বিসিএস লিখিত ও প্রিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪৫ টি প্রবাদ। এখনই পড়ে নিন

 

বিসিএস লিখিত ও প্রিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪৫ টি প্রবাদ। এখনই পড়ে নিন।
১. খাঞ্জা খাঁ - নবাবী চালচলন, দিলদরিয়া ভাব।
২. খর দজ্জাল - প্রচণ্ড অত্যাচারী
৩. কুরুক্ষেত্র কাণ্ড - ভীষণ ঝগড়াঝাটি
৪. কালনেমির লঙ্কাভাগ - মাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়া
৫. শাঁখের করাত - উভয় শঙ্কট
৬. শাপে বর - অনিষ্টের মধ্যে ইষ্ট লাভ
৭. শিখণ্ডী খাড়া করা - অাড়াল থেকে অন্যায় কাজ করা
৮. শিবরাত্রির সলতে - একমাত্র সন্তান বা বংশধর
৯. শ্যাম রাখি না কুল রাখি - দোটানায় পড়া
১০. পিপুফিশু - বড় কুঁড়ে বা অতিরিক্ত অলস।
১১. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন - প্রাণপণে সংকল্প সিদ্ধ করা
১২.ন ভূতং ন ভবিষ্যতি - অভূতপূর্ব
১৩. হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী - নির্বোধের দৃষ্টান্ত
১৪. পর্বতের মূষিক প্রসব - বিরাট আড়ম্বরের তুচ্ছ পরিণতি
১৫. নাল্পে সুখমস্তি - অল্পবস্তুতে সুখ নেই
১৬. ধনুর্ভঙ্গ পণ - অতি কঠোর ও সাংঘাতিক প্রতিজ্ঞা
১৭. ধর লক্ষণ - পরিপূর্ণভাবে পরিষ্কার নির্দেশ ছাড়া কোন কাজে হাত দেয়না এমন
১৮. ধুন্ধুমার কাণ্ড - তুমুল কাণ্ড, প্রচণ্ড কোলাহল
১৯. নারাণাং মাতুলক্রম - মানুষ মাতুল বা মামার অনুসরণকারী
২০. পাততাড়ি গুটানো - পালিয়ে যাওয়া, চম্পট দেয়া, কাজ সেরে চলে যাওয়া বা সরে পড়া।
২১. কাঁটার মুকুট - বেদনা দায়ক সম্মান
২২. জড় ভরত - নিষ্কর্মা
২৩. রামভক্ত হনুমান - একান্ত অনুগত ব্যক্তি
২৪. বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? - প্রস্তাব দেয়া সহজ, কার্যকর করা ঢের কঠিন
২৫. অগস্ত্য যাত্রা - চির বিদায়
২৬. লাগে টাকা দেবে গৌরী সেন - পরের টাকার অপব্যয়
২৭. গৌরচন্দ্রিকা - ভূমিকা
২৮. অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায় - সর্বক্ষেত্রে ব্যর্থতা
২৯. লক্ষ্মণের গন্ডি - চূড়ান্ত সীমারেখা
৩০. হরিঘোষের গোয়াল - কর্মবিমুখ মানুষের অাড্ডাখানা
৩১. অতি মন্থনে বিষ ওঠে- একটি বিষয়ে মাত্রাতিরিক্ত অালোড়ন ক্ষতিকারক।
৩২. অজার যুদ্ধে অাঁটুনি সার - লঘু ফলাফলযুক্ত অাড়ম্বরপূর্ণ অায়োজন।
৩৩. ফেউলাগা - কারো পেছনে লেগে ক্রমাগত বিরক্ত করা।
৩৪. পান্তা ভাতে ঘি / বাপের বাড়ি ঝি নষ্ট - অকারণে বিনষ্ট।
৩৫. পোয়া বারো - অতিরিক্ত সৌভাগ্য।
৩৬. ধনুর্ভঙ্গ পণ - অতি কঠোর ও সাংঘাতিক প্রতিজ্ঞা।
৩৭. ধর লক্ষণ - পরিপূর্ণভাবে পরিষ্কার নির্দেশ ছাড়া কোন কাজে হাত দেয়না এমন।
৩৮. ধুন্ধুমার কাণ্ড - তুমুল কাণ্ড, প্রচণ্ড কোলাহল।
৩৯. নারাণাং মাতুলক্রম - মানুষ মাতুল বা মামার অনুসরণকারী।
৪০. পাততাড়ি গুটানো - পালিয়ে যাওয়া, চম্পট দেয়া, কাজ সেরে চলে যাওয়া বা সরে পড়া।
৪১. ত্রিশঙ্কু অবস্থা - অনিশ্চিত
৪২. দিল্লি দূর অস্ত - এখনও অনেক পথ বাকি
৪৩.অন্ধ ধৃতরাষ্ট্র - স্নেহাসক্ত ব্যক্তি
৪৪. মাছি মারা কেরানি - অন্ধ অনুকরণ
৪৫. জতুগৃহ - অগ্নি সুরক্ষা সুনিশ্চিত নয় এমন বাড়ি

Catagories