বেসরকারি শিক্ষক নিবন্ধনের ১৬ তম শিক্ষক নিবন্ধন স্কুল-২য় পর্যায়ের সাধারণ অংশের সমাধান
১.NATO কোন ধরনের জোট ? উঃ সামরিক জোট
২. বাংলাদেশের সরকারি ইপিজেড এর সংখ্যা কতটি ? উঃ ৮ টি
৩. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উঃ ক্যাপ্টেন এম মনসুর আলী
৪. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ? উঃ ১৩৭ নং
৫. ইতিহাসের জনক কে ? উঃ হেরোডটাস
৬. টেকসই উন্নয়ন কবে গৃহীত হয় ? উঃ ২০১৫ , 25 শে সেপ্টেম্বর
৭. ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় ? উঃ বেলজিয়াম
৮. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি পান ? উঃ ৪২৬ জন
৯. নবায়নযোগ্য শক্তি কোনটি ? উঃ সমুদ্রের ঢেউ
১০. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়? উঃ ১৯৭৪
১১. আগরতলা মামলা প্রত্যাহার করা হয়? উঃ ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
১২.seven sister কোথায় অবস্থিত ? উঃ ভারতে, ভারতের সাতটি অঙ্গরাজ্যে
১৩. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয়? উঃ ২০১১
১৪. বাংলাদেশের বয়স্ক ভাতা চালু হয় ? উঃ ১৯৯৮
১৫. বিশ্ব পরিবেশ দিবস ? উঃ ৫ জুন
১৬. বাংলাদেশ স্কয়ার কোথায় ? উঃ লাইবেরিয়া
১৭. আফগানিস্তান ভারত কে পৃথক করেছে ? উঃ ডুরান্ড লাইন
১৮.SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে ? উঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়
১৯. পাট গবেষণা ইনস্টিটিউট ? উঃ মানিকগঞ্জ
২০. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরে ছিল? উঃ ২ নম্বর
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধানের কাজ চলছে। ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন স্কুল পর্যায় প্রশ্নের সমাধান পেতে এই লিংকে চোখ রাখুন।
১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান।