HSC Exam Right Fofm of Verb English Suggestion and Questions

#post no 04

#Topic:Right form of verb

   #তোমরা অনেকেই বলেছ Right form of verb এ তোমাদের একটু প্রবেলেম।
তাই আজ নিয়ে আসলাম তোমাদের জন্য right form of verb  এর রুলস নিয়ে আলোচনা।
#তোমরা আগে কে কিভাবে পড়েছ জানিনা।তবে আজ আমি যে কৌশলটা বলব এভাবে পড়লে তুমি full marks পাওয়ার ability রাখবে ইনশাআল্লাহ।

 #প্রথমত,আমাদেরকে দেখতে হবে gap এর verb  টি finite না non-finite.
(এখানে একটু বলে রাখা ভাল যে আমরা finite & non finite কিভাবে চিনব।
English এ non finite verb সাধারনত  ৩ প্রকার হয়ে থাকে।যথা:
1.Infinifive:to+v1
2.gerund:I like #computing
3.parriciple:
a.present participle:
I saw Jhon #eating his dinner 
b.past participle:The food was #gone
c.perfect participle:Having #read the book the boy come out.

#এছাড়া বাকি সকল verb ই finite যেমন:go/went)
#তো আসো আমরা যে কথায় ছিলাম যে আগে দেখতে হবে gap  এর। verbটি finite না non finite.

#Rule 01:
যদি finite হয় তাহলে দেখতে হবে ওই sentence টা active না passive.
(এখানেও বলে নিচ্ছি active &passive আমরা কিভাবে চিনব।
  #যদি  gap এর verb টির আগে কর্তা/sub   এবং পরে কর্ম/object থাকে তাহলে sentence টা active
#gap এর verb  টির আগে যদি কর্ম/ object & পরে যদি কর্তা /subject  থাকে তাহলে sentence টা passive.
#প্রশ্ন করতে পারো কর্তা &কর্ম কিভাবে চিনব?

 শোনো,বাক্যে কর্তা বের করতে হলে verb  এর কাছে কে/কারা দ্বারা প্রশ্ন করবে তাহলেই কর্তা বের হয়ে আসবে।
#আর  verb এর কাছে যদি কি/কাকে দ্বারা প্রশ্ন কর তাহলেই কর্ম পাবে।
যেমন,
#I eat rice
  এখানে যদি   verb 'eat' এর কাছে প্রশ্ন কর কে/কারা খায় উত্তর আসবে আমি that means "I"কর্তা
আবার যদি প্রশ্ন কর কি/কাকে খায় উত্তর আসবে ভাত that means এটি কর্ম)
মূল রুলস থেকে অনেক দূরে চলে আসলাম।
#তো যেখানে আমরা ছিলাম  যে gap. এর। verb   টি finite   হলে দেখতে হবে যে sentence    টা    active না passive?
# যদি  active হয় তাহলে active sentence এর form মেনে tense বুঝে answer লিখবে।
#যেমন,
#Fleming ------(discover) penicillin.
#verb discover এর কাছে প্রশ্ন কর কে/কারা আবিস্কার করছে। উত্তর আসবে    Fleming আর যেহেতু সেটা  verb এর আগে আছে তাই বুঝলাম sentence টা active.
তো আমরা sentence টার  tense  বুঝে ans লিখে দিব।
দেখ এটা past এর কথা তাই। answer  হবে discovered.
এভাবে active  হলে tense   বুঝে আমরা answer   বের করব।present হলে verb টির present  form &past হলে verbটির past form লিখব।
#এবার আসি sentence  টা passive হলে

কি করবো।
দেখ আগের sentence টাই যদি ঘুরিয়ে লিখি।
#penicillin ----------(discover) Fleming.
এবার আসো আমরা আমাদের নিয়ম অনুযায়ী verb "discover "কে প্রশ্ন করি কে/কারা আবিস্কার করেছে।answer  আসবে   Fleming.
but 😂দেখ  এবার" Fleming "  verb এর শেষে আছে। আর আমরা তো জানি ই কর্তা যদি কোনোভাবে verb এর শেষে দেখ বুঝে নিবা sentence টা passive.
so, আমরা বুঝলাম আমাদের
#penicillin ----------(discover) Fleming
এই sentence টা passive
আমরা এখন passive এর form মেনে উত্তর লিখলেই হয়ে গেলো।
বলোতে উত্তর কি হবে!!!
answer হবে " was discovered by" "কেননা এটা  past   এর কথা।
#Rule 02:
# gap   এর verb টি non finite হলে no change ✌✌✌

I saw a......( flying) bird.
ans:flying 

এবার আসো আমরা এই রুলস মেনে explanation সহ ছোট্ট একটা exercise করি।

Q.
manage /give/work/p
Edison never.......(go) to school. All education that he ever got......(give)to him by his mother. At the age of 12,he was put to.....(work)on a railway. Having a great deal to do with newspapers, he.....(manage) to pick up the art of......(p

answer :
a.went( দেখো আমাদের রুলস এ আছে আগে দেখতে হবে verb টা finite নাnon finite.তো আমরা দেখলাম finite. এবারে দেখতে হবে as finite তাই sentence টা active নাকি passive. দেখলাম active. এবার আমরা জানি active হলে ওই sentence এর tense বুঝে ans লিখতে হবে।তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা past এর কথা।আর past /present যেটায় ই থাকুক আমরা indifinite এ ans টা লিখবো।
এজন্য ans টা went হবে)

b.was given (দেখ verb give হলো finite এবং give এর কাছে প্রশ্ন করো শিক্ষা কে দেয়।সে যদি give এর আগে থাকে তাহলে বুঝবো active নইলে passive) 
দেখো যে শিক্ষাদান করবে সে আগে নেই so sentence টা passive. যেহেতু এটা past এর কথা তাই answer টা হবে was given)

c.work(আমরা জানি যে (to+v1)infinitive অর্থাৎ  non finite verb.তাই work ই থেকে যাবে)
d.managed ( আমরা জানি যে manage verb টা finite আর দেখো manage কে করে সে এটার আগে আছে কিনা।
হুম দেখলাম he আগে আছে so sentence টা active. এবার আমরা tense মেনে managed লিখে দিলাম answer)

e.printing (তোমরা সবাই ই জানো  to ছাড়া বাকি সব preposition এর পর verb থাকলে সেটার সাথে ing দিয়ে non finite করতে হয়)

এখানে আমি বুঝিয়েছি তাই তোমরা হয়তো ভাবছো আরে ধুর,এত ভাবার সময় থাকবে নাকি পরীক্ষার সময়!!
হুম থাকবেনা but তোমরা যখন এই রুলস follow করে ৪-৫ টা exercise করবা দেখবা second এর মধ্যে answer বের করে ফেলতে পারবা।
আমি challenge দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ passage  right form verb এ এমন কোন example কেউ দিতে পারবে না যা এই রুলসের বাহিরে যাবে।
তবে হ্যাঁ,তোমাকে challenge নেয়ার আগে ভালো করে বুঝতে হবে।
যাইহোক আমাদের যেহেতু hsc exam সামনে তাই আপাতত challenge নেয়ার দরকার নেই😂
তুমি ভালো করে বুঝলেই হবে।😊😊😊


#mention_share_for_next_post

#NextPost_CompleteSentence

Catagories