চট্টগ্রাম বোর্ড - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ Answersheet Solution -SSC Exam 2020 উত্তরমালা

চট্টগ্রাম বোর্ড
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সেট-গ
তারিখ: ১২/০২/২০২০

 Watch This Video 



উত্তরসমূহ :
১। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে?
উত্তর: (ঘ) ফন্ট 

২। স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি? 
উত্তর: (ঘ) A1 * B1

৩। কোনো ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি? 
উত্তর: (ক) Insert - Table - Insert Table

৪। 'সেইভ এ্যাজ' এর মাধ্যমে কোনটি করা যায়?  
উত্তর: (গ) একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা  

৫। উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়? 
উত্তর: (ক) পাওয়ার পয়েন্ট  

৬। উক্ত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা যা করতে পারে- 
উত্তর: (ক) i ও ii  

৭। ডেটাবেজে অপ্রয়োজনীয় রেকর্ড বাতিল করার কমান্ড কোনটি? 
উত্তর: (ঘ) নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে 
Home - Delete - Yes
৮। Field Name এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হয়? 
উত্তর: (ক) Field size

৯। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কি-বোর্ড কমান্ড কোনটি? 
উত্তর: (খ) F5

১০। ডেটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো-
উত্তর: (ঘ) i, ii ও iii

১১। ডেটাবেজ সফটওয়্যারে তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কী আকারে? 
উত্তর: (ক) রিপোর্ট

১২। পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কী বলে? 
উত্তর: (গ) স্ট্রোক 

১৩। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছেন- 
উত্তর: (ঘ) i, ii ও iii

১৪। ভিডিও কার্যত এক ধরনের কী? 
উত্তর: (খ) চিত্র 

১৫। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? 
উত্তর: (ক) ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার 

১৬। উদ্দীপকে উল্লিখিত দোকানের জন্য প্রয়োজন-
উত্তর: (খ) i ও iii

১৭। রাইয়ান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি? 
উত্তর: (গ) COD

১৮। ডেটাবেজ প্রোগ্রাম হলো-
উত্তর: (ঘ) i, ii ও iii

১৯। কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়? 
উত্তর: (গ) সিডি

২০। কম্পিউটারে "Not Enough Memory"-মেসেজ দেখালে সমাধানের উপায় কী? 
উত্তর: (গ) মাদারবোর্ড অধিক র‌্যাম ব্যবহার করতে হবে 

২১। আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়?
উত্তর: (খ) শিক্ষককে  

২২। কিন্ডল (Kindle) কী? 
উত্তর: (গ) ই-বুক রিডারের নাম

২৩। ই-গর্ভন্যান্স চালুর ফলে-
উত্তর: (খ) i ও iii

২৪। কোনটি BSA (বিজনেস সফটওয়্যার এলায়েন্স) এর কাজ? 
উত্তর: (ক) মেধাস্বত্ব সংরক্ষণ

২৫। কোনো ডকুমেন

Catagories