বাংলা ১ম পত্র MCQ উত্তরমালা -এস.এস.সি পরীক্ষা ২০১৯ - SSC 2019 Bangla 1st Part Answersheet

বাংলা ১ম পত্র MCQ উত্তরমালা -এস.এস.সি পরীক্ষা ২০১৯ - SSC 2019 Bangla 1st Part Answersheet

প্রিয় পরীক্ষার্থীবন্ধুরা আজ তোমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশাকরি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরও সবার মধ্যে একটা সংশয় থেকে যায় MCQ অংশে কয়টা শুদ্ধ হয়েছে আর কয়টা ভুল হয়েছে তা নিয়ে। তোমাদের এই সংশয় দূর করতে BDLove24 টিম উদ্যোগে সকল পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে BDLove24.Com এ। আমাদের টিম সর্বাধিক নির্ভুল উত্তরমালা খুজে বের করতেছে। আশাকরি কিছুক্ষণ এর মধ্যে উত্তরমালা তোমরা পেয়ে যাবে।
তোমরা চাইলে এখান থেকে গত বছরের উত্তরমালা দেখে নিতে পারো।





এস.এস.সি. পরীক্ষা-২০১৯
বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
১। ‘ঝর্ণার গান’ কবিতায় কে ভয় দেখায়?
উ: খ) ঝুম পাহাড়
২। ‘বহিপীর’ নাটকে “বইয়ের ভাষার মতো আর ভাষা নেই”-এটা কার উক্তি?
উ: গ) হাতেম আলীর
৩। উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন প্রবন্ধে পাওয়া যায়?
উ: গ) শিক্ষা ও মনুষ্যত্ব
৪। উদ্দীপকের ভাবটি নিচের কোন উক্তির জন্য প্রযোজ্য?
উ: খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
৫। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতায় কার কপাল ভাঙল?
উ: খ) সাকিনা বিবির
৬। “পীর সাহেবকে যা বলার আমিই বলব”-খোদেজার এরূপ উক্তিতে কোন ভাব প্রকাশ পেয়েছে?
উ: ক) সহানুভূতি
৭। উদ্দীপকের প্রথম চলণের ভাব “জীবন সঙ্গীত কবিতার কোন চরণটিতে প্রকাশ পায়?
উ: গ) আয়ু যেন শৈবালের নীর
৮। উদ্দীপকের মূলভাব যে দিক থেকে “জীবন সঙ্গীত” কবিতার মূলভাবের সাথে সঙ্গতিপূর্ণ-
i. জীবনের ক্ষণস্থায়ী
ii. সময়ের কাজ সময়ে করা
iii. জ্ঞানীদের পথ অনুসরণ করা
নিচের কোনটি সঠিক?
উ: গ) i ও ii
৯। ‘আমি কোন আগন্তুক নই’ কবিতায় কবি পুবের কোনটিকে সাক্ষী করেছেন?
উ: খ) পুকুর
১০। ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের?
উ: গ) অর্থপ্রাপ্তি
১১। “আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল।”-এ বাক্যে আব্দুর রহমান কিসের অভয় বাণী দিল?
উ: খ) খাবারের
১২। “তারি সাথে বিরহী মায়ের একেলা পরান দোলে।”-এ চরণে ‘দোলে’ শব্দ দ্বারা পল্লি জননী কবিতায় বোঝান হয়েছে-
i. শংকা
ii. দোলা
iii. ভয়
নিচের কোনটি সঠিক?
উ: ঘ) i ও iii
১৩। উদ্দীপকের আমাদের মধ্যে ‘সুভা’ গল্পের সুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়?
উ: ঘ) প্রতিবন্ধকতা
১৪। উদ্দীপকের আচমার কোন দিকটি সুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ?
উ: ঘ) উৎকন্ঠা
১৫। ‘রানার’ কবিতায় রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
উ: গ) সূর্য ওঠাকে
১৬। “আমি শোধ নিতে জানি”-এ বাক্যের বুধার কোন ভাবটি প্রকাশ পেয়েছে?
উ: গ) প্রতিবাদ
১৭। “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতায় লোহার শ্রমিকরা কেন এসেছিল?
উ: ঘ) বঙ্গবন্ধুর বক্তব্য শুনতে
১৮। “সে আরেক আবর্জনা”-নিমগাছ গল্পে ‘আবর্জনা’ বলতে গল্পকার কী বোঝাতে চেয়েছেন?
উ: ঘ) জঞ্জাল
১৯। উপরিউক্ত চরণদ্বয়ের ভাবের সাথে কোন কবিতার মূরভাবের মিল লক্ষ করা যায়?
উ: ঘ) সাহসী জননী বাংলা
২০। দেশি ভাষায় যার মন জুড়ায় না তাকে কবি কী করতে বলেছেন?
উ: ঘ) দেশ ত্যাগ করতে
২১। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের আলোকে ‘আইন-ই-আকবরী’ কত বছর আগে রচিত হয়?
উ: ঘ) সাড়ে তিনশ’ বছর
২২। ‘মমতাদি’ গল্পে মাস্টারের চড় খেয়ে কার গালে আঙ্গুলের দাগ হয়েছিল?
উ: ক) অবনির
২৩। “অভাগীর স্বর্গ ” গল্পে মা কাঙালীকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল?
উ: ঘ) নাপতে বৌদি
২৪। “পল্লিসাহিত্য” প্রবন্ধে বর্ণিত চীন দেশে সংগঠিত গল্প কোনটি?
উ: ক) আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ
২৫। “উপেক্ষিত শক্তির উদ্বোধন” প্রবন্ধের ছোটলোক সম্প্রদায় আমাদের দেশের কত আনা?
উ: ঘ) দশআনা
২৬। “চালা হাতুড়ি শাবল চালা”- ‘মানুষ’ কবিতার এ চরণে কোন ভাব প্রকাশ পেয়েছে?
উ: খ) ধ্বংস
২৭। উদ্দীপকের ছগির মহাজনের শেষ সিদ্ধান্তটি বহিপীরের কো চারত্রিক বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ?
উ: ঘ) ধূর্ততা
২৮। উদ্দীপকের বদি মিয়ার মনোভাব যে দৃষ্টিকোণ থেকে হাতেম আলীর সাথে মিল রেয়েছে তা হলো-
i. মানবিকতা
ii. বিচক্ষণতা
iii. বদান্যতা
নিচের কোনটি সঠিক?
উ: গ) i ও ii
২৯। বুধা কাকে ভিতুর ডিম বলেছিল?
উ: খ) রানিকে
৩০। “যেথায় লোকে তুচ্ছ নিয়ে
তুষ্ট থাকে ভাই।”- ‘আশা’ কবিতায় ‘তুচ্ছ’ শব্দ দ্বারা কী বোঝান হয়েছে?
উ: ঘ) সামান্য

Catagories