করোনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান প্রশ্ন

১) IEDCR- পূর্ণরুপ কী?
= Institute of Epidemiology, Diseases Control and Research.
২) IEDCR কত সালে প্রতিষ্ঠিত হয়?
= ১৯৭৬ সালে।
৩) IEDCR এর সদর দপ্তর কোথায়?
= মহাখালী, ঢাকা।
৪) IEDCR এর বর্তমান পরিচালক কে?
= প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
৫) PPE এর পূর্নরুপ কি?
= Personal protective Equipment.
#Covid_19:
৬) কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
= ডিসেম্বর ২০১৯ এ চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৭) WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
= ১১ মার্চ, ২০২০।
৮) COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
= SARS-COV-2
#বাংলাদেশ_ও_কোভিড_১৯ঃ
৯) বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
= ৮ মার্চ, ২০২০
১০) কোভিড-১৯ রোগে অাক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
= ১৮ মার্চ ২০২০
১১)কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম চিকিৎসক মারা যায় কবে?
= ১৫ ই এপ্রিল ২০২০
(সহকারী অধ্যাপক ডাঃ মাইনুুদ্দীন,সিলেট ওসমানী মেডিকেল কলেজ)

Catagories