‘হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।’ কে আব্বা ডাকতে চেয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ (২৪শে ডিসেম্বর ২০২০)
১৯৫২ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে কিছুদিন
বাড়িতে অবস্থান করেন শেখ মুজিবুর রহমান। কারাগারে অনশন করায় তিনি কিছুটা
দুর্বল ছিলেন, ফলে বাড়িতে বিশ্রাম নেন। একদিন শেখ মুজিবকে খেলার ফাঁকে শেখ
হাসিনা ‘আব্বা’ ‘আব্বা’ ডাকছিলেন। এ সময় ভাই-বোনদের একজন শেখ হাসিনাকে
বলেন, ‘হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।’ কে আব্বা
ডাকতে চেয়েছিল?
Ans: কামাল হাচিনাকে বলছে, “হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি