ইংরেজি ২য় পত্র: এইচএসসি পরীক্ষা-২০১৯

এইচএসসি ব্যাচ:২০১৯
দেখে নাও তোমরা
ইংরেজি ২য় পত্র:
এইচএসসি পরীক্ষা-২০১৯
পরীক্ষার খাতায় নাম্বার কম পাওয়ার কারণসমূহ। একটা বিশেষ কারণ হলো সঠিক নিয়মে লিখতে না পারা। আমরা অনেকে হয়তো জানি না ইংরেজী ২য় পত্র পরীক্ষার উত্তরপত্রে কিভাবে এনাসার করতে হয়। ফলে অনেক সময় দেখা যায় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষায় কাঙ্খিত মার্কস আসে না। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইংরেজী ২য় পত্র পরীক্ষার খাতায় যেভাবে উত্তর লিখবে।

1. Article
[প্রশ্ন তোলার দরকার নেই, ভার্টিক্যালি এ, বি, সি দিয়ে উত্তর করে যাবে]

2. Appropriate Preposition
[প্রশ্ন তোলার দরকার নেই, ভার্টিক্যালি এ, বি, সি দিয়ে উত্তর করে যাবে]

3. Uses of Special Verbs 
[প্রশ্ন তোলার দরকার নেই, ভার্টিক্যালি এ, বি, সি দিয়ে উত্তর করে যাবে]

4. Completing Sentence
[পুরো সেনটেন্স কম্পলিট করে, যতটুকু অংশ তুমি লিখেছ, সেটা আন্ডারলাইন করে দিবা]

5. Right form of Verbs
[প্রশ্ন তোলার দরকার নেই, ভার্টিক্যালি এ, বি, সি দিয়ে উত্তর করে যাবে]

6. Transformation of Sentence
[যে ফর্ম এ ট্রান্সফর্ম করছো, আগে সেইটা লিখে, কোলন দিয়ে, এরপর উত্তর করবে]

7. Narration
[পুরো প্যাসেজ রি-রাইট করবে। ডিরেক্ট স্পিচ এ থাকলে ইনডিরেক্ট করবে, আর ইনডিরেক্ট থাকলে ডিরেক্ট]

8. Pronoun Referencing
[অবশ্যই পুরো প্যাসেজ তুলবে। যে জায়গায় Pronoun এর পরিবর্তন করবে, সেখানে আন্ডারলাইন করবে]

9. Modifier
[প্রশ্ন তোলার দরকার নেই, ভার্টিক্যালি এ, বি, সি দিয়ে উত্তর করে যাবে]

10. Sentence Connector
[প্রশ্ন তোলার দরকার নেই, ভার্টিক্যালি এ, বি, সি দিয়ে উত্তর করে যাবে]

11. Synonym/Antonym
[টেবিল করবে। তিনটা কলাম করবে। Given word, Synonym, Antonym. এরপর নিচে নিচে উত্তর করে যাবে]

12. Punctuation
[পুরো সেনটেন্স রি-রাইট করে পাংচুয়েশন ইউজ করবে। যেসব জায়গায় পাংচুয়েশন ইউজ করবে, সেখানে অবশ্যই "পেন্সিল" দিয়ে আন্ডারলাইন করবে]

>>এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, কেন শুধুমাত্র পাংচুয়েশনেই আমি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে বলেছি। কারণ হলো, আন্ডারলাইন নিজেও একটা পাংচুয়েশন। কলম দিয়ে করলে সেটা অন্য পাংচুয়েশন এর সাথে মিলে যাবে। তাই বোর্ড এর নির্দেশনা হলো, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করা।

Catagories