জেএসসি, জেডিসি ও প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

জেএসসি, জেডিসি ও প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর




জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে। রবিবার সচিবালয়ের নিজ দপ্তরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকের এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর কাছে দুই পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেওয়া হবে। এরপর সকাল ১১টায় জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনের পর পরই ওয়েবসাইটে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পাওয়া যাবে।

Catagories