কম্বাইন সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার প্রিলি প্রস্তুতি - আগামী কয়েকদিনে করণীয় -
১। সবার প্রথমেই আপনি যেই বই গুলো থেকে পড়েছেন সেটার সূচিপত্রে চলে যাবেন। সেখান থেকে চ্যাপ্টারগুলোকে ৪টা ভাগে ভাগে করবেন।
- প্রথম ভাগ, ভালো পারি (সবুজ কালি বা এক ধরনের সাইন দিয়ে মার্ক করুন।)
- দ্বিতীয় ভাগ, পারি কিন্তু ভালো পারি না (হলুদ কালি বা এক ধরনের সাইন দিয়ে মার্ক করুন, যা আগের সাইন থেকে ভিন্ন।)
- তৃতীয় ভাগ, চ্যাপ্টার নিয়ে ধারনা খুবই কম, প্রায় পড়া তেমন হয় নাই। (নীল কালি বা এক ধরনের সাইন দিয়ে মার্ক করুন, যা আগের সাইন থেকে ভিন্ন।)
- চতুর্থ ভাগ, একদম পারি না। ( লাল কালি বা এক ধরনের সাইন দিয়ে মার্ক করুন, যা আগের সাইন থেকে ভিন্ন।)
২। এখন এই ভাগকৃত চ্যাপ্টার থেকে আপনি শুধুমাত্রই প্রথম এবং দ্বিতীয় ভাগ পড়বেন। যদি খুব ইচ্ছা করে তাহলে সুযোগ বুঝে তৃতীয় ভাগ পড়বেন। এই পরীক্ষার জন্যে চতুর্থ ভাগ একদম বাদ।
৩। উপরের প্রথম এবং দ্বিতীয় ভাগ চ্যাপ্টারগুলো ভাগ হয়ে গেলে এবার সেগুলোকে ১০ দিনের জন্যে ভাগ করে ফেলুন। এর মানে হচ্ছে, এই দুই ক্যাটাগরির চ্যাপ্টার আপনি ১০ দিনে শেষ করার জন্যে দৈনিক কয়টা চ্যাপ্টার আপনার পড়তে হবে, সেটা নির্ধারণ করুন।
৪। অবশ্যই প্রতিদিন ২টা বিগত বছরের প্রশ্ন সল্ভ করবেন। এটা পরীক্ষার আগের দিন পর্যন্ত জারি থাকবে। এই সময়ে অনেক জরুরি মনে না হলে কোন চ্যাপ্টারের ব্যাখ্যা পড়ার দরকার নাই। ডেইলি পড়া আর বিগত প্রশ্ন সল্ভ যুগপৎ আগাবেন।
৫। যখন বিগত প্রশ্ন সল্ভ করবেন, তখন গণিত অংশের দিকে একটু বাড়তি গুরুত্ব দিন। গণিত সল্ভ করবেন ২০ মিনিট ঘড়ি ধরে। এই ২০ মিনিটে কয়টা গণিত আপনি সল্ভ করতে পারছেন সেটায় গুরুত্ব দিন।
* মনে রাখবেন, গণিতের উত্তর করার সময় পুরো ম্যাথটি হাতে করার থেকে মাঝে মাঝে অপশন দেখেও উত্তর বের করার যায়। সেদিকে নজর দিন।
৬। প্রতিদিন ভোকাবুলারি পড়ুন ৫০ টা করে। এই ভোকাবুলারি আপনি পারেন বিধায় ৫০ টা করে পড়বেন। একদম নতুন কিছু ভোকাবুলারি পড়তে পারেন, সেক্ষত্রে ১০ টা করে পড়বেন। যেকোন বই থেকে বিগত পড়ুন বা আপনি যেখান থেকে এতোদিন পড়ছেন সেই বই অনুসরণ করুন।
৭। সর্বদা সকল ক্ষেত্রে বিগত সালের প্রশ্নের দিকে নজর দিন। আপনাদের বইয়ের প্রতি চ্যাপ্টারের শেষে শতাধিক বিগত সালের প্রশ্ন দেয়া থাকে। এই সময়ে চ্যাপ্টারের ব্যাখ্যা পড়ার থেকে, বিগত প্রশ্ন শেষ করার দিকে জোর দিন। প্রথমে ব্যাংক, এরপর বিসিএস, এরপর অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সব শেষে সময় থাকলে ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন পড়বেন।
৮। পড়ার ক্ষেত্রে কত সময় ধরে পড়ছেন সেটাকে গুরুত্ব দিবেন না, গুরুত্বপূর্ণ হচ্ছে কয়টা টপিক শেষ করলেন, সেটা। তবে এই সময় পড়ার টেবিলে অন্তত ৮ ঘণ্টা ব্যয় করুন। তৃতীয় ভাগের চ্যাপ্টার যদি পড়তে চান সেক্ষত্রে প্রতিদিন ১ ঘণ্টা রাখতে পারেন।
৯। আইসিটি শুধু বিগত সালের প্রশ্ন শেষ করবেন। ১০/১৫/২০ বছর যা সম্ভব হয়।
১০। বাংলার সাহিত্য অংশে বিগত প্রশ্নের উপর জোর দিন।
১১। তৃতীয় ভাগের চ্যাপ্টার যদি পড়তে চান সেক্ষত্রে প্রতিদিন ১ ঘণ্টা রাখতে পারেন। আপনার পুরো রুটিনটা শেষ হলেও পরীক্ষার আরো ৩ দিন বাকি থাকবে। এই তিন দিন ম্যাথের উপর আরো জোর দিন, বাকি অংশ ধুমায় রিভিশন দিতে থাকুন। সাধারন জ্ঞান অংশের সাম্প্রতিক অংশ শেষ করে ফেলুন।
♠️প্রিলি পরীক্ষার জন্যে সর্বাধিক গুরুত্বপূর্ন কিছু চ্যাপ্টার যা না পড়ে গেলেই নয় -
🔴বাংলা (ব্যাকরণ) -
১. কারক-বিভক্তি
২. সন্ধি
৩. সমাস
৪. ধ্বনি ও বর্ণ, ধ্বনির পরিবর্তন
৫. শব্দ (উৎপত্তি, গঠন এবং অর্থ অনুসারে)
৬. বানান শুদ্ধিকরণ (এখানে ণত্ব ও ষ ত্ত্ব বিধান পড়ে ফেলুন)
৭. উপসর্গ
৮. মুখস্থ অংশঃ সমার্থক শব্দ,এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ ও বাগধারা।
🟠বাংলা (সাহিত্য) -
১. প্রাচীন ও মধ্যযুগ (শুধু বিগত)
২. সাহিত্যেকের উপাধি ও ছদ্মনাম
৩. ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য
৪. পত্রিকা
৫. লেখক - পিএসসি ১১ + হুমায়ূন আহমেদ, শামসুর রাহমান, মুনীর চৌধুরী, পঞ্চ পান্ডব ইত্যাদি (চেষ্টা করবেন সকল সাহিত্যিকের বিগত সালের প্রশ্ন গুলো দেখতে। প্রচুর সাহিত্যিক রয়েছেন যাদের জীবনী এক পাতা কিন্তু তাদের থেকে প্রশ্ন আসছে মাত্র দুইটা। এজন্যে এই সাহিত্যিকদের থেকে ব্যাখ্যা পড়ার দরকার নাই, শুধুই বিগত।)
৬. সকল প্রথমগুলো একবার দেখে নিবেন। প্রথম নাটক, প্রহসন, কবিতা, গদ্য ইত্যাদি।
🟡ইংরেজি -
১. ভোকাবুলারির উপর জোর দিন (বিগত FBS + ২০১০-২০২৫ পড়ুন)
২. Voice Change
৩. Narration
৪. Analogy
৫. Spelling
৬. Right form of verbs
৭. Subject-Verb-Agreement
৮. Number, Gender
🟣সাধারণ জ্ঞান -
১. ১৯৪৭ - ৭১, ২৪ এর গন অভ্যুথান,
২. বাংলাদেশের জনসংখ্যা (৬ষ্ঠ জনশুমারি ও সাম্প্রতিক তথ্য)
৩. বাংলাদেশের অর্থনীতি, সর্বশেষ অর্থনীতিক সমীক্ষা ও রিপোর্ট ও ব্যাংকিং ইস্যু (খুব গুরুত্বপূর্ণ)
৪. শিল্প ও বাণিজ্য
৫. আন্তর্জাতিক সংস্থা এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি (বিসিএস সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ)
৬. পরিবেশ ইস্যু ও কূটনীতি - কপ ৩০
৭. নোবেল পুরস্কার ২০২৫
৮. খেলাধুলা (বিশেষ করে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, গলফ)
৯. প্রণালী
১০. নভেম্বর মাস সহ মোট ৬ মাসের সাম্প্রতিক। এই সকল মাসের কারেন্ট এফেয়ারস এর প্রথম ৪ পাতা অথবা আলাল সাম্প্রতিক আওয়ার দেখে যেতে পারেন।
🔵 গণিত -
১. শতকরা , লাভ-ক্ষতি
২. বয়স
৩. গড়
৪. বিন্যাস, সমাবেশ
৫. সম্ভাব্যতা
৬. ট্রেন
৭. স্পিড টাইম ডিস্ট্যান্স
৮. নৌকা ও স্রোত
৯. Ratio and Proportion
১০. Time and work / pipe and cistern
১১. নম্বর সিস্টেম
১২. জ্যামিতি এবং পরিমিতি (Geometry & Mensuration)
⚫️আইসিটি (আলাল অথবা বেসিক সাজেশন কম্পিউটার থেকে দেখতে পারেন)-
**** ১৫ বছরের বিগত সালের প্রশ্ন (এই অংশের জন্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ)
** বিসিএস সিলেবাস অনুযায়ী পড়াটাই সর্বোত্তম
🛑মনে রাখবেন, উপরে দেয়া চ্যাপ্টারগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ কিন্তু এর বাহিরেও আরো বেশ কিছু চ্যাপ্টার রয়েছে বিশেষত বাংলা, ইংরেজি এবং গনিতে। সেগুলোও শেষ করার চেষ্টা করবেন অবশ্যই।
❎এই সময় শুধুমাত্র সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বই ছাড়া নতুন কোন বই কিনতে যাবেন না। নতুন বই কিনে পড়া শুরু করলে অনেক বড় ধরা খাবেন। আপনার কাছে যা আছে, তাই নিয়ে ঝাপিয়ে পড়ুন।
সকলের জন্যে শুভকামনা রইলো। আমি সকল গণিতের সূত্র কিছুদিনের মধ্যেই পেজে দিয়ে দিবো যেনো আপনাদের এক সাথে রিভিশন দিতে সুবিধা হয়।
________________________________________________________________
তানজিম আহমেদ খান
উপসহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
সাবেক সিনিয়র অফিসার, জনতা ব্যাংক
সাবেক অফিসার, সোনালী ব্যাংক