বাংলাদেশ নির্বাচন কমিশন-এর তৃতীয় শ্রেণীর পদসমূহের পরীক্ষার প্রশ্ন সমাধান- 21.6.2019

বাংলাদেশ নির্বাচন কমিশন-এর তৃতীয়
শ্রেণীর পদসমূহের পরীক্ষার প্রশ্ন সমাধান
# বিষয় : সাধারণ জ্ঞান
তারিখ: ২১.০৬.২০১৯
.
১) বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মহিলা
পার্লামেন্ট সদস্য রয়েছে?
ক) যুক্তরাষ্ট্র
খ) সুইডেন
গ) নরওয়ে
ঘ) ফ্রান্স
উত্তর: খ
২) সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার
অধিকারী কে?
ক) রাষ্ট্রপতি
খ) স্বরাষ্ট্রমন্ত্রী
গ) প্রধানমন্ত্রী
ঘ) স্পীকার
উত্তর: ক
৩) কোনটি D-8 ভুক্ত দেশ নয়?
ক) নাইজেরিয়া
খ) ভারত
গ) মালয়েশিয়া
ঘ) তুরস্ক
উত্তর: খ
৪) কোনটি BIMSTEC ভুক্ত দেশ নয়?
ক) বাংলাদেশ
খ) ভারত
গ) পাকিস্তান
ঘ) শ্রীলংকা
উত্তর: গ
৫) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর
কোথায় অবস্থিত?
ক) লন্ডন
খ) নিউইয়র্ক
গ) প্যারিস
ঘ) ভিয়েনা
উত্তর: ক
৬) আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ
কোনটি?
ক) ফিজি
খ) কুয়েত
গ) মালদ্বীপ
ঘ) ভ্যাটিকান
উত্তর: ঘ
৭) কোপেন হেগেন কোন দেশের
রাজধানী?
ক) বেলজিয়াম
খ) ভিয়েতনাম
গ) ডেনমার্ক
ঘ) আর্মেনিয়া
উত্তর: গ
৮) আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?
ক) ২১ সেপ্টেম্বর
খ) ২৪ অক্টোবর
গ) ১০ ডিসেম্বর
ঘ) ২৬ জানুয়ারি
উত্তর: গ
৯) 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারি'- গানটির রচয়িতা কে?
ক) আলতাফ মাহমুদ
খ) নির্মুলেন্দু গুণ
গ) আব্দুল গাফফার চৌধুরী
ঘ) শামসুর রহমান
উত্তর: গ
১০) বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে?
ক) ড. রায়হানা খাতুন
খ) ড. শিরীন শারমিন চৌধুরী
গ) ডা. দীপু মনি
ঘ) বেগম রওশান এরশাদ
উত্তর: খ
১১) বঙ্গবন্ধুর জন্মদিবসকে কি দিবস হিসেবে পালন
করা হয়?
ক) শিশু দিবস
খ) অটিজম দিবস
গ) পরিবেশ দিবস
ঘ) জাতীয় টিকা দিবস
উত্তর: ক
১২) ওমানের মুদ্রার নাম কি?
ক) দিনার
খ) ডলার
গ) দিরহাম
ঘ) রিয়াল
উত্তর: ঘ
১৩) ইয়েমেন-এর রাজধানী-
ক) আঙ্কারা
খ) সানা
গ) মাস্কাট
ঘ) আম্মান
উত্তর: খ
১৪) বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ কোথায় অনুষ্ঠিত
হচ্ছে?
ক) ইংল্যান্ড ও ওয়েলস
খ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
গ) ভারত ও বাংলাদেশ
ঘ) পাকিস্তান ও শ্রীলংকা
উত্তর: ক
১৫) বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন
ডলার?
ক) ১১৬৬
খ) ১০৪০
গ) ১৪৩৫
ঘ) ১৮২৭
উত্তর: ঘ
১৬) 'ষাট গম্বুজ মসজিদ' কোথায় অবস্থিত?
ক) ঠাকুরগাঁও জেলায়
খ) রাজশাহী জেলায়
গ) নওগাঁ জেলায়
ঘ) বাগেরহাট জেলায়
উত্তর: ঘ

Catagories