সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - ১৭

আন্তর্জাতিক
১। ক্লিন পাওয়ার প্ল্যান' কী?
=জলবায়ু নীতি।
২। কোন সম্মেলনে ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় ?
= কোপেন হেগেন
৩। ব্রিটেনের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
=সত্যবাণী।
৪। বিশ্বের সর্ববৃহৎ খনি কোম্পানির নাম কী?
=বিএইচপি বিলিটন।
৫ । যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত দৈর্ঘ্য কত?
=৩২০১ কি.মি বা ১৯৮৯ মেইল।
৬। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম কী?
=পেরেগ্রিন।
৭। আরব-শান্তি উদ্যোগ' কত সালে অনুমদিত হয়?
=২০০২ সাল।
৮। বিশ্বের প্রথম পরাশক্তি হিসেবে লেজার গানের সফল পরীক্ষা চালায় কোন দেশ?
=USA
৯। কোন বছরকে বাংলাদেশ-চীন বন্ধুত্বের বছর বলা হয়?
=২০১৭ সাল।
১০। আটলান্টিক সনদ কবে সাক্ষরিত হয় ?
=১৪ আগস্ট, ১৯৪১
১১। জাতিসংঘের সচিবালয়ে ব্যবহৃত ভাষা কয়টি ?
- ২টি (ইংরেজি ও ফরাসি)
১২। বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য হয় কতবার ?
- মোট ২ বার (১৯৭৮ ও ১৯৯৯)
২য় বার বাংলাদেশ (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১ মেয়াদে)
১৩। কয়টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?
=১৫১ টি দেশ।
১৩। বাংলাদেশ মোট কতজন ভারতীয় শহীদকে সম্মাননা দিয়েছে?
=১৬৬৮ জন।
১৪। বাংলাদেশের কোন পণ্য নতুন করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের সু্যোগ পেয়েছে?
=আম।
১৫। কোন বছরকে বাংলাদেশ-চীন বন্ধুত্বের বছর বলা হয়?
=২০১৭ সাল।

Catagories