গুরুত্ব পূর্ণ কিছু সাধারন জ্ঞান 33334

 

গুরুত্ব পূর্ণ কিছু সাধারন জ্ঞান

  • দূরদর্শনের আবিষ্কার করেন কে – জে . এল . বেয়ার্ড ।
  • সবচাইতে হাল্কা গ্যাস কোনটি – হাইড্রোজেন ।
  • রক্তের লােহিত কণিকা কোথায় ধ্বংস হয় – যকৃত ও প্লীহাতে ।
  • সমস্ত জৈব যৌগের মূল উপাদান কি – কার্বন ।
  • কবাডি বিশ্বকাপে কটি দেশ অংশ নেয় –  ১২ টি ।
  • কৃষি উৎসব হারেলি কোন রাজ্যে পালিত হয় – ছত্তিশগড় ।
  • ২০১৬ সালে কোন দেশে কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়  – ভারত ।
  • ২০১৬ সালে কোন রাজ্যে পশুধন বিমা যােজনা চালু হয় – হরিয়ানা ।
  • পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে কে আবিষ্কার করেন – কোপার্নিকাস ।
  • দেশের প্রথম গ্রিন রেল করিডর কোথায় গড়ে উঠেছে – তামিলনাড়ু , রামেশ্বরম ।
  • ২০১৬ সালে কোন দেশের সঙ্গে ভারত সামরিক হটলাইন যােগাযােগ স্থাপন করে – চীন ।
  • ২০১৬ সালে কোন দেশের সঙ্গে ভারত মৈত্রী নামে যৌথ সামরিক মহড়া করে – থাইল্যান্ড ।
  • ২০১৬ সালে কোথায় তামাক নিয়ন্ত্রণে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়  – নয়ডা,ভারত ।
  • সংসদের নিরাপত্তা সংক্রান্ত ভিডিও ফেসবুকে প্রকাশ করেন কোন সাংসদ –  আপ সাংসদ ভগবন্ত মান ।
  • ঘুড়ি ওড়ানাের জন্য চীনা মাঞ্জার ব্যবহার নিষিদ্ধ করে কোন রাজ্য –  কর্ণাটক ।
  • এই প্রথম পায়ে হেঁটে দেশের স্বর্ণ চতুর্ভূজ পাড়ি দিলেন মিচেল কাকাদে, তিনি কোন শহরের বাসিন্দা –  পুণে ।
  • ২০১৬ সালে কোন দেশের সরকার ব্যর্থ সেনা অভূত্থানের পর দেশে জরুরি অবস্থা জারি করে – তুরস্ক ।
  • ২০১৬ সালে কোন শহর থেকে শুরু হয় মাদার টেরেসো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল – কলকাতা ।
  • ব্রিক্স ( BRICS ) – এ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের বাের্ড অব গভর্নরস ‘ এর প্রথম বার্ষিক সভা কোন দেশে অনুষ্ঠিত হয় – চীন ।
  • নদীর অবদানকে স্বীকৃতি দিয়ে কোন রাজ্যে আদি পেরুকু উৎসব পালিত হয় – তামিলনাড়ু ।
  • লােকটক হ্রদে বিশ্বের একমাত্র ভাসমান অভয়ারণ্য কেইজুল লামজাও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত – মণিপুর ।
  • চারটি সাবমেরিন শিকারি যুদ্ধবিমান কেনার জন্য কোন দেশের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি করেছে ভারত – মার্কিন যুক্তরাষ্ট্র ।
  • ভারতের স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিযােগ ৫ শতাংশ থেকে বাড়িয়ে কত শতাংশ করা হয়েছে –   ১৫ শতাংশ ।
  • ২০১৬ সালে জম্মু ও কাশ্মীরে স্থানীয় যুবক – যুবতীদের দক্ষতা বাড়াতে চালু করা “ হিমায়ত ‘ প্রকল্পে কেন্দ্রীয় সরকার কত টাকা মঞ্জুর করে – ১,৬০১ কোটি টাকা ।
  • নিরাপত্তা বাহিনীর অস্ত্র ছররা গুলির বন্দুকের পরিবর্ত খুঁজতে কোন কমিটি গঠিত হয় –  টি ভি এস এন প্রসাদ কমিটি ।
  • শ্রীলঙ্কার একমাত্র কোন ক্রিকেটার আইসিসি ক্রিকেট হল অব ফেমে জায়গা পেয়েছে – মুখাইয়া মুরলীধরন ।
  • ২০১৬ সালে কোন দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিজলস ( হাম ) মুক্ত দেশ ঘোষণা করে – ব্রাজিল ।
  • আইআরসিটিস ( IRCTC ) ওয়েব সাইট থেকে টিকিট কাটলে ১ টাকার বিনিময়ে কত টাকার বিমা পাওয়া যাবে – ১০ লক্ষ টাকা ।
  • অ্যাথলেটিক্সে একমাত্র বিশ্ব রেকর্ড জয়ী নীরজ চোপরা কোন খেলার সঙ্গে যুক্ত – জ্যাভেলিন থ্রো ।

Catagories