৪১ তম বিসিএসের জন্য বিশেষ পোস্ট - কিভাবে এবং কোন কোন বই পড়ব

৪১ তম বিসিএসের জন্য বিশেষ পোস্ট। ভুল ত্রুটি মার্জনীয়ঃ
সম্প্রতি শেষ হলো ৪০তম বিসিএস পরীক্ষা। এখনো চলছে কাট মার্কস কত হবে তা নিয়ে কষাকষি।
কেউ রিটেনের জন্য সিলেক্ট হবে, আর বাকিরা বাদ পড়ে যাবে।
তাই ইতিমধ্যই অনেকেই জানতে যাচ্ছেন কি করে নিবেন ৪১ তম বিসিএসের প্রস্তুতি।
যারা ৪০তম বিসিএসের প্রশ্ন দেখেছেন। তারা কিছুটা হলেও ধারণা করতে পারছেন পিএসসি কতটা স্মার্ট question করে।
যাই হোক আসল কথায় আসি,
আমরা প্রথম যেই কনফিউশনে পড়ি সেটা হলো কোন বই পড়বো,
আমি আমার ব্যাক্তিগত মতামত দিচ্ছি,
# MP3 সহজভাবে উপস্থাপন করা হয়েছে।সাধারণ জ্ঞানের জন্য ভালো একটি বই।
একসেট কমপ্লেট করতে পারলে আপনি অনেকটা এগিয়ে থাকবেন।
# professor এখানে স্মার্টলি উপস্থাপন করা হয়েছে। পুরোটা সিরিজ কমপ্লেট করতে পারলে নিঃসন্দেহে আপনার যেকোনো চাকুরির জন্য ভালো একটা preparation হয়ে যাবে।
# Oracle সাহিত্য অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।
পরীক্ষাতে কমন ও পাবেন।
তবে এখন দেখা যাচ্ছে পিএসসি সিলোবাসের বাইরে থেকেও প্রশ্ন করে,
তাই আপনাকেও অনেক গভীরে গিয়ে পড়তে হবে।
বাংলার জন্য অগ্রদূত বাংলা পড়তে পারেন।
আর গ্রামারের জন্য বোর্ড বই গুলো সবচেয়ে ভালো হবে।
গণিতের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লাস ৬-১০ থেকেই অনেক অংক আসে।
সেজন্য টিউশনি করা ভালো হবে বলে আমি মনে করি।
ইংরেজির জন্য masters এর বইটা পড়তে পারেন, সাথে গ্রামারের জন্য ৬-১০ বইগুলো, আর বিগত সালের প্রশ্নের জন্য Competitive English Exam পড়তে পারেন।
তাছাড়াও গাজী মিজানুর রহমানে স্যারের BCS preliminaryAnalysis টাও পড়তে পারেন।
এতে বিসিএসে প্রিলি প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা আসবে।
তাছাড়াও, প্রতিদিন ইংরেজি কিছু vocabulary, নিয়মিত পত্রিকা পড়া, খবর দেখা, ইত্যাদিও আপনাকে অনেক এগিয়ে রাখবে।
যাই হোক আমি কিন্তু কোনো বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি বলে মনে করবেন না

Catagories