এস.এস.সি ২০১৮ – হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা

SSC exam 2018 Accounting হিসাববিজ্ঞান MCQ Question Paper Solution (answershit)


এস.এস.সি. পরীক্ষা-২০১৮ হিসাববিজ্ঞান


প্রিয় পরীক্ষাথীগণ, বিডিলাভ২৪.কম টিম সকল গ্রুপের উত্তরমালা তৈরী করতেছে।।আশারাখি পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টার মধ্যে সব বিষয়ের উত্তরমালা আপনার কাছে পৌঁছে দিতে পারবো।

বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)


১. উত্তোলন কোন শ্রেণির হিসাব?
উত্তর: (ঘ) মালিকানাস্বত্ব বিডিলাভ২৪.কম

২. বিলম্বিত বিজ্ঞাপন কোন প্রকারের হিসাব?
উত্তর: (গ) সম্পদ হিসাব

৩. ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে পণ্যের সাথে যে চিঠি আসে তা হল-
উত্তর: (ক) ক্রেডিট নোট

৪. কোনটির উপর ভিত্তি করে ক্রয় জাবেদা লেখা হয়?
উত্তর: (ক) চালান বিডিলাভ২৪.কম

 

৫. বিল বাট্টাকরণজনিত দাখিলা কোথায় লেখা হয়?
উত্তর: (ক) নগদ প্রদান জাবেদায় বিডিলাভ২৪.কম

৬. ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে-
উত্তর: (খ) ii, iii

৭. চেকের মাধ্যমে দায় পরিশোধ করলে তিনঘরা নগদান বহির কোথায় বসে?
উত্তর: (গ) ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে

৮. দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি?
উত্তর: (ঘ) ১০টি

৯. প্রারম্ভিক নগদ তহবিল ও প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়ামিলের কোন দিকে বসে?
উত্তর: (খ) কোনো দিকেই না

১০. উদ্দীপকে চলতি সম্পদের পরিমাণ কত?
উত্তর: (ক) ১,৩৮,০০০ টাকা

১১. জনাব আশিকের মুনাফাজাতীয় ব্যয় কত?
উত্তর: (গ) ৩২,০০০ টাকা

১২. অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে আর্থিক বিবরণীতে দেনাদার থেকে বাদ দিতে হয়?
উত্তর: (ক) রক্ষণশীলতার নীতি

১৩. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে-
উত্তর: (গ) পণ্য ক্রয়

 

১৪. বিজ্ঞাপন খরচ পাঁচ বছরের জন্য ২০,০০০ টাকা পরিশোধ করলে ১ম বছর শেষে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত হবে?
উত্তর: (ঘ) ১৬,০০০ টাকা

 

১৫. আরোপণযোগ্য খরচের অন্তর্ভুক্ত হলো-
উত্তর: (ঘ) i, ii, iii

 

১৬. উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় যোগ করলে কী পাওয়া যায়?
উত্তর: (ক) মোট ব্যয়

 

১৭. তারল্য অনুপাতের আদর্শ মান কোনটি?
উত্তর: (গ) ১ : ১

 

১৮. জনাব মাহমুদের মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
উত্তর: (ঘ) ২৫,০০০ টাকা বিডিলাভ২৪.কম

 

১৯. জনাব মাহমুদের রূপান্তর ব্যয়ের পরিমাণ কত?
উত্তর: (ক) ৮,০০০ টাকা

 

২০. উদ্দীপকের লেনদেনটি জনাব রুপম কত টাকায় হিসাবভুক্ত করবেন?
উত্তর: (খ) ৩৬,০০০ টাকা

 

২১. ৪/১৫ নিট, ২৮ দ্বারা বোঝায়-
উত্তর: (গ) ii, iii

 

২২. পারিবারিক আয়ের শতকরা কতভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত?
উত্তর: (খ) ২০%-২৫%

 

২৩. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
উত্তর: (খ) আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ

২৪. লুকা প্যাসিওলি কী ছিলেন?
উত্তর: (গ) দার্শনিক

২৫. সঠিক সমীকরণ কোনটি?
উত্তর: (খ) A = (L + (C + R – E – D)

 

২৬. প্রতিটি লেনদেন প্রভাবিত করে-
উত্তর: (ঘ) i, ii, iii বিডিলাভ২৪.কম

 

২৭. চলমান জের ছক অনুসরণ করে হিসাবের জের কখন নির্ণয় করা হয়?
উত্তর: (ঘ) প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পরে বিডিলাভ২৪.কম

২৮. জনাব জাহিদের মূলধনজাতীয় ব্যয় কত?
উত্তর: (ক) ৪,২০,০০০ টাকা বিডিলাভ২৪.কম

২৯. জনাব জাহিদের মূলধনজাতীয় আয়ের পরিমাণ কত?
উত্তর: (খ) ২০,০০০ টাকা

৩০. বিভিন্ন প্রকার সম্পদ অবচয়ের ফলে-
উত্তর: (ঘ) i, ii, iii বিডিলাভ২৪.কম

 

আপনাদের কষ্টের অবসাদ ঘটিয়ে পড়ালেখা সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটা সময় ছিলো যখন পরীক্ষার্থীকে বাসায় এসে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে হতো। সেই দিন এখন শেষ… এখন আপনি এক ক্লিকে আমাদের ওয়েবসাইটে এসে সকল পরীক্ষার MCQ উত্তরমালা পেয়ে যাচ্ছেন। বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া আপনার সকল বন্ধুকে উত্তরমালাগুলো শেয়ার করুন যাতে তারা ও উত্তরমালাগুলো পায়। তাদেরকে যেন বাসায় গিয়ে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে না হয়।
ধন্যবাদ আমাদের বিডিলাভ২৪.কম এর পাশে থাকার জন্য , আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু …

Catagories