বিষয়ঃবাংলা ১ম পত্র - টপিকঃসিরাজউদ্দৌলা নাটক

বিষয়ঃবাংলা ১ম পত্র
টপিকঃসিরাজউদ্দৌলা নাটক
©©©©©

একনজরে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক তথ্যাবলীঃ

★প্রধান চরিত্র সিরাজউদ্দৌলা
★ইতিবাচক চরিত্র সিরাজউদ্দৌলা,আমিনা বেগম,মোহন লাল,মির মর্দান,সেনাপতি সাফ্রে,রাইসুল জুহালা
★ক্লেটন বেঈমান বলেছে ওয়ালী খান কে।
★নবাব ছাউনীতে খবর পাঠিয়েছে উমিচাদের গুপ্তচর 
★সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ রাজা মানিকচাদঁ
★ওয়ালী খান কোম্পানির টাকার জন্য তাদের পক্ষে যুদ্ধ করেছে
★গভর্ণর ছিলেন রজার ড্রেক
★গভর্ণর ড্রেকের ধ্বংস চায় উমিচাদ
★"বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা">উমিচাদ
★গোপনে অস্ত্র আমদানি হয় কাশিমবাজারে
★হলওয়েল ছিলেন ইংরেজ ডাক্তার
★ইংরেজরা এদেশে বানিজ্যের অনুমতি পেয়েছিলো নবাব আলীবর্দি খান থেকে
★ইংরেজরা ষড়যন্ত্রে লিপ্ত হয় ফোর্ট উইলিয়াম দূর্গে বসে
★উমিচাদ নবাবের কাছে অনুরোধ করে কৃষ্ণবল্লভের মুক্তির
★পলাশী ভাগিরথী নদীর তীরে অবস্থিত
★কলকাতা থেকে তাড়া খেয়ে জাহাজে ডুকে ড্রেক,মার্টিন,হ্যারীরা
★কিলপ্রাট্রিক ২৫০ জন সৈন্য নিয়ে আসে
★ইংরেজদের চারগুন দামে জিনিসপত্র কিনতে হতো
★কিলপ্রাট্রিক,মার্টিন ৭০ টাকা বেতনের কর্মচারী
★কলকাতার দেওয়ান মানিকচাদ
★"ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থ বদলে গেছে আপনার কাছে">মার্টিন
★ড্রেক লাহোর হয়ে বাংলাদেশে এসেছে
★১২০০০ টাকার বিনিময়ে মানিকচাদ ইংরেজদের কলকাতাতে ব্যবসায়ের অনুমতি দিয়েছিলো
★সকলের লাভ হবে শওকতজঙ্গ নবাব হলে
★নবাবের বিশ্বস্ত সেনাপতি মোহনলাল
★মিরজাফর কোরআন শরীফ ছুয়ে প্রতিজ্ঞা করেছলো
★মিরন নাচগানে বেশি মশগুল থাকতেন
★মিরজাফর উমিচাদকে কালকেউটে বলেছিলো
★চুক্তি অনুযায়ী কলকাতাবাসী ৭০ লক্ষ টাকা পাবে
★সন্ধি অনুযায়ী মির জাফর শুধুমাত্র মাত্র মসনধে বসবে
★পলাশীর যুদ্ধে ইংরেজদের সৈন্য ছিলো তিন হাজার,নবাবের পক্ষে পঞ্চাশ হাজারের বেশি
★সিরাজউদ্দৌলাকে হত্যা করে মোহাম্মদি বেগ
★মিরনের আদেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়
★সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক
★প্রকাশিত হয় ১৯৬৫ সালে
★নাটকে ৪ টি অংক,১২ টি দৃশ্য রয়েছে
★মির জাফরের ৩ পুত্র ছিলো
★আলিনগর চুক্তি ১৭৫৭ সালে বাংলার নবাব ও ইংরেজ প্রতিনিধি রবার্ট ক্লাইভের মাঝে হয়

Catagories