ENGLISH 2nd paper Degree Suggestion HSC EXAM 2019-20

#Intermediate এ লেভেলে Grammar সবাইকে পড়তে হয়।
আজ আমি Degree নিয়ে আলোচনা করব। So let's start...

Degree মানে কি??

Degree মানে হচ্ছে মাত্রা। তাপমাত্রা যেমন মাপা হয় সেইরকমই।তবে এই Degree তে Adjective কে পরিমাপ করা হয়। 
সে ভালো... কি রকম ভালো ওর চেয়ে ভালো, সবার চেয়ে ভালো।

আমারা সবাই জানি Degree তিন প্রকার। তারা কারা!?
তারা হলো-----
Positive 
Comparative আর
Superlative.

কে কোন Degree তা চিনবো কিভাবে???

১।Positive এ শুরুতেই Very Few/No other থাকবে।
এছাড়াও as......as থাকবে।
২।Comparative এর মধ্যেই Than any other/Than most other বা than থাকবে।
৩।Superlative এর মধ্যে  The/One of the থাকবে।

২টি Formulai আমরা Degree Solve করবো। 

২টি Formula একটির নাম দেওয়া হয়েছে 

√√Singular....

Positive =No other
Comparative=Than any other
Supeative=The

√√Plural

Positive =Very Few
Comparative=Than most other
Superlative=One of the

উপরের ২ টি সেট থেকে কি শিখলে???

যখন Positive এ No other থাকবে এবং Positive কে Comparative করতে বলবে তখন চোখ বন্ধ করে  Than any other দিয়ে Comparative করতে হবে।
অন্যদিকে Very Few থাকলে Than most other.
এভাবেই বাকিগুলোও হবে।
বুঝছো তো???

এখন Structure দিয়ে দেয় কিভাবে পুরোটা Solve করবা।

POSITIVE 

No other/very few+object +verb+as+d1+as+subject 
যখন Positive  করতে বলবে।

COMPARATIVE

Sub+verb+d2+than any other/than most other+object 

যখন Positive /Superlative থেকে Comparative করতে বলবে।

SUPERLATIVE

Sub+verb+the/One of the+d3+object 

যখন Superlative করতে বলবে।

এখানে D1 means  Degree 1=Positive 
D2=adjective এর Comparative Form
D3=Adjective এর Superlative Form.

আর মাত্র কয়েকটা Rules আছে যেগুলো খুবই easy. পরে আলোচনা করবো। 
আশা করি এর পর থেকে তোমাদের Degreeতে  আর সমস্যা হবে না।
ভালো লাগলে Timeline এ শেয়ার দিয়ে রাখো Future এ কাজে লাগবে।

#

Catagories