বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন ? (১৬ই ডিসেম্বর ২০২০) বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ

১৯৭২ সালের মার্চে রাষ্ট্রপতি কর্তৃক গণপরিষদ আদেশ জারি হওয়ার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়। ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয় এবং ১৬ই ডিসেম্বর হতে এটি কার্যকর হয়। বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন?

 Answer-- ১৪ তারিখ স্পিকারের আমন্ত্রণে সংবিধানে সর্বপ্রথম স্বাক্ষর প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—প্রথমে সংবিধানের বাংলা এবং পরে ইংরেজি পাঠে। ১৫ তারিখ অনুষ্ঠানের শেষ সময় পর্যন্ত চার জন মাননীয় সদস্য—শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা, শ্রী সুরঞ্জিত্ সেনগুপ্ত, মোহাম্মদ আজিজার রহমান ও মোহাম্মদ ইব্রাহীম সংবিধানে স্বাক্ষর করেননি।

Catagories