বিষয়ঃব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র
ফর এইচএসসি ১৯' এবং ২০'
এইচএসসি তে ব্যবসার শিক্ষা বিভাগে ব্যবস্থাপনা কে একটু সহজ বিষয় মনে করে অনেকে।কিন্তু শেষে দেখা যায় এখানেই খারাপ করে ফেলে।ভাল মার্কস তুলতে মুল বই পুরো পড়ার বিকল্প নেই। কিন্তু সৃজনশীলে নির্দিষ্ট টপিক থেকেই বেশি প্রশ্ন আসে।তাই আমি কিছু টপিক দিচ্ছি।আশা করি এগুলা একটু ভাল করে দেখলে সৃজনশীল কমন পাবে এবং ধরতে পারবে।
সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে দিচ্ছি।কারো কপি করা নয়। ভুলত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ করছি😊।
®®®®®
©সাজেশনঃ
প্রথম অধ্যায়ঃ
★ব্যবসায়ের ধারনা
★শিল্পের ধারনা
★শিল্পের প্রকারভেদ ***
★বানিজ্যের ধারনা,প্রকারভেদ
★ট্রেড,প্রত্যক্ষ সেবা
★ব্যবসায়িক কার্যাবলি***
★সামাজিক ব্যবসায়ের ধারনা
২য় অধ্যায়ঃ
★ব্যবসায় পরিবেশের ধারনা
★উপাদান সমূহ ***
★দেশের ব্যবসায়িক পরিবেশ
৩য় অধ্যায়ঃ
★একমালিকানা ব্যবসায়ের ধারনা
★বৈশিষ্ট্য,গুরুত্ব
★ক্ষেত্র সমূহ
৪র্থ অধ্যায়ঃ
★অংশীদারি ব্যবসায়ের ধারনা
★বৈশিষ্ট্য,প্রকারভেদ***
★অংশীদারের প্রকারভেদ***
★চুক্তিপত্র
★বিলোপসাধন পদ্ধতি***
৫ম অধ্যায়ঃ
★কোম্পানির ধারনা
★প্রকারভেদ***
★প্রাইভেট ও পাবলিক কোম্পানির ধারনা
★স্মারকলিপি ও এর ধারা সমূহ***
★পরিমেল নিয়মাবলী,এর বিষয়বস্তু
★বিবরনপত্রের বিষয়বস্তু
★বিলোসাধন পদ্ধতি***
★শেয়ার
ষষ্ঠ অধ্যায়ঃ
★সমবায়ের ধারনা
★নীতিমালা***
★উপবিধির বিষয়বস্তু
★প্রকারভেদ***
★বার্ডের কার্যাবলী
৭ম অধ্যায়ঃ
★রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারনা
★বৈশিষ্ট্য,সুবিধা,অসুবিধা
★ডাক বিভাগ,BTCL,BRTC
★ppp এর ধারনা,প্রকারভেদ***
৮ম অধ্যায়ঃ
★প্যাটেন্টের ধারনা
★কপিরাইটের ধারনা
★ট্রেডমার্ক ধারনা
★পরিবেশ দূষন
★ISO এর ধারনা***
৯ম অধ্যায়ঃ
★সহায়ক সেবার ধারনা,প্রকারভেদ***
★বিজিএমইএ এর সহায়তা
★শিল্প ও বনিক সমিতির সহায়তা
১০ম অধ্যায়ঃ
★ব্যবসায়ের উদ্যোগের ধারনা
★উদ্যোক্তার গুনাবলী
★দেশের উন্নয়নে ব্যবসায় উদ্যোগের প্রভাব
★আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক
১১তম অধ্যায়ঃ
★ব্যবসায়ে তথ্য প্রযুক্তির ধারনা
★প্রয়োজনীয়তা
★ই-বিজনেস
★ই-রিটেইলিং***
★ইকমার্স
★ডেবিট ও ক্রেডিট কার্ড
১২তম অধ্যায়ঃ
★ব্যবসায়ের নৈতিকতা ও মূল্যবোধের ধারনা
★সামাজিক দায়বদ্ধতা***
★বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের দায়িত্ব
#share_mention
Mahmudul Hassan Rakib
Department of AIS
University of Dhaka
Ex college ambassador of SILSWA💖