রাবির ভর্তি পরীক্ষা নিয়ে কিছু প্রশ্ন ও আমার উত্তর?? পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রস্তুতি ২০২০-২০২১

 

রাবির ভর্তি পরীক্ষা নিয়ে কিছু প্রশ্ন ও আমার উত্তর?? 
 
রাবির ভর্তি পরীক্ষা নিয়ে কিছু প্রশ্ন ও আমার উত্তর??
১। রাবিতে কি নেগেটিভ মার্ক আছে?
উত্তর : গত বছর এমসিকিউ +লিখিত হয়েছিল তাই নেগেটিভ মার্কস ছিল না। এবার শুধু এমসিকিউ ১০০ নম্বরের পরীক্ষা হবে।সুতরাং নেগেটিভ মার্কস থাকবে ২৫%
২। রাবিতে কি প্রতিটি শিফট পরীক্ষার ফলাফল আলাদা করে দিবে??
উত্তর : প্রতিটি শিফট পরীক্ষার ফলাফল আলাদা এবং ভর্তিও আলাদা করে হবে।
৩। রাবিতে কি বিভাগ পরিবর্তন করতে পারবে???
উত্তর : হ্যাঁ। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে। আর বিজনেস ইউনিট বি বিভাগ পরিবর্তনের আইসিটি থেকে প্রশ্ন প্রতিবছর করা হয়।
৪। রাবির মানবন্টন কি দিয়েছে?
উত্তর : এখনও দেয়নি।
৫। রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র কোথায় পরবে??
উত্তর : রাবির ক্যাম্পাসে
৬। চূড়ান্ত সিলেকশন কিভাবে হয়?
উত্তর : শুধু এইচএসসি রেজাল্ট এর উপর ভিত্তি করে চূড়ান্ত সিলেকশন হয়ে থাকে। এর জন্য তিন/চারটি সিলেকশন রেজাল্ট প্রকাশিত হবে।

Catagories