃ) : ৯৯-০০]

ক) ঈয়

খ) অনীয়

গ) ত্ব

ঘ) ইষ্ণু

উত্তর: খ

২৩. কোনটি সঠিক কৃদন্ত প্রত্যয়? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক : ৯৯]

ক) √দি + তব্য

খ) √দি + ম

গ) √দি + ষ্ণু

ঘ) √দি + ণিচ্

উত্তর: ক

২৪. 'শ্রাব্য' শব্দের প্রকৃতি-প্রত্যয়- [প্রাঃ (ইন্স:) : ০৮-০৯ / কৃষি (প্রকৌশল) : ০৭-০৮]

ক) √শ্রো + ব্য

খ) √শ্রু + য

গ) √শ্রো + তব্য

ঘ) √শ্রু + তব্য

উত্তর: খ

২৫. 'আহারক' শব্দটির ধাতু ও প্রত্যয়যোগে সৃষ্ট হয়েছে এভাবে- [পরিঃ (পরিদর্শক) : ১০-১১]

ক) আ + √হার + অক

খ) আহার + √অক

গ) √আহার্ + অক

ঘ) আ + √হারক্

উত্তর: ক

২৬. 'জাগ্রত' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [পরিঃ (ইন্স:) : ১৪-১৫]

ক) √জাগ্র + ত

খ) √জাগ্ + ত

গ) √জাগ্র + অৎ

ঘ) জাগা + √ত

উত্তর: গ

২৭. 'কুলটা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর? [প্রাঃ (ইন্স:) : ১১-১২]

ক) কুল + √ট + আ

খ) কুল + √টচ্ + আ

গ) কুল + √ট + টা

ঘ) √কুল + টা

উত্তর: ক

২৮. 'ঢাকনা' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [প্রাঃ (ইন্স:) : ১১-১২]

ক) √ঢাক্ + না

খ) √ঢাক্ + অনা

গ) √ঢাকা + না

ঘ) √ঢাক্ + আনো

উত্তর: খ

২৯. 'দর্শন' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? [কৃষি (প্রকৌশলী) : ১০-১১]

ক) √দৃশ্ + অন

খ) √দর্শ + অন

গ) √দৃশ্ + ন

ঘ) √দর্শ + ন

উত্তর: ক

৩০. 'নন্দনীয়' শব্দটির প্রকৃতি প্রত্যয়- [কেরানী কাম ডাটা এন্ট্রি অপারেটর (জনস্বাস্থ্য) : ১৪]

ক) √নন্দী + অনীয়

খ) √নন্দ + অনীয়

গ) √নন্দন + ঈয়

ঘ) √নন্দ + ঈয়

উত্তর: খ

৩১. 'বীতরাগ' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল/সমমান) : ১৮]

ক) √বী + √তৃষ্ + আন

খ) √বি + √তৃষ্ + অচ

গ) √বী + √রাগ + অচ

ঘ) √বি + √রাগ + অচ

উত্তর: ঘ

৩২. 'চলন্ত' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? [১১তম বিসিএস / পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর : ২০]

ক) √চল্ + অন্ত

খ) √চল + অন্ত

গ) √চালা + অন্ত

ঘ) √চল + ন্ত

উত্তর: ক

৩৩. 'লেখক' শব্দের কৃৎপ্রত্যয়ান্ত রূপ হচ্ছে- [১১তম বিসিএস / মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১]

ক) √লিখ্ + অক

খ) √লিখ + অক

গ) √লেখ + অক

ঘ) √লিখা + অক

উত্তর: ক

৩৪. ব্যাখ্যা: সঠিক উত্তর: √নী + অক (ণত্ব বিধি) = নায়ক।

৩৫. 'কর্তব্য' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? [১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল-২) : ১৫]

ক) √কৃ + তব্য

খ) √কর্ + তব্য

গ) √কৃ + ইষ্ণু

ঘ) √কৃ + ষ্ণ

উত্তর: ক

৩২. সঠিক সন্ধি বিচ্ছেদ প্রকৃতি প্রত্যয়- [প্রাঃ (ইন্স:) : ৯৮-৯৯]

ক) √দিষ্ + তি

খ) √দি + তি

গ) √দিশ্ + তি

ঘ) √দিখ্ + তি

উত্তর: খ

৩৩. ব্যাখ্যা: অপশনে সঠিক উত্তর নাই। সঠিক উত্তর- √ধা + √খা = ধাখা।

৩৪. কৃৎ প্রত্যয়ান্ত শব্দ- [পরিঃ (ইন্স:) : ০৮-০৯]

ক) মহিমা

খ) মলিন

গ) নায়ক

ঘ) সেব্য

উত্তর: গ

৩৫. 'দেবতা' শব্দের প্রকৃতি-প্রত্যয়- [প্রাঃ (ইন্স:) : ১০-১১]

ক) দেব + তা

খ) দেব + √তা

গ) √দেব + তা

ঘ) দেও + আ

উত্তর: ক

৩৬. সংস্কৃত কৃৎ প্রত্যয় কোনটি? [পরিঃ (ইন্স:) : ১৪-১৫]

ক) পাগলা

খ) পাটন

গ) ডুবুরি

ঘ) চলন্ত

উত্তর: খ

৩৭. কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ? [প্রাঃ (ইন্স:) : ১৭-১৮]

ক) রাঙাল

খ) ঢাকা

গ) জেলে

ঘ) পাড়াগাঁ

উত্তর: গ

৩৮. 'পাঠক' শব্দের যথার্থ প্রকৃতি-প্রত্যয় কোনটি? [১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৫]

ক) √পাঠ্ + অক

খ) √পা + ঠক

গ) √পঠ্ + অক

ঘ) √পড়া + অক

উত্তর: ক

৩৯. 'প্রকৃষ্ট' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (বাংলা) : ৯৯]

ক) ইষ্ণু প্রত্যয়

খ) ত প্রত্যয়

গ) ঈয় প্রত্যয়

ঘ) ইত প্রত্যয়

উত্তর: খ

৪০. প্রত্যয়-সাধিত শব্দ কোনটি? [কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ : ৯৯]

ক) প্রহত

খ) গোলাপ

গ) রাজপুত্র

ঘ) গোলমাল

উত্তর: ক

৪১. কোনটি বাংলা কৃৎ প্রত্যয়? [প্রাঃ (ইন্স:) : ৯৯-০০]

ক) কারক

খ) মনন

গ) পাটন

ঘ) দ্রষ্টা

উত্তর: ক

৪২. 'পানীয়' -এর প্রকৃতি ও প্রত্যয়? [পরিঃ (ইন্স:) : ১৭-১৮]

ক) √পা + ণীয়

খ) √পান + ঈয়

গ) √পান + অনীয়

ঘ) √পা + অনীয়

উত্তর: ঘ

৪৩. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? [১১তম বিসিএস / কৃষি (প্রকৌশলী) : ০৩-০৪]

ক) তেজী

খ) পাগলা

গ) পানসে

ঘ) সেলামী

উত্তর: ক

৪৪. 'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়- [১৩তম বেসরকারি প্রাথমিক শিক্ষক নিবন্ধন : ১৬]

ক) √নী + অন

খ) √নয় + ন

গ) নো + অন

ঘ) √নয় + অন

উত্তর: ক

৪৫. প্রকৃতি ও প্রত্যয় অনুযায়ী 'দ্রষ্টব্য' শব্দের গঠন প্রক্রিয়া কোনটি? [প্রাঃ (ইন্স:) : ১১-১২]

ক) √দৃশ + তব্য

খ) √দ্রষ্ট + অনব্য

গ) √দ্রষ্টা + অনব্য

ঘ) √দৃষ্ + তব্য

উত্তর: ক


৪৬. 'শ্রাব্য' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ঢাবি অধিভুক্ত): ০৯-১০]
ক) √শ্রো + ব্য
খ) √শ্রু + য
গ) √শ্রো + তব্য
ঘ) √শ্রু + তব্য
উত্তর: খ
৪৭. বাংলা কৃৎ প্রত্যয় কোনটি? [প্রাঃ (ইন্স:) : ০৮-০৯]
ক) √রো + অন
খ) √রুট + অন
গ) √রুজ + অন
ঘ) √রুহ্ + অন
উত্তর: ক
৪৮. 'কর্তব্য'-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? [কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ঢাবি অধিভুক্ত): ১৫-১৬]
ক) √কৃ + ত্বা
খ) √কৃ + তব্য
গ) √কর্ + তব্য
ঘ) √কৃ + ব
উত্তর: খ
৪৯. '√বাঁধ + অন' - প্রকৃতি প্রত্যয় কোনটি? [প্রাঃ (ইন্স:) : '১৪]
ক) বাঁধা
খ) বাঁধন
গ) বাঁধাই
ঘ) বাঁধুনি
উত্তর: খ
৫০. '√স্থা + বর' - কোন শব্দ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮]
ক) যৌগিক শব্দ
খ) মৌলিক শব্দ
গ) কোনোটিই নয়
ঘ) তদ্ধিতান্ত শব্দ
উত্তর: ক
৫১. 'বিকৃত' শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর- [প্রাথমিক সরকারি শিক্ষক : ৯৯ / রাবি : ০৮-০৯]
ক) বি + √কৃ + ত
খ) বি + √কৃ + অত
গ) বি + √কৃ + ইত
ঘ) বি + কৃ + ত
উত্তর: গ
৫২. ব্যাখ্যা: সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো- বি + √কৃ + ত । সূত্র: ধাতু একাচ্ হলে ই বিকল্পে বন্ধিত হয়। (পূঃ- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃষ্টা- ৯৯৫)। কোনটি প্রত্যয়যোগে গঠিত শব্দ? [বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (ঢাবি অধিভুক্ত) : ১৮]
ক) বিলাসী
খ) বিকিরণ
গ) বিকল
ঘ) বিক্ষিপ্ত
উত্তর: ক
৫৩. 'বুদ্ধি' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয়- [ঢাবি (চ ইউনিট) : ১০-১১]
ক) √বুধ + তি
খ) √বুধ + ই
গ) √বুধ + ঈ
ঘ) √বুধ + ণি
উত্তর: ক
৫৪. 'আবরণ' শব্দটি গঠিত হয়েছে- [ঢাবি (খ ইউনিট) : ১৫-১৬]
ক) সমাস দ্বারা
খ) সন্ধি দ্বারা
গ) উপসর্গ দ্বারা
ঘ) প্রত্যয় দ্বারা
উত্তর: গ
৫৫. '√কৃ + তব্য' - যোগ করলে কোনটি নিষ্পন্ন হয়? [ঢাবি (ঘ ইউনিট) : ১৭-১৮]
ক) √কৃ + তব্য
খ) √কৃত + তব্য
গ) কর্তব্য
ঘ) √কৃ + ত্ব
উত্তর: গ
৫৬. ব্যাখ্যা: √কৃ + তব্য = কর্তব্য। কারণ, 'তব্য' কৃদন্ত প্রত্যয়ান্ত শব্দ। এটি প্রত্যয়ান্ত শব্দ।
৫৭. 'মাঝিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ঢাবি : ১৬-১৭ / রাবি (ক ইউনিট) : ১০-১১]
ক) √মাঝি + মা
খ) √মাঝ + ইমা
গ) √মাঝ +িমা
ঘ) √মাঝ +িমা
উত্তর: খ
৫৮. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? [০৫ম বিসিএস]
ক) চামার
খ) মোড়ক
গ) ধারালো
ঘ) সোনালী
উত্তর: খ
৫৯. 'যুক্ত' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [জাককানইবি (গ ইউনিট) : ১৫-১৬ / ২২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪]
ক) √যুজ্ + ত
খ) √যুত + ক্ত
গ) √যুগ + ত
ঘ) √যু + ক্ত
উত্তর: ক

৬০. 'সৃষ্টি' -এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? [বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল) : ১৭]
ক) √সৃজ্ + তি
খ) √সৃজ + তি
গ) √সৃষ + তি
ঘ) √স্রজ্ + তি
উত্তর: ক
৬১. 'জ্ঞাত' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কী? [সোনালী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান : ১৬]
ক) √জ্ঞা + ত
খ) জ্ঞান + √ত
গ) √জ্ঞা + √অত
ঘ) √জ্ঞা + √ক্ত
উত্তর: ক
৬২. কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? [পল্লী সঞ্চয় ব্যাংক জুনিয়র অফিসার-ক্যাশ : ১৬]
ক) ঢাকা + আই
খ) মিঠা + আই
গ) চলন্ত + আ
ঘ) সোনা + লি
উত্তর: গ
৬৩. 'রক্ত' শব্দের প্রকৃতি প্রত্যয় হল- [ঢাবি (খ ইউনিট) : ১৫-১৬ / ঢাবি (ঘ ইউনিট) : ০৯-১০]
ক) √রঞ্জ + ত
খ) √রক্ + ত
গ) √রঞ্জ + √ত
ঘ) √রক্ত + √অ
উত্তর: ক
৬৪. 'রাধা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি সঠিক? [ঢাবি (খ ইউনিট) : ০৮-০৯]
ক) রা + √ধা
খ) √রাধ্ + আ
গ) √রা + √ধা
ঘ) রাধ + না
উত্তর: খ
৬৫. 'রাঁধুনি'-শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? [ঢাবি (খ ইউনিট) : ১১-১২]
ক) √রাঁধ + উনি
খ) √রাঁধ + নি
গ) √রাঁধ + ইনী
ঘ) √রাঁধ + ঈনি
উত্তর: ক
৬৬. 'সাক্ষী' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক : ৯৯]
ক) √সাক্ষ + ঈ
খ) √সাক্ষ্য + ঈ
গ) √সাক্ষ + ইন্
ঘ) √সাক্ষ্য + ইন্
উত্তর: ক
৬৭. কোনটি সঠিক? [ঢাবি (ঘ ইউনিট) : ১৪-১৫]
ক) √ঘট + অক = ঘটক
খ) √বস্ + না = বসনা
গ) √গম্ + তব্য = গতব্য
ঘ) √পঠ্ + ষ্ণ = পঠিত
উত্তর: ক
৬৮. 'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? [বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নার্সিং ভর্তি পরীক্ষা : ২০]
ক) √শ্রৎ + √ধা + আ
খ) √শ্রদ্ধ্ + আ + আ
গ) √শ্রৎ + √ধা + √আ
ঘ) √শ্রদ্ধা + আ
উত্তর: ক
৬৯. 'সহ্য' -এর প্রকৃতি কি? [পল্লী বিদ্যুৎ বোর্ডে ডাটা এন্ট্রি অপারেটর : ১১]
ক) √সহ্ + য
খ) √সয্ + য
গ) √সহ + √য
ঘ) √সহ + √হ
উত্তর: ক
৭০. কোনটি কৃৎ প্রত্যয়? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) : ১৮]
ক) √গম্ + তি
খ) √সখী + ত্ব
গ) √নীল + ইমা
ঘ) √চোর + টা
উত্তর: ক
৭১. কোনটি সঠিক? [ঢাবি (ঘ ইউনিট) : ১৩-১৪]
ক) মন + √জান = সন্ধান
খ) সম্ + √জ্ঞা = সংজ্ঞান
গ) সম্ + √গম = সংগ্রাম
ঘ) √শ্রু + অনীয় = শ্রবণীয়
উত্তর: খ
৭২. 'সঞ্চয়' শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় কর। [ঢাবি (ক ইউনিট) : ১১-১২]
ক) √সম্ + √চি + অ
খ) √সং + √চি + অ
গ) √স + √চয় + অ
ঘ) √সঞ্চ + অ
উত্তর: ক

Catagories