৩১ শে মে থেকে পরীক্ষা শুরু করার লক্ষ্য নিয়ে আগামি সপ্তাহ থেকে রুটিন তৈরির কাজ করবে শিক্ষাবোর্ড।পরীক্ষা পূর্বের রুটিনের সিরিয়ালেই হবে শুধুমাত্র তারিখ চেঞ্জ হবে এবং সময় সংক্ষিপ্ত করে এক মাসের মধ্যে ব্যাবহারিকসহ শেষ করা হবে।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করতে রুটিন প্রকাশ করে দেশের সকল শিক্ষাবোর্ডগুলো। ১ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ৪ মে পর্যন্ত চলার কথা ছিল। পরদিন ৫ মে থেকে ১৩ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষে ১৮ মের মধ্যে সেসব উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে স্ব স্ব শিক্ষাবোর্ডে পাঠানোর নির্দেশনা দেয়া হয়। পরীক্ষার রুটিন অনুযায়ী ১ মাস ১৮ দিনে এ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও দেশে করোনা পরিস্থিতির কারণে সকল প্রস্তুতি পিছিয়ে যায়।